ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৮:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

শক্তি-সামর্থ্যে কে এগিয়ে

শক্তি-সামর্থ্যে কে এগিয়ে

মালির সুলেমান দিয়াবাতের পাশে পুরোনো মুখ নাইজেরিয়ান এমেকা ওগবাহ এবং নতুন সংযোজন ব্রাজিলের ব্রুনো মাতোস—এই হচ্ছে ২০২৫-২৬ মৌসুমের প্রথম পর্বের জন্য আবাহনীর বিদেশি সংগ্রহ। কাগজ-কলমের হিসাবে স্থানীয়দের সঙ্গে বিদেশি মিলিয়ে দলটাকে মন্দ বলা যাবে না। কিন্তু আবাহনীর চেয়ে এগিয়ে থাকছে বসুন্ধরা কিংস। দুই প্রধানের পর মোহামেডান—ধারণা করা হচ্ছে, প্রিমিয়ার লিগ হবে তিন রেসের ঘোড়া!

কাগজ-কলমের হিসাবে বসুন্ধরা কিংসকে বেশি এগিয়ে রাখার কারণ হচ্ছে, দলটি স্থানীয় এবং বিদেশি ফুটবলার সংগ্রহে ভারসাম্য রেখেছে। স্কোয়াডে আছেন ইংল্যান্ড প্রবাসী কিউবা মিশেল, ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী। তা ছাড়া তপু বর্মণ, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানার মতো কার্যকর ফুটবলারও থাকছেন। বসুন্ধরা কিংসে নাইজেরিয়ান এমানুয়েল টনি ও এমানুয়েল সানডের সঙ্গে দেখা যাবে দুই ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তো ও দরিয়েলতন গোমেজকে।

আবাহনীর নতুন সংগ্রহ শেখ মোরসালিন, মো. আল আমিন, সৈয়দ কাজেম শাহ কিরমানির পাশে ইয়াসিন খান, আসাদুজ্জামান বাবলু, মাহদি খান, হাসান মুরাদের মতো কার্যকর ফুটবলারকে দেখা যাবে। ক্লাবটির গোলবারের নিচে থাকবেন অন্যতম দেশসেরা মিতুল মারমা। তাদের সঙ্গে তিন বিদেশি থাকবেন।

মোহামেডান স্থানীয় কিছু তরুণ ফুটবলার নিয়েছে। সুমন রেজা, রাফায়েল টুডো, রহমত মিয়া ও মেহেদি হাসানকে সাদা-কালো জার্সিতে দেখা যাবে। ক্লাবটির চার বিদেশি ফুটবলার—ঘানার স্যামুয়েল বোয়েটাং, বের্নার্ড মরিসন ও এমানুয়েল এলি কেকের সঙ্গী উজবেকিস্তানের মুজাফফর মুজাফফরভ। ব্রাদার্স ইউনিয়ন সেনেগালের বেকায়ে দিয়ারা, প্যারাগুইয়ান ফের্নান্দো জেসুস, নাইজেরিয়ান সানডে চিজোবা, আইভরি কোস্টের জিন চার্লস দিদিয়ের, ব্রাজিলের মার্কোস জেনার ই-সিলভা ছাড়া চার নেপালি—যোগেশ গুরুং, সানিশ শ্রেষ্ঠা, অঞ্জন বিস্তা ও আরিক বিস্তাকে দলভুক্ত করেছে। বাংলাদেশ পুলিশ গাম্বিয়ান ফোদায় ডারবো, উগান্ডার শফিক কাগিমো, ব্রাজিলের দানিলো কুইপাপা, পাওলো হেনরিক, ভুটানের ওগায়েন শেরিং, নেপালের কিরণ চেমজং এবং আইয়ুশ ঘালানকে দলভুক্ত করেছে। ফর্টিস এফসি শ্রীলঙ্কান সুজন প্যারেরা, নেপালের অনন্ত তামাং, গাম্বিয়ান পা ওমর বাবুউ, ঈসা জাল্লো এবং নাইজেরিয়ান ওনায়েকাচি ওকাফোরকে দলে নিয়েছে।

রহমতগঞ্জ নিয়েছে নেপালের ডিফেন্ডার অভিষেক লিম্বু, গাম্বিয়ান আদামা জাম্মেহ, সলোমন কিং, ঘানার ক্লেমেন্ট আদু ও আন্দ্রেউস আপ্পাউকে। ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব নাইজেরিয়ান সেগুন উদোদুয়া, আইভরি কোস্টের বেন ইব্রাহিম এবং উজবেকিস্তানের সলিবেক করিমোভ ও এভগেনি কোচনেভ, মিশরের মোস্তফা মোহাম্মদকে।

পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব ঘানার অ্যান্থনি আমোয়াহ, কফি জুনিয়র দাবাঙ্কা, উজবেকিস্তানের আকোবির তুরায়েভকে দলে নিয়েছে। আরামবাগ ক্রীড়া সংঘ ঘানার সাদ্রাচলেনিয়ে মিলিস, বেন নাসা কুয়ানসা, ভারতের প্রসেনজিৎ চক্রবর্তী ও মিঠুন সামান্তা, লেবাননের হায়দার আওয়াদা, নাইজেরিয়ান ইয়াইয়া জন দেনাপোকে দলভুক্ত করেছে।

সব মিলিয়ে ব্রাদার্স ইউনিয়ন, ফর্টিস এফসি, বাংলাদেশ পুলিশ এফসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি মিডিওকার দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। দলগুলোর পরই থাকবে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব, পিডব্লিউডি এবং আরামবাগ ক্রীড়া সংঘ। এটা কাগজ-কলমের হিসাব, যা সবসময় মাঠে অনূদিত হয় না। কাগজ-কলমের হিসাবকে ভুল প্রমাণ করতে পেরেছিল বলেই গত মৌসুমে আবাহনী ও বসুন্ধরা কিংসকে টপকে শিরোপা জিতেছে মোহামেডান। এখন দেখার বিষয় নতুন মৌসুমে তেমন চমক দেখা যায় কি না!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের ৭ ক্রিকেটার

রসায়নে নোবেল পেলেন তিনজন

নাহিদকে পরিষ্কার করতে হবে, উপদেষ্টাদের মধ্যে কারা ‘সেফ এক্সিট’ চায় : রিজওয়ানা

পদ্মায় ইলিশ ধরায় ৯ জে‌লে গ্রেপ্তার

বিয়ের আগে যে ৭ প্রস্তুতি নেওয়া জরুরি, জানালেন আহমাদুল্লাহ

নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান সাথী, জামিন মেলেনি

ট্রেন উদ্ধার শেষে ফেরার পথে প্রাণ হারালেন রেল প্রকৌশলী

সীমান্ত থেকে ২৭৯ ভারতীয় গরু ও মহিষ আটক 

৮০ পয়সার টিকা পেতে গুনতে হচ্ছে ৬০ টাকা!

জুলাই সনদ ঘোষণার আগে ‘নির্বাচন’ প্রশ্নবিদ্ধ হবে : জাগপা

১০

আইইসিসি বাংলাদেশ আয়োজন করছে ‘মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৫’ 

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক

১২

পাবনায় ছাত্র হত্যা মামলায় ১৩৬ জনের নামে চার্জশিট 

১৩

এখন মন খারাপ হয় না পলকের, লড়তে চান ভোটে

১৪

আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না : পিয়া জান্নাতুল

১৫

‘আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল’

১৬

পদ্মার ভাঙনে বিলীন স্কুল ভবন, বন্ধ শিক্ষা কার্যক্রম

১৭

আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় : আমীর খসরু

১৮

আমার কষ্টের কথা মা-বাবাকেও বলতে পারি না: দেব

১৯

তেলাপিয়া মাছ খেলে কি সত্যিই বিপদ

২০
X