মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
রাশেদা কে চৌধূরী
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৩:৪৯ এএম
আপডেট : ১৩ জুন ২০২৪, ০২:২৯ পিএম
প্রিন্ট সংস্করণ

স্বল্প বিনিয়োগে মানসম্পন্ন শিক্ষা সম্ভব নয়

রাশেদা কে চৌধূরী। ছবি : সৌজন্য
রাশেদা কে চৌধূরী। ছবি : সৌজন্য

জাতীয় বাজেটের মধ্যে সরকারের সদিচ্ছার প্রতিফলন নিহিত থাকে। এবারের বাজেটে শিক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে দুটি বিষয়ে চিন্তার কারণ হিসেবে রয়ে গেছে। প্রথমত, বাজেটে শিক্ষা খাতে টাকার অঙ্কে গতবারের চেয়ে বরাদ্দ বেড়েছে। কিন্তু আমাদের মোট যে পরিমাণ শিক্ষার্থী রয়েছে, যে পরিমাণ শিক্ষার্থী বেড়েছে—সেই অনুপাতে বরাদ্দ বাড়েনি। অর্থাৎ শিক্ষার্থীপ্রতি বরাদ্দ বাড়েনি। মূল্যস্ফীতি বিবেচনায়ও বরাদ্দ বাড়েনি।

দ্বিতীয়ত, আমাদের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে

গুরুত্ব দেওয়া হয়নি বাজেটে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠানসহ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু দেখা যায়, অধিকাংশ জায়গায় দক্ষ প্রশিক্ষকের অভাবে সেসব প্রকল্প বন্ধ হয়ে আছে। এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে আমরা দেখেছি, সিলেট বোর্ডে ফল বিপর্যয় ঘটেছে। বিষয়ভিত্তিক শিক্ষকের সংকট বা শিক্ষকদের দক্ষতা ও প্রশিক্ষণের অভাবে এমনটা ঘটেছে।

বাংলার শিক্ষক যদি ইংরেজি বিষয়ে পড়াতে যান তখন এমন অবস্থাই হবে। এখানে শিক্ষকদের দায়ী করে লাভ নেই। শিক্ষকদের প্রশিক্ষণের গুরুত্ব অনেক বেশি দিতে হবে। নতুন শিক্ষাক্রম খুব দ্রুত চালু হয়ে যাচ্ছে। ফলে নতুন শিক্ষাক্রমের সঙ্গে শিক্ষক এবং শিক্ষার্থীদের খাপ খাইয়ে নিতেও এক ধরনের সংকট তৈরি হবে। এ সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় মানসম্মত প্রশিক্ষণ। কিন্তু চলতি বাজেটে এ জায়গাটায় গুরুত্ব দেওয়ার যথেষ্ট ঘাটতি রয়েছে।

আরেকটা বড় উদ্বেগের বিষয় হলো, প্রতি বছর বাজেটে যে বরাদ্দ রাখা হয়, শিক্ষা মন্ত্রণালয় তা সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারে না। মানবসম্পদ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ এ খাতে যদি বরাদ্দ ঠিকমতো ব্যবহার করতে না পারি, তাহলে আমরা সামনে

এগোব কীভাবে!

শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর জন্য বিশেষজ্ঞরা অনেক বছর ধরে পরামর্শ দিয়ে আসছেন। এবারের বাজেটেও তার প্রতিফলন নেই। অঙ্কের হিসাবে বরাদ্দ বেড়েছে, বাস্তবে বাড়েনি। টেকসই উন্নয়নের লক্ষ্যে শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বা মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দ করা হবে—এরকম প্রতিশ্রুতি ছিল সরকারের। তা এখনো রক্ষা করা হয়নি। শিক্ষা ও প্রযুক্তি মিলে একটি খাতে বাজেটে বরাদ্দ দেওয়া হয়, যা হওয়া উচিত নয়।

শিক্ষার উন্নয়ন ছাড়া স্মার্ট বাংলাদেশ ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা খাতে যে বাজেট ঘোষণা করা হয়, তা আসলেই গতানুগতিক। এখানে নতুনত্ব আনা জরুরি। যত কিছুই করি না কেন, শিক্ষার মান উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ না করলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

এবারের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ আছে জিডিপির মাত্র ১ দশমিক ৬৯ শতাংশ। যেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষা খাতে ৬ শতাংশ বরাদ্দ থাকার কথা। আমাদের বুঝতে হবে, শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয় বরং বিশাল বিনিয়োগ হিসেবে কাজ করে। যেসব দেশ এটা বুঝতে পেরেছে, সেসব দেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। বিজ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর, দক্ষতা, উদ্ভাবন ও সৃজনশীলতা সহায়ক সমাজ গড়ে তুলতে হলে সময়োপযোগী শিক্ষা প্রদান করতে হবে। এজন্য দরকার শিক্ষা বা গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি আবশ্যক।

গবেষণা খাতে এবারও আমরা তেমন বরাদ্দ দেখিনি অথচ প্রধানমন্ত্রী নিজেও বারবার গবেষণার কথা বলছেন। আমরা দেখেছি, কৃষি গবেষণায় বিনিয়োগ করে বাংলাদেশ অনেক কিছু অর্জন করেছে। আমরা এক ধরনের কৃষি বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছি। কিন্তু শিক্ষা গবেষণায় আমরা সেই বিনিয়োগটা দেখি না। ফলে আমরা শ্রেণিকক্ষের ভেতরে শিক্ষক এবং শিক্ষার্থী যে পাঠদানে সম্পৃক্ত থাকেন তার মধ্যে সীমাবদ্ধ থাকি।

যদি শিক্ষকদের গবেষণার সুযোগ দেওয়া হয়, যদি গবেষণার জন্য আলাদা বরাদ্দ দেওয়া হয় তাহলে তাদের এ গবেষণা কাজে লাগিয়ে আমরা আগামী দিনের পথ তৈরি করতে পারতাম। এ গবেষণার ফলকে আমরা ইতিবাচকভাবে কাজে লাগাতে পারতাম।

সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে। প্রতিবন্ধীদের জন্য সুযোগ-সুবিধা ও বরাদ্দ বাড়ানো হয়েছে, সমাজের পিছিয়ে পড়া শ্রেণির জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে, কিন্তু দরিদ্র শিক্ষার্থীদের জন্য যে উপবৃত্তি দেওয়া হয়, সেটা বাড়ানো হলো না। এটা দুঃখজনক। মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে হলেও শিক্ষার্থীদের উপবৃত্তি বাড়ানো প্রয়োজন। পাঁচ বছর আগের উপবৃত্তি এখনো যদি একই পরিমাণ থাকে সেটা অন্যায্য। উপবৃত্তি দেওয়া হয় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের। এ মেধাবীরাই একদিন দেশের জনসম্পদে রূপান্তরিত হয়। তাই তাদের দিকে নজর রাখা আবশ্যক বলে মনে করি।

বাংলাদেশে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষায় যে বিনিয়োগ করা হয়, তার ৭১ শতাংশ আসে শিক্ষার্থীদের পরিবারের পকেট থেকে। শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ এত কম থাকলে সেখানে শিক্ষার মান বাড়ানো কীভাবে সম্ভব! দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষা খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ আরও অনেক বাড়ানো উচিত।

রাশেদা কে চৌধূরী: গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ বছরের দুর্ভোগ থেকে মুক্তি চায় গাজীপুরবাসী

সুন্দরবনে ভেসে গিয়ে বেঁচে ফিরলেন কুয়াকাটার পাঁচ জেলে

শিশু হত্যার দায়ে একজনের ৭ বছরের কারাদণ্ড

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন

বৃষ্টি ও ভ্যাপসা গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানার ৭ কৌশল

পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মনজুর আলম

নিষেধাজ্ঞা অমান্য করে আ.লীগ নেতা ও তার ছেলের ইলিশ শিকার

১০

কবরস্থান-মসজিদ রক্ষায় রেলকর্মীদের আলটিমেটাম

১১

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকার / এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

১২

চাকরিচ্যুত সেনা সদস্যের প্রতারণা, সেনা অভিযানে গ্রেপ্তার

১৩

কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় আছে তুরস্ক

১৫

৫ দিনের মাথায় আবারও গুলি করে যুবককে হত্যা

১৬

আ.লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার

১৭

এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে, কীভাবে?

১৮

ভৈবর নদে তলিয়ে গেল সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ

১৯

অপহরণ করে ১০ কোটি টাকা আদায়ের মামলায় লিপটন কারাগারে 

২০
X