বসুন্ধরা কিংসের খেলোয়াড় ছাড় ইস্যুতে বিড়ম্বনা, বিড়ম্বনা ছিল দুই প্রবাসী ফুটবলার সামিত সোম ও হামজা চৌধুরীকে নিয়েও। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দেশ ছাড়ার আগেও বিড়ম্বনা—সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে ছাড়ল বিমান!
দুপুর দেড়টায় ছাড়ার কথা ছিল বাংলাদেশ বিমানের ফ্লাইট। ইমিগ্রেশন সম্পন্ন করে সে অপেক্ষায় ছিলেন বাংলাদেশ দলের সদস্যরা। ওই সময় বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটে বিলম্ব হবে। দুপুরের পরিবর্তে সন্ধ্যা ৭টায় ছাড়বে নেপালগামী ফ্লাইট। বিড়ম্বনার কারণে বিমানবন্দরে বিচিত্র অভিজ্ঞতা হলো হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের। ফ্লাইট বিলম্ব হওয়ায় বিমান কর্তৃপক্ষ অবশ্য জাতীয় দলের সদস্যদের জন্য বিশ্রামের ব্যবস্থা করতে পারেনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ এম আউয়ালের হস্তক্ষেপে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছিল ইউসিবি লাউঞ্জে। জাতীয় ফুটবল দলের পৃষ্ঠপোষক হিসেবে আছে ইউসিবি। প্রতিষ্ঠানটির লাউঞ্জে বিশ্রামের ব্যবস্থা করায় বড় বিড়ম্বনা থেকে রক্ষা পেল বাংলাদেশ দলের সদস্যদের।
নেপাল মিশন শুরুর পরই বসুন্ধরা কিংস তাদের ফুটবলারদের ছাড়তে বিলম্ব করায় হাতে গোনা কয়েকজন নিয়ে অনুশীলন শুরু করতে হয়েছে হাভিয়ের ক্যাবরেরাকে। পরবর্তী সময়ে ক্লাবটি খেলোয়াড় ছাড়তে সম্মত হওয়ায় জটিলতার মেঘ কাটে। আগেই নিশ্চিত ছিল, নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে সামিত সোমের সার্ভিস পাবে না বাংলাদেশ। এ কারণে কানাডা প্রবাসী এ মিডফিল্ডারকে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি। স্কোয়াডে থাকলেও শেষমুহূর্তে এসে জানা যায়, লেস্টার সিটি হামজা চৌধুরীকে ছাড়বে না। চ্যাম্পিয়নশিপের ম্যাচে পায়ে চোট পাওয়ায় হামজাকে নিয়ে বাড়তি ঝুঁকির পথে হাঁটতে চায়নি ক্লাবটি। এ কারণে প্রীতি ম্যাচের জন্য এ মিডফিল্ডারকে ছাড়েনি প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। শুধু দুই মিডফিল্ডার নন, ইতালি প্রবাসী ফরোয়ার্ড ফাহমিদুল ইসলামকে ছাড়াই নেপালে খেলতে যেতে হয়েছে। ফাহমিদুল ইসলাম ব্যস্ত এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই নিয়ে। গতকাল ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ বাছাই মিশন।
ফ্লাইট বিড়ম্বনার কারণে গতকাল জাতীয় দলের অনুশীলনের কোনো সুযোগ ছিল না। ম্যাচের আগে অবশ্য দুদিন সময় পাওয়া যাচ্ছে। শনিবার দুই ম্যাচের প্রথমটি খেলবে বাংলাদেশ। পরের ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। এএফসি এশিয়ান কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে নেপালের বিপক্ষে ম্যাচ দুটি খেলছে বাংলাদেশ। ৯ অক্টোবর ঢাকায় এবং ১৪ অক্টোবরে হংকংয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ।
মন্তব্য করুন