প্রদীপ মোহন্ত, বগুড়া ও আব্দুর রাজ্জাক, ধুনট
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:০২ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৮:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

বগুড়ায় ১০ টাকায় মিলছে ‘সব রোগের’ চিকিৎসা

ভাসমান হাসপাতাল
বগুড়ায় ১০ টাকায় মিলছে ‘সব রোগের’ চিকিৎসা

ধুনট উপজেলার যমুনার বরইতলী চরের বাসিন্দা ওসমান গনি। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছেন। অর্থাভাবে ভালো কোনো চিকিৎসকের কাছে যেতে পারছেন না। তা ছাড়া এখান থেকে শহরের দূরত্ব ৫০ থেকে ৬০ কিলোমিটার। তাই শহরে যাওয়ার খরচও অনেক। আর যেখানে দুবেলা খাবারের নিশ্চয়তা নেই, সেখানে চিকিৎসা ব্যয় বহন তো দুঃস্বপ্নের মতো। এভাবেই দিন কাটছিল। হঠাৎ শুনলেন, বাড়ির কাছের যমুনাঘাটে ভিড়েছে জাহাজ হাসপাতাল। পরে সেখানে চিকিৎসা ও ওষুধপথ্য নিয়ে এখন বেশ সুস্থ আছেন।

শুধু ওসমান গনিই নন, ভাসমান এই জাহাজ হাসপাতালে বিভিন্ন সময়ে চিকিৎসা নিয়েছেন ভান্ডারবাড়ি ইউনিয়নে পারুল, চিতুলিয়া গ্রামের জয়নাল ও মহর আলীরা।

বগুড়ার ধুনটে যমুনা পাড়ের ভাসমান হাসপাতালে একরকম বিনামূল্যেই চিকিৎসা দেওয়া হচ্ছে। সেবা দিচ্ছে লাইফবয় ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতাল। এখানে মাত্র ১০ টাকায় নারী এবং ২০ টাকায় পুরুষদের নানা রোগের চিকিৎসা দেওয়া হয়। এই টাকাতেই বরাদ্দ চিকিৎসকের ফি, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ। মুমূর্ষু রোগীদের আনা-নেওয়ার কাজে সার্বক্ষণিক প্রস্তুত থাকে নৌ অ্যাম্বুলেন্স। সবসময় সেবা মেলে জরুরি বিভাগে। ব্যবস্থা রয়েছে ডিজিটাল এক্স-রে, ইসিজিসহ সবধরনের প্যাথলজিক্যাল পরীক্ষার। এই কার্যক্রম পরিচালনা করছে বেসরকারি সংগঠন ফ্রেন্ডশিপ ও ইউনিলিভার বাংলাদেশ। আর্থিক সহায়তা দিচ্ছে ইউনিলিভার।

যমুনা পাড়ের চর অঞ্চলের মানুষের ভরসাস্থল হয়ে উঠেছে এই ভাসমান হাসপাতাল। বন্যায় দেওয়া হয় বিশেষ সেবা। শুষ্ক মৌসুমেও কার্যক্রম জারি থাকে।

ভাসমান এই হাসপাতালটিতে শুধু চরাঞ্চল নয়, চিকিৎসা নেন বিভিন্ন স্থানের নানা শ্রেণিপেশার মানুষ। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৩৬।

ভাণ্ডারবাড়ি গ্রামের জাহিদ হাসান সাগর চোখের সমস্যা নিয়ে এসেছেন হাসপাতালে। তিনি বললেন, এখানে অল্প টাকায় চিকিৎসা সেবা পাচ্ছি। এ ধরনের হাসপাতাল আগে দেখিনি। হাসপাতাল খুঁজতে হয় না হাসপাতালই রোগীদের দুয়ারে পৌঁছে যাচ্ছে।

লাইফবয় ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার (স্বাস্থ্য) ডা. শফিউল আজিম জানান, চরের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। ওষুধের দোকানও নেই। তাই চরবাসীকে চিকিৎসা সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ফ্রেন্ডশিপ অলাভজনক সংস্থা। এই জাহাজ হাসপাতাল এক জায়গায় তিন চার মাসের বেশি থাকে না। প্রতিদিন কমপক্ষে ২০০ মানুষ এখানে চিকিৎসা নিচ্ছেন। চোখের সমস্যাজনিত রোগীর সংখ্যাই বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘খালেদা জিয়াকে জেলের ভেতর স্লো পয়জন দিয়ে মারার চেষ্টা করেছে’

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

সীমান্তে বিদেশি শুটার গান ও গুলি উদ্ধার

আমি অন্যায়ের কাছে মাথানত করার মতো লোক না : এ্যানি

একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত : ফারুক

প্রতিদিন ২টি করে খেজুর খেলে কী ঘটে শরীরে? যা বলছেন পুষ্টিবিদ

কুয়েটে মারধরের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার

এক ম্যাচে ১৭ লাল কার্ড, মাঠে যা ঘটেছিল (ভিডিও)

খালেদা জিয়া কেমন আছেন, জানালেন মির্জা ফখরুল

নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

১০

কফি পান করার সেরা সময় কখন?

১১

সাংবাদিকনেতা সোহেলকে মামলায় জড়ানোয় বিএআরএফের তীব্র নিন্দা

১২

গৃহবধূকে বেধড়ক মারধরের পর বিবস্ত্রের অভিযোগ

১৩

সাংবাদিকদের ঐক্যবদ্ধে সত্যিকারের দেশ গড়া সম্ভব : গোলাম পরওয়ার

১৪

না ফেরার দেশে গিটারিস্ট সেলিম হায়দার

১৫

ইয়ামির বিস্ফোরক মন্তব্য

১৬

টঙ্গী জোড় ইজতেমায় মুসল্লির মৃত্যু

১৭

নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল হৃদয়ের মরদেহ

১৮

অস্ট্রেলিয়ায় খোলা জায়গায় ভারতীয়র মলত্যাগের ভিডিও ভাইরাল

১৯

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের

২০
X