কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:২৫ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৪, ১২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

তারাবির নামাজের দোয়া ও মোনাজাত

তারাবির নামাজের দোয়া ও মোনাজাত
তারাবির নামাজের দোয়া ও মোনাজাত। ছবিঃ সংগৃহীত

রমজান মাসে এশার নামাজের পর ২০ রাকাত মতান্তরে আট রাকাত সুন্নতে মুয়াক্কাদা নামাজ আদায় করা হয়। এ নামাজকে তারাবির নামাজ বলা হয়। তারাবি শব্দের আভিধানিক অর্থ হলো : বিশ্রাম, স্বস্তি, প্রশান্তি, শান্তি। প্রতি চার রাকাত পরপর একটু বিশ্রাম নিতে হয়।

রমজানের চাঁদ দেখা গেলে রোজার আগের রাতে এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করা রমজানের সুন্নত। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, 'যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। (সহিহ আল-বোখারি, হাদিস : ১৯০১, সহিহ মুসলিম, হাদিস : ৭৫৯, সুনানে দারেমি : ১৮১৭, মুসনাদে আহমাদ : ৯৪৪৫, মুসনাদে হুমাইদি : ১০৩৭)

এ বিশ্রাম গ্রহণের সময় কিছু দোয়া পাঠ করতে হয়। তারাবির নামাজ দুই রাকাত করে পড়তে হয়। এভাবে দুই রাকাত করে চার রাকাত পড়ার পর দোয়া পাঠ করতে হয়। এভাবে ২০ রাকাত মতান্তরে আট রাকাত দিয়ে নামাজ শেষ করতে হয়।

তারাবি নামাজের দোয়া

আমাদের দেশে তারাবি নামাজের জন্য বহুল প্রচলিত একটি দোয়া রয়েছে। দোয়াটি ব্যাপকভাবে পড়ার কারণে অনেক মানুষেরই তা মুখস্থ। প্রতি চার রাকাত পরপর যে দোয়াটি পড়া হয় তা হলো— سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ * سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ

উচ্চারণ : ‘সুবহা-নাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহা-নাজিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া-য়ি ওয়াল জাবারূতি। সুবহা-নাল মালিকিল হাইয়্যিল্লাজি লা-ইয়ানা-মু ওয়ালা- ইয়ামুতু আবাদান আবাদা; সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা-ওয়া রব্বুল মালা-য়িকাতি ওয়াররূহ।’

তারাবি নামাজ শেষে সম্মিলিতভাবে মোনাজাত করার প্রচলন রয়েছে। অনেকে আবার ব্যক্তিগতভাবে মোনাজাত করে থাকেন। মোনাজাত সমবেত হোক আর একাকী, যে কোনো দোয়া দিয়ে তা করা যেতে পারে।

তারাবি নামাজের মোনাজাত

মনের কথাগুলো যেভাবে ইচ্ছা আল্লাহর কাছে তুলে ধরায় কোনো অসুবিধা নেই। তবে তারাবি নামাজের দোয়ার মতো মোনাজাতেরও একটি ব্যাপক প্রচলিত দোয়া রয়েছে। ইচ্ছা করলে এ দোয়াও পড়া যায়। আর তা হলো—

اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ - اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না-নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খ-লিক্বল জান্নাতা ওয়ান্নার। বিরাহমাতিকা ইয়া-আজিজু ইয়া-গাফফারু, ইয়া-ক্বারিমু ইয়া-সাত্তারু, ইয়া-রাহিমু ইয়া-জাব্বারু, ইয়া-খলিকু ইয়া-বারর। আল্লাহুম্মা আজিরনা-মিনান্নার। ইয়া-মুজিরু, ইয়া-মুজিরু, ইয়া-মুজিরু। বিরহমাতিকা ইয়া-আরহামার রাহিমিন।’

রমজান মাস মুসলিম উম্মাহর জন্য এক মহাঅনুগ্রহের মাস। অন্য মাসের তুলনায় এ মাসের মর্যাদা অনেক গুণ বেশি। আর রমজান মাসের গুরুত্বপূর্ণ ইবাদত হলো ২০ রাকাত তারাবির নামাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুস্থ দাঁত পেতে কতটুকু মাজন প্রয়োজন? যা বলছেন চিকিৎসকরা

কেরানীগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

১৭ বছর পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যে কথা হলো চসিক মেয়রের

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন কালবেলার শেখ হারুন

তিন ম্যাচে ২৬ গোল হজম করে বাংলাদেশের লজ্জার সমাপ্তি

অর্থ মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা

অবশেষে শাকসু নির্বাচনের তপশিল ঘোষণা

মার্কিন এফ-৩৫ পেতে সৌদির ওপর ইসরায়েল নিয়ে কঠিন শর্ত

১৮ ডিসেম্বর মেহজাবীনের জবাব দাখিলের নির্দেশ আদালতের

জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা

১০

আল্লাহর গজবের কারণেই হাসিনার পতন হয়েছে : কাদের সিদ্দিকী

১১

‘আমি একনায়ক নই’—ড্রেসিং রুম বিতর্কে জ্যোতি দিলেন পরিষ্কার জবাব

১২

পরিবেশের নিয়ম মানা নিয়ে টম-জেরি খেলা হয় : রিজওয়ানা হাসান

১৩

ইউআইইউতে আউটকাম-বেসড এডুকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে নতুন প্ল্যাটফর্ম স্থাপনের উদ্যোগ

১৫

এমইউজে খুলনার নতুন সভাপতি রাশিদুল, সাধারণ সম্পাদক রানা

১৬

‎সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২০

১৭

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ স্থানীয় নিয়োগকর্তা গ্রেপ্তার

১৮

‘সংখ্যালঘু ঐক্যমোর্চার আত্মপ্রকাশ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

১৯

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা

২০
X