পৃথিলা দাস
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৯:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

ব্র্যান্ডশপে ভিড় ক্রেতার

ঈদ বাজার
ব্র্যান্ডশপে ভিড় ক্রেতার

ঈদুল ফিতর দেশে অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। নতুন পোশাক কেনার বিশেষ উপলক্ষও যেন এই ঈদ। রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন বিপণিবিতান, শপিংমল এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কেনাকাটার উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ফ্যাশনপ্রেমীরা বছরের অন্যান্য সময়ের তুলনায় এ সময়ে পোশাকের জন্য বেশি ব্যয় করেন, আর এ সুযোগে দেশীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো ক্রেতাদের জন্য নতুন ডিজাইন ও আকর্ষণীয় অফার নিয়ে আসে।

রাজধানীর ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা, ওয়ারীসহ বিভিন্ন এলাকার শপিংমলগুলোতে ক্রেতার ভিড় লক্ষ করা যাচ্ছে। বিপণিবিতানের প্রতিটি ফ্লোরেই ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে গাড়ির লম্বা সারি, এস্কেলেটর ও সিঁড়িতে ক্রেতাদের ব্যস্ত ওঠানামা—সব মিলিয়ে ঈদের কেনাকাটার উচ্ছ্বাস স্পষ্ট।

ব্র্যান্ড শপ ‘ইনফিনিটি’তে বিক্রির গতি কিছুটা ধীর। দোকানের কর্মীরা জানান, ক্রেতারা এখনো শুধু ঘুরে ঘুরে দেখছেন। তবে আশা করছেন দু-এক দিনের মধ্যে উপস্থিতি বাড়বে। শপটির ম্যানেজার রাহুল ইসলাম বলেন, ঈদকে কেন্দ্র করেই নতুন কালেকশন এসেছে, ধীরে ধীরে বিক্রি বাড়বে বলে আশা করছি।

অন্যদিকে, ব্র্যান্ড শপ ‘জেন্টেল পার্ক’-এ তুলনামূলক বেশি ক্রেতাসমাগম দেখা গেছে। ব্রাঞ্চ ম্যানেজার শুভ আহমেদ বলেন, আমাদের এখানে পাঞ্জাবি ও টি-শার্টের নতুন ডিজাইন এসেছে। শবেবরাতের পর থেকে ক্রেতারা আসতে শুরু করেছেন, সামনে ক্রেতার সংখ্যা বাড়বে বলে তিনি আশাবাদী।

জনপ্রিয় ব্র্যান্ড শপ ‘ইয়েলো’তে প্রবেশ করতেই চোখে পড়ে ভিড়ের চিত্র। কাউন্টারে বিল দিতে সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে আছেন অনেকে। ক্রেতা মাজহারুল আনোয়ার বলেন, ইয়েলোর পোশাক মানসম্মত এবং দামের দিক থেকেও বেশ সাশ্রয়ী। তবে আজ এত ভিড় হবে বুঝতে পারিনি, দোকানের ভেতরে হাঁটার জায়গা পর্যন্ত নেই।

ইয়েলোর ম্যানেজার হাসান আজিজ বলেন, রমজানের প্রথম থেকেই ক্রেতার সমাগম বেশি। ব্র্যান্ড হিসেবে ইয়েলোর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি, তাই ভিড়ও বেশি।

জনপ্রিয় ব্র্যান্ড শপ ‘লুবনান’ যা পাঞ্জাবির জন্য বেশ পরিচিত, সেখানে নতুন ডিজাইনের পাঞ্জাবি দেখা যাচ্ছে, যা অনেক ক্রেতার মনোযোগ কেড়েছে। লুবনানের ম্যানেজার রাজু বলেন, আমাদের এখানে ২ হাজার থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত দামের পাঞ্জাবি রয়েছে। দেশি ও ভারতীয় নকশার সমন্বয়ে তৈরি নতুন কালেকশন এনেছি। লোকজন আসছে তবে বিক্রি এখনো সেভাবে শুরু হয়নি।

দেশীয় তাঁত ও ব্র্যান্ড শপ ‘দেশী দশ’। এখানে রয়েছে জনপ্রিয় ১০টি দেশীয় ব্র্যান্ড—নিপুণ, কে ক্রাফট, অঞ্জনস, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি। এসব শপে ক্রেতাদের ভিড় ছিল তুলনামূলক বেশি। বিশেষ করে সাদাকালো, অঞ্জনস, রঙ বাংলাদেশ ও সৃষ্টি-তে ছিল চোখে পড়ার মতো ভিড়।

হস্ত ও কারুশিল্পের ব্র্যান্ড শপ ‘আড়ং’। ছেলে-মেয়ে ও শিশুদের জন্য আলাদা আলাদা ফ্লোর থাকায় ক্রেতারা নিজেদের পছন্দের পোশাক সহজেই বেছে নিতে পারছেন। প্রতিটি ফ্লোরেই ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ক্রেতা মিলন কবির বলেন, রোজার প্রথম দিকে কিছুটা সময় পাওয়া যায়, পরে ব্যস্ততার কারণে আসা কঠিন হয়ে যায়। আড়ংয়ের পোশাক সর্বজনীন, মান ও ডিজাইন ভালো হওয়ায় সবারই পছন্দ।

সার্বিকভাবে, ঈদ বাজারে ব্র্যান্ডশপগুলোতে ক্রেতাদের ভিড় প্রতিদিনই বাড়ছে। নতুন পোশাকের সংগ্রহ এবং আকর্ষণীয় অফার ক্রেতাদের আকৃষ্ট করছে, যা ফ্যাশন শিল্পের জন্যও ইতিবাচক। বিক্রেতারা আশা করছেন, ঈদের দিন যত ঘনিয়ে আসবে, কেনাকাটা ততই বাড়বে। বিশেষ অফার ও ছুটির দিনগুলোতে ভিড় আরও বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিপিডি’র ফাইন্যান্স বিভাগে চাকরির সুযোগ

সীমান্তে স্বর্ণের বারসহ বাংলাদেশি যুবক আটক

নিজ আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর বাড়িতে সালাহউদ্দিন আহমদ

বিকল্প রাজনৈতিক বলয় গঠনের আহ্বান আপ বাংলাদেশের

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কেমন আছেন ইমরান খান, সাক্ষাতের পর জানালেন বোন উজমা

মোদিকে ধন্যবাদ জানাল বিএনপি

৮ কুকুরছানা হত্যায় মামলা প্রস্তুতি, বাসভবন ছাড়লেন অভিযুক্ত কর্মকর্তা

নারায়ণগঞ্জ-৫ / মাসুদুজ্জামানের ক্যানভাসে জনতার প্রত্যাশা

শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বার্ষিক পরীক্ষা চলবে বুধবার

১০

নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১১

টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক

১২

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

১৩

খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন জামায়াত আমির

১৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাই

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারের গ্রিল ভেঙে ঝুঁকি নিয়ে পারাপার

১৬

৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মা কুকুর

১৭

অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের জামিন

১৮

খালেদা জিয়া ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন : রাশেদ

১৯

২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সভাপতি

২০
X