­কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ এএম
প্রিন্ট সংস্করণ
চিনি ও খাদ্য শিল্প করপোরেশন

কেরুকে স্বাস্থ্যঝুঁকি এড়ানোর নির্দেশ

চুয়াঙ্গার কেরু অ্যাং কোম্পানি উৎপাদিত মদ। পুরোনো ছবি
চুয়াঙ্গার কেরু অ্যাং কোম্পানি উৎপাদিত মদ। পুরোনো ছবি

কেরু অ্যান্ড কোম্পানিকে ড্রামের পরিবর্তে বোতলজাতকরণের মাধ্যমে অ্যালকোহল বিক্রিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। গ্রাহকদের স্বাস্থ্যঝুঁকি, শুল্ক ও রাজস্ব বৃদ্ধিকে বিবেচনায় নিয়ে এমন নির্দেশনা দেওয়া হয়।

সনদ নবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) সম্প্রতি কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদন ও বিপণন পদ্ধতি পরিদর্শনে গিয়ে ড্রামে করে মদ বিক্রিতে আপত্তি জানায়। এর পরিপ্রেক্ষিতে কেরু অ্যান্ড কোং খোলাবাজারে ড্রামে মদ বিক্রির পরিবর্তে বোতলজাতকরণের জন্য অনুমোদন চাইলে বিএসএফআইসি ইতিবাচক সাড়া দেয়।

সূত্র জানায়, গত ১৮ সেপ্টেম্বর বিএনএসিডব্লিউসির একটি দল চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোং পরিদর্শন করে। এ সময় পরিদর্শকরা শিল্পকারখানার বিভিন্ন স্থান, উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদ্ধতি এবং রাসায়নিক সংরক্ষণের গুদাম পরিদর্শন করে পরামর্শসহ প্রতিবেদন দেয়। এতে বিএনএসিডব্লিউসি পরিদর্শক দল স্বাস্থ্যঝুঁকিতে ড্রামে করে মদ বিক্রিতে আপত্তি জানায়। প্রতিষ্ঠানটির উপপরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, কারখানায় তৈরি অ্যালকোহলের একটি বড় অংশ খোলাবাজারে ড্রামে করে বিক্রয় করা হয়, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ওই অ্যালকোহল ড্রামে করে খোলা বাজারে বিক্রির পরিবর্তে যথাযথ মান নিয়ন্ত্রণ করে কোম্পানির লেবেল সংবলিত বোতলে বাজারজাত করার কথা বলা হয় প্রতিবেদনে।

এ ছাড়া প্রতিবেদনে, ফায়ার সেফটি প্রশিক্ষণ গ্রহণ, অ্যালকোহল উৎপাদন, বোতলজাতকরণ ও সংরক্ষণের স্থানের বৈদ্যুতিক তার মানসম্মত করা এবং নিরাপত্তা নিশ্চিত করা, ইথানল উৎপাদনস্থলে প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা, প্রয়োজনে ডিজিটাল বা বায়োমেট্রিক এক্সেস কন্ট্রোল সিস্টেমস প্রবর্তন করাসহ কারখানার কর্মচারীদের যথাযথ পোশাক, জুতা, হেলমেট ব্যবহার নিশ্চিত করতে বলা হয়।

কেরু কোম্পানি সূত্রে জানা যায়, বছরে প্রায় ৪৫ দশমিক ৪৬ লাখ প্রুফ লিটার মদ উৎপাদন করে কোম্পানি। এর মধ্য প্রায় ৩০ লাখ প্রুফ লিটার মদ ড্রামে করে সরবরাহ করে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) জহির উদ্দিন কালবেলাকে বলেন, উৎপাদিত মদের মধ্য বেশিরভাগই খোলাবাজারে ড্রামজাত হিসেবে সরবরাহ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে কেরুর ব্যবস্থাপনা পরিচালক গত ১০ নভেম্বর স্বাস্থ্যঝুঁকিতে খোলাবাজারে ড্রামের পরিবর্তে বোতলে মদ বিক্রির অনুমতি এবং একই সঙ্গে শুল্ক ও রাজস্ব বৃদ্ধিতে বিএসএফআইসির অনুমোদন চায়। এতে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৬ (ক) উপধারা অনুযায়ী কেরু কোম্পানি অ্যালকোহল খোলা ড্রামে করে ১৩টি পণ্যাগারে সরবরাহ করে এবং ১৬ (খ) উপধারার কারণে পণ্যাগারে অতিরিক্ত অপরিশোধিত পানি মিশ্রণের সুযোগ পাচ্ছে, ফলে দেশি মদ ভোক্তা পর্যায়ে গুণগতমান নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ১০০০ এমএল ও ৫০০ এমএল বোতলে দেশি মদ বাজারজাত করলে গুণগতমান সঠিক রাখা সম্ভব হবে, বাজারজাতকরণ সহজ ও গতিশীল হবে, মাদক শুল্ক ও সরকারি কোষাগারে রাজস্ব আদায় বৃদ্ধি পাবে।

এ প্রসঙ্গে কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান কালবেলাকে বলেন, বিএনএসিডব্লিউসি পরিদর্শনে এসে বিভিন্ন পরামর্শ দেয়, যার মধ্য একটি হচ্ছে ড্রামের পরিবর্তে বোতলজাত করে মদ খোলাবাজারে সরবরাহ করা। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের কাছে নির্দেশনা চাইলে বিএসএফআইসি অনুমোদন দেয়।

বিএসএফআইসির সচিব আনোয়ার কবীর কালবেলাকে বলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান যখন চিঠিতে নির্দেশনা প্রদান করেছেন; তাই সিদ্ধান্ত দ্রুতই বাস্তবায়িত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতকোটি টাকা ব্যয়ে নির্মিত চালকদের বিশ্রামাগার নিজেই বিশ্রামে

সপ্তাহে দুদিন ছুটিসহ রূপায়ণ গ্রুপে চাকরির সুযোগ

পুরো শরীর ‘প্লাস্টিকের তৈরি’ বলায় খেপে গেলেন মৌনি

ইনডোর গার্ডেনিং শুরু করতে বেছে নিন এই ৭ গাছ

বরখাস্ত এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ছেলেদের কাছে ৪৯ রানে ধরাশায়ী হয়ে অলআউট মেয়েরা

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নতুন মাইলফলক / এমআইই পাথওয়েজের প্রথম এনসিইউকে গ্র্যাজুয়েশন সেরিমনি উদযাপন

বলিউড ছেড়ে দক্ষিণে দিব্যা দত্ত

প্রোটিয়া টি-টোয়েন্টি দলে ফিরলেন মহারাজ-মিলার

১০

রোহিঙ্গা সংকট সমাধানে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

১১

স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা, জামিন দেওয়ায় বাদীর ক্ষোভ

১২

রাশিয়ার পারমাণবিক প্লান্টে আগুন

১৩

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

১৪

মেডিকেলে ‘আনফিট’ রিপোর্টে ভেঙে গেলে নবদম্পতির সংসার

১৫

যুদ্ধ সক্ষমতা ও বিশেষ প্রযুক্তি দেখাল উত্তর কোরিয়া

১৬

জঙ্গলে রহস্যময় জ্বলন্ত গাড়িতে পাওয়া গেল ২ পুরুষের মরদেহ

১৭

ডাকাতি করে পালানোর সময় ২ জনকে গণপিটুনি

১৮

দুঃসময় যেন পিছুই ছাড়ছে না পাক তারকা ক্রিকেটারের, এবার যেন হারাবেন পদটাই

১৯

হাই ব্লাড প্রেশার নিয়ে যা জানা জরুরি

২০
X