মাওলানা মিজানুর রহমান, ইমাম ও খতিব
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০২:৪৭ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম
প্রিন্ট সংস্করণ
ইসলামের আলো

মোনাজাতের আদব ও সুন্নত

মোনাজাতের আদব ও সুন্নত। ছবি: সংগৃহীত
মোনাজাতের আদব ও সুন্নত। ছবি: সংগৃহীত

মোনাজাত মানে আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা। আর যে কাজে আল্লাহর সাহায্য চাওয়া হয়, সে কাজে কখনো কখনো বাহ্যিকভাবে ব্যর্থ হলেও এর ফলাফল আল্লাহতায়ালা অন্যভাবে দিয়ে থাকেন। হয়তো আমাদের কোনো গুনাহ মোচন করে দেন কিংবা কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেন। তাই মোনাজাত আমাদের সঙ্গী হলে আমরা কখনোই ব্যর্থ হবো না। মোনাজাত একটি ইবাদতও। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে—‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’

মোনাজাতের আদব ও সুন্নত

মোনাজাত কবুল হওয়ার জন্য কিছু আদব ও শর্ত রয়েছে। যেগুলো খেয়াল না করলে আমাদের মোনাজাত হয়তো কিছু প্রার্থনা-বাক্য হিসেবেই থেকে যাবে। আল্লাহতায়ালার কাছে কবুল হওয়ার মতো মোনাজাত কখনোই হবে না। তাই কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন—শুরুতে যাবতীয় দুনিয়াবি সব চিন্তা থেকে নিজেকে খালি করে পবিত্রমনে আল্লাহর দিকে মনোনিবেশ করা। দুই হাত তুলে প্রথমেই আল্লাহতায়ালার প্রশংসা করা ও নবী (সা.)-এর ওপর দরুদ পড়া। এ ক্ষেত্রে দরুদে ইব্রাহিম পড়াই উত্তম।

নিজের সব গুনাহ অপরাধ ও কমজোরি আল্লাহর কাছে স্বীকার করা এবং আল্লাহর বড়ত্ব ও মহত্ত্ব বর্ণনা করা। প্রথমে নিজের মা-বাবা, ভাইবোন, আত্মীয়স্বজন ও সব মুসলমানের জন্য ব্যাপকভাবে দোয়া করা। তারপর নিজের প্রয়োজন অত্যন্ত কাকুতি মিনতির সঙ্গে আল্লাহর কাছে তুলে ধরা। আল্লাহতায়ালাকে তার শ্রেষ্ঠ নামগুলো দিয়ে ডাকা। যেমন—রহমান, রাহিম, গাফুর, শাকুর। নিজের দোয়া কবুলের জন্যও দোয়া করা। সর্বশেষ ‘আমিন’ বলে এবং নবী (সা.)-এর ওপর দরুদ পড়ে মোনাজাত সম্পন্ন করা।

মোনাজাতের সময় :

মোনাজাতের জন্য নির্ধারিত কোনো সময় না থাকলেও কিছু কিছু সময়ে মোনাজাত করা উত্তম। কারণ তখন কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন—আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। এটি একটি দোয়া কবুলের বিশেষ সময়।

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত এক হাদিসে নবী (সা.) বলেছেন, ‘আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না।’ (আবু দাউদ : ৫২১)। সিজদায় থাকা অবস্থায়ও দোয়া কবুল হয়। এটি দোয়া কবুলের উত্তম সময়। কারণ এ সময় বান্দা আল্লাহতায়ালার অতি নিকটে থাকে। নবী (সা.) বলেছেন, ‘বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে সিজদার সময়, সুতরাং তখন তোমরা বেশি বেশি দোয়া করো।’ (মুসলিম : ৪৮২)।

রাতের মধ্যভাগে এবং রাতের শেষাংশের দোয়া আল্লাহতায়ালার অনেক প্রিয়। কারণ তখন আকাশ থেকে আহ্বান করা হয়—‘আছে কি কোনো প্রার্থনাকারী যার প্রার্থনা কবুল করা হবে! আছে কি কোনো প্রয়োজনগ্রস্ত যার প্রয়োজন পূর্ণ করা হবে! আছে কি কোনো বিপদগ্রস্ত যার বিপদ দূর করা হবে!’ এভাবে আহ্বান করা হয় ফজর পর্যন্ত। তখন যেই মুসলিম ব্যক্তি কোনো দোয়া করে, আল্লাহতায়ালা তা কবুল করেন।’ (ইবনে মাজাহ : ১৩৮৮)।

জুমার দিন ইমাম সাহেব মিম্বারে বসার পর থেকে নামাজ দাঁড়ানো পর্যন্ত সময় এবং আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়গুলোতে দোয়া কবুলের সম্ভাবনা খুবই বেশি। তাই মুমিনের কর্তব্য সর্বদা প্রভুর দরবারে মোনাজাত বা প্রার্থনা করে যাওয়া।

মাওলানা মিজানুর রহমান, ইমাম ও খতিব

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল কর্মীকে ডেকে নিয়ে হত্যা

‘এত শীতে মানুষ কেমনে বাঁচে, পাতলা ক্যাঁথায় ঘুমই আইসে না’

খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ নাসিমন ভবন

খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের শোক

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

থার্টিফার্স্ট নাইট সম্পর্কে ইসলাম যা বলে

মনোস্পুল বাংলাদেশ পিএলসির ৩৮তম এজিএম অনুষ্ঠিত, ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির ৩৬তম এজিএম অনুষ্ঠিত, ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

রুমিন ফারহানাকে বহিষ্কার

১০

খালেদা জিয়ার মৃত্যুতে শরীয়তপুরে কোরআন খতম ও দোয়া

১১

‎খালেদা জিয়ার মৃত্যুতে মাসুদ সাঈদীর গভীর শোক প্রকাশ

১২

সাইনবোর্ডে আটকে আছে ব্রাহ্মণপাড়ার ফায়ার স্টেশন 

১৩

খামারির হাত-পা বেঁধে ১২ গরু লুট  ‎

১৪

খালেদা জিয়াকে বিদায় জানাতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

১৫

এনসিপি থেকে আরেক নেতার পদত্যাগ

১৬

খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে চলছে কোরআন খতম, শোকস্তব্ধ ফেনী

১৭

বুধবার বন্ধ থাকবে বেসরকারি অফিসও, খোলা যেসব প্রতিষ্ঠান

১৮

সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত

১৯

পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা

২০
X