পাকিস্তানের তরুণ ক্রিকেটার হায়দার আলী গুরুতর ধর্ষণ অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছেন। ব্রিটিশ-পাকিস্তানি এক তরুণীর করা অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া মামলাটি পর্যাপ্ত প্রমাণের অভাবে বন্ধ ঘোষণা করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, পুলিশ ও ক্রাউন প্রসিকিউশন সার্ভিস নিশ্চিত করেছে, অভিযোগ সমর্থনের জন্য প্রয়োজনীয় প্রমাণ পাওয়া যায়নি।
২৪ বছর বয়সী এই ব্যাটারকে ৪ আগস্ট ম্যানচেস্টারের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগকারী জানিয়েছিলেন, জুলাই ২৩ তারিখে তিনি ও হায়দার প্রথমবার দেখা করেছিলেন এবং আগস্ট ১ তারিখে আবার দেখা হয় আশফোর্ডে। অভিযোগ দায়েরের সময় ছিল প্রাথমিক সাক্ষাতের প্রায় দুই সপ্তাহ পর।
পুলিশ সূত্রে জানা গেছে, হায়দার আলী ইতিমধ্যেই তার পাসপোর্ট সংগ্রহ করেছেন এবং তিনি চাইলে যেকোনো সময় যুক্তরাজ্য ত্যাগ করতে পারবেন। পুলিশি জিজ্ঞাসাবাদে হায়দার আলী অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, মেয়েটির সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, তাই অভিযোগটি তার কাছে চরম বিস্ময়ের বিষয় ছিল।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল, মামলার তদন্তকাল পর্যন্ত হায়দার আলীকে সাময়িকভাবে নিলম্বিত করা হয়েছিল। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হায়দার আলী পাকিস্তানের হয়ে ৩৫টি টি২০ ম্যাচ এবং দুটি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
মন্তব্য করুন