

বগুড়ার শাহজাহানপুরে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতক উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাত ১০টায় উপজেলার নয়মাইল এলাকায় হাইওয়ে সড়কের পাশে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শেরপুর উপজেলার কালদাপাড়া গ্রামের হামিম ও মহিপুর গ্রামের তানভীর শিশুকে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
উদ্ধারকারী তরুণ তানভীর বলেন, শনিবার রাত ১০টার দিকে জামালপুর এলাকায় বন্ধু হামিমসহ মোটরসাইকেলে বাড়ি যাওয়ার সময় রাস্তার পাশে কাপড়ে মোড়ানো কিছু দেখে সন্দেহ হয়। পরে দেখি কাপড়ের ভেতরে একটি শিশু রয়েছে। আমরা প্রথমে শিশুটিকে মৃত মনে করেছি। শিশুটিকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গেই কান্না করলে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত শিশুটিকে উদ্ধার করে শজিমেক হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করি।
শজিমেক হাসপাতালের শিশু বিভাগের মেডিকেল স্টাফ আল আমিন বলেন, নবজাতকটি ছেলে এবং তার বয়স আনুমানিক একদিনের মতো হবে। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ নিয়েছে।
মন্তব্য করুন