পৃথিলা দাস
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৯:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

ব্র্যান্ডশপে ভিড় ক্রেতার

ঈদ বাজার
ব্র্যান্ডশপে ভিড় ক্রেতার

ঈদুল ফিতর দেশে অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। নতুন পোশাক কেনার বিশেষ উপলক্ষও যেন এই ঈদ। রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন বিপণিবিতান, শপিংমল এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কেনাকাটার উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ফ্যাশনপ্রেমীরা বছরের অন্যান্য সময়ের তুলনায় এ সময়ে পোশাকের জন্য বেশি ব্যয় করেন, আর এ সুযোগে দেশীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো ক্রেতাদের জন্য নতুন ডিজাইন ও আকর্ষণীয় অফার নিয়ে আসে।

রাজধানীর ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা, ওয়ারীসহ বিভিন্ন এলাকার শপিংমলগুলোতে ক্রেতার ভিড় লক্ষ করা যাচ্ছে। বিপণিবিতানের প্রতিটি ফ্লোরেই ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে গাড়ির লম্বা সারি, এস্কেলেটর ও সিঁড়িতে ক্রেতাদের ব্যস্ত ওঠানামা—সব মিলিয়ে ঈদের কেনাকাটার উচ্ছ্বাস স্পষ্ট।

ব্র্যান্ড শপ ‘ইনফিনিটি’তে বিক্রির গতি কিছুটা ধীর। দোকানের কর্মীরা জানান, ক্রেতারা এখনো শুধু ঘুরে ঘুরে দেখছেন। তবে আশা করছেন দু-এক দিনের মধ্যে উপস্থিতি বাড়বে। শপটির ম্যানেজার রাহুল ইসলাম বলেন, ঈদকে কেন্দ্র করেই নতুন কালেকশন এসেছে, ধীরে ধীরে বিক্রি বাড়বে বলে আশা করছি।

অন্যদিকে, ব্র্যান্ড শপ ‘জেন্টেল পার্ক’-এ তুলনামূলক বেশি ক্রেতাসমাগম দেখা গেছে। ব্রাঞ্চ ম্যানেজার শুভ আহমেদ বলেন, আমাদের এখানে পাঞ্জাবি ও টি-শার্টের নতুন ডিজাইন এসেছে। শবেবরাতের পর থেকে ক্রেতারা আসতে শুরু করেছেন, সামনে ক্রেতার সংখ্যা বাড়বে বলে তিনি আশাবাদী।

জনপ্রিয় ব্র্যান্ড শপ ‘ইয়েলো’তে প্রবেশ করতেই চোখে পড়ে ভিড়ের চিত্র। কাউন্টারে বিল দিতে সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে আছেন অনেকে। ক্রেতা মাজহারুল আনোয়ার বলেন, ইয়েলোর পোশাক মানসম্মত এবং দামের দিক থেকেও বেশ সাশ্রয়ী। তবে আজ এত ভিড় হবে বুঝতে পারিনি, দোকানের ভেতরে হাঁটার জায়গা পর্যন্ত নেই।

ইয়েলোর ম্যানেজার হাসান আজিজ বলেন, রমজানের প্রথম থেকেই ক্রেতার সমাগম বেশি। ব্র্যান্ড হিসেবে ইয়েলোর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি, তাই ভিড়ও বেশি।

জনপ্রিয় ব্র্যান্ড শপ ‘লুবনান’ যা পাঞ্জাবির জন্য বেশ পরিচিত, সেখানে নতুন ডিজাইনের পাঞ্জাবি দেখা যাচ্ছে, যা অনেক ক্রেতার মনোযোগ কেড়েছে। লুবনানের ম্যানেজার রাজু বলেন, আমাদের এখানে ২ হাজার থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত দামের পাঞ্জাবি রয়েছে। দেশি ও ভারতীয় নকশার সমন্বয়ে তৈরি নতুন কালেকশন এনেছি। লোকজন আসছে তবে বিক্রি এখনো সেভাবে শুরু হয়নি।

দেশীয় তাঁত ও ব্র্যান্ড শপ ‘দেশী দশ’। এখানে রয়েছে জনপ্রিয় ১০টি দেশীয় ব্র্যান্ড—নিপুণ, কে ক্রাফট, অঞ্জনস, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি। এসব শপে ক্রেতাদের ভিড় ছিল তুলনামূলক বেশি। বিশেষ করে সাদাকালো, অঞ্জনস, রঙ বাংলাদেশ ও সৃষ্টি-তে ছিল চোখে পড়ার মতো ভিড়।

হস্ত ও কারুশিল্পের ব্র্যান্ড শপ ‘আড়ং’। ছেলে-মেয়ে ও শিশুদের জন্য আলাদা আলাদা ফ্লোর থাকায় ক্রেতারা নিজেদের পছন্দের পোশাক সহজেই বেছে নিতে পারছেন। প্রতিটি ফ্লোরেই ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ক্রেতা মিলন কবির বলেন, রোজার প্রথম দিকে কিছুটা সময় পাওয়া যায়, পরে ব্যস্ততার কারণে আসা কঠিন হয়ে যায়। আড়ংয়ের পোশাক সর্বজনীন, মান ও ডিজাইন ভালো হওয়ায় সবারই পছন্দ।

সার্বিকভাবে, ঈদ বাজারে ব্র্যান্ডশপগুলোতে ক্রেতাদের ভিড় প্রতিদিনই বাড়ছে। নতুন পোশাকের সংগ্রহ এবং আকর্ষণীয় অফার ক্রেতাদের আকৃষ্ট করছে, যা ফ্যাশন শিল্পের জন্যও ইতিবাচক। বিক্রেতারা আশা করছেন, ঈদের দিন যত ঘনিয়ে আসবে, কেনাকাটা ততই বাড়বে। বিশেষ অফার ও ছুটির দিনগুলোতে ভিড় আরও বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্র হত্যা মামলার আসামি ইউএনও রাহুল চন্দ ওএসডি 

ইবনে সিনায় চাকরি, বেতন ছাড়া পাবেন আরও বিভিন্ন সুবিধা

চট্টগ্রামের চকবাজারে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম উদ্বোধন

পুরুষদের নয়, পিতৃতন্ত্রকে অপছন্দ করি : বাঁধন

অনুভূতিহীন তথাকথিত কবি-শিল্পীরা ১৫ আগস্ট শোক জানিয়েছে : রিজভী

সুখবর পেলেন নারীঘটিত কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া ক্রিকেটার

অডিশনের সময়ে বিদ্যা আমাকে গালাগাল করেছিল : বিধু বিনোদ 

দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার সম্মেলন ২৬ ও ২৭ আগস্ট

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

পর্যটক বাড়াতে বিনামূল্যে বিমানের টিকিট দেবে থাইল্যান্ড

১০

দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা সেলিম ভূঁইয়া

১১

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭

১২

দ্বিতীয় পাকিস্তানি হিসেবে ইতিহাস গড়লেন আমির

১৩

দীর্ঘ বিরতির পর ২৩ আগস্ট আসছে কোক স্টুডিওর ৪র্থ গান

১৪

হবু স্বামীর সঙ্গে কথা বলা কি জায়েজ?

১৫

পরীক্ষা শুরুর আগে হলেই কলেজছাত্রীর মৃত্যু

১৬

সীমান্তে ১১ বাংলাদেশিকে আটকের পরে ফেরত দিল বিএসএফ

১৭

বিস্ফোরণ মামলায় ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি

১৮

রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

১৯

আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে সমর্থকদের তুমুল মারামারি

২০
X