সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০২:২৯ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৮:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

রেলের তিন সেক্টরে কঠোর নজরদারি

আসছে পরিবর্তন
রেলের তিন সেক্টরে কঠোর নজরদারি

অন্তর্বর্তী সরকারের সময়ে রেলওয়েকে নতুন করে ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে রেলওয়ে প্রশাসন। এ লক্ষ্যে এর তিন গুরুত্বপূর্ণ খাতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে কঠোর নজরদারিও শুরু হয়েছে। নির্ধারিত সময়ে ট্রেন চলাচল নিশ্চিত, টিকিট কালোবাজারি প্রতিরোধ ও রেলের জমি দখলমুক্ত করতে পৃথক তিনটি টাস্কফোর্স গঠনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ নির্দেশনা দিয়েছেন। সূত্র বলছে, এ ছাড়া রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের শীর্ষ পদের বিতর্কিতদের তালিকা প্রণয়ন এবং রেলের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, পানি-বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু হচ্ছে।

রেলের শিডিউল বিপর্যয় নিয়ে প্রায় অভিযোগ পাওয়া যায়। নির্ধারিত সময়েও ছাড়ে না ট্রেন। টিকিট কালোবাজারি রোধে অনলাইন পদ্ধতি চালু করেও তা প্রতিরোধ করা যায়নি। অন্যদিকে রেলের ভূমি দখলের প্রতিযোগিতাও চলছে। এসব নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ এরই মধ্যে সংস্কারের তোড়জোড় শুরুর উদ্যোগ নিয়েছে।

রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার শাহাদাত আলী কালবেলাকে বলেন, রেলে কোনো ধরনের অনিয়ম, টিকিট কালোবাজারি, অবৈধ দখল এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। এসব বিষয়ে ‘জিরো টলারেন্স’ হিসেবে কাজ করছি। এ ছাড়া কর্মকর্তারাও কঠোরভাবে মনিটরিংয়ে রেখেছেন এসব বিষয়।

কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাধিক কর্মকর্তা-কর্মচারী বলেন, রেল অনিয়ম-দুর্নীতিতে ছেয়ে গেছে। এর প্রতিটি সেক্টরেই চলছে অনিয়ম এবং ক্ষমতার দাপট। কেউ কেউ টানা চার বছর ধরেই রয়েছেন একেক শীর্ষ পদে। তাদের চিহ্নিত করে অন্যত্র বদলি এবং বিতর্কিতদের প্রত্যাহারপূর্বক আইনের আওতায় আনতে হবে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনে শিডিউল বিপর্যয়ের ঘটনা নিয়মিতই ঘটে। এবার শিডিউল বিপর্যয়রোধে গঠন করা হয়েছে টাস্কফোর্স। যারা সময়ানুবর্তিতা ঠিক রেখে রেল চলাচলে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। আর টিকিট কালোবাজারি রুখতে গঠন করা হবে পৃথক টাস্কফোর্স। এ ছাড়া রেলের ভূমি নিয়ে নয়ছয় বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে রেলের জায়গা কোথায় কীভাবে কী পরিমাণ বেদখল হয়ে আছে, জরুরি এ তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, রেল যথাসময়ে চলে কি না, তা পর্যবেক্ষণের জন্য একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ ছাড়া টিকিট কালোবাজারি রোধেও কাজ চলছে। আর চট্টগ্রাম রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, পানি-বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে শুরু হচ্ছে অভিযান।

জানা যায়, রেলের টিকিট অনলাইনে কাটার নিয়ম করার পরও কালোবাজারিদের দৌরাত্ম্য থামেনি। সর্বশেষ ১৫ জুন টিকিটসহ তিন কালোবাজারিকে আটক করা হয়। একই সঙ্গে সঠিক সময়ে রেল চলাচলে প্রায় সময় বিঘ্ন ঘটে। তাই উদ্যোগ নেওয়া হচ্ছে কারিগরি ত্রুটি নিরসনেরও।

রেলওয়ে ভূমি-সম্পত্তি বিভাগ সূত্রে জানা যায়, পূর্বাঞ্চলের অধীন মোট জমি আছে ২৪ হাজার ৪০০ একর। এর মধ্যে নানাভাবে বিভিন্ন প্রভাবশালীদের দখলে আছে ৪৮২ দশমিক ৫ একর জমি। এর মধ্যে সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, স্থাপনা ও প্রভাবশালীদের দখলে বস্তি ও মার্কেট নির্মাণ করা হয়েছে।

এর আগে মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নিয়েই ১৯ আগস্ট রেল ভবনে এক পরিচিতি সভায় মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে এ সরকার রেলের ব্যয় সংকোচনে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছিলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সময় তিনি আরও বলেছিলেন, অতীতের যে কোনো সরকারের চেয়ে বর্তমান সরকারের ম্যান্ডেট অনেক শক্ত। এর মধ্যে তিনি নির্ধারিত সময়ে ট্রেন চলাচল মনিটরিং, টিকিট কালোবাজারি প্রতিরোধ ও রেলের জমি দখলমুক্ত করতে পৃথক তিনটি টাস্কফোর্স গঠনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন। স্টেশনের কাউন্টার থেকে যাত্রীরা যেন সহজে টিকিট পেতে পারে সে ব্যবস্থা নিশ্চিতের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। কর্মকর্তাদের স্তূতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বচ্ছতার সঙ্গে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অনৈতিক কার্যকলাপের বিষয়ে সতর্ক হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীকে যাচাই শুরু, প্রমাণ মিললে ব্যবস্থা

পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে : মীর সরফত 

খানকাহ রহমানি মসজিদ : রাজীব থেকে রাহুল গান্ধী

সৌদির নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৭৩ জন

মোবাইলের ডায়াল প্যাড আগের মতো করবেন যেভাবে

মেয়াদ আছে তো!

শাপলা চত্বর গণহত্যার বিচারে আলাদা কমিশন গঠনের দাবি

‘১৭ বছরে ব্যবসা ছেড়ে ভারতে গেছেন অনেক স্বর্ণ ব্যবসায়ী’ 

১০

ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ : নুরুল হক 

১১

ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ২৩ দল

১২

আন্ডারটেকার ও মাইক টাইসন আসছেন ‘বিগ বস ১৯’-এ!

১৩

চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

১৪

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৫

সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

১৬

রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১৭

সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

১৮

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

১৯

চীন সফরে নাহিদের সঙ্গে যাচ্ছেন যারা

২০
X