মীরা মুখোপাধ্যায় ছিলেন বাঙালি এক ব্যতিক্রমী ভাস্কর ও লেখক। প্রাচীন বাংলা ভাস্কর্য শিল্পে আধুনিকতা আনয়নে তার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। ১৯৫২-৫৩ সালে তিনি মিউনিখের একাডেমি অব ফাইন আর্টসে কাজের সুযোগ পান।
সেখানে টোনি স্ট্যাডলারের তত্ত্বাবধানে অঙ্কনশিল্প থেকে তার ভাস্কর্যে স্থানান্তরণ। ছত্তিশগড়ের বস্তার এলাকার জনজাতির শিল্পীদের সঙ্গে ডোকরার ধাতু ঢালাই শেখেন। তিনি লৌহ-মোম কাস্টিং দ্বারা ডোকরা পদ্ধতির উন্নতি ঘটান। পরবর্তীকালে সেটিই তার নিজের কাজের স্বাক্ষর হয়ে দাঁড়ায়। এটি ছিল শ্রম-নিবিড় কাজ। সে কাজে অনেক মানুষের সাহচর্য দরকার ছিল। তারাই ছিলেন তার পরিবার।
তারের কর্মী, মাটি-বাহক, মাঝি, জেলে, ঝুড়ি বোনেন যারা—তারাই ছিলেন তার শিল্পসৃষ্টির বিষয়বস্তু।
—মীরা মুখোপাধ্যায় [১৯২৩-১৯৯৮]
মন্তব্য করুন