প্রতি বছরই রমজান ঘিরে নিত্যপণ্যের দাম বাড়াতেন অসাধু ব্যবসায়ীরা। এবার নিত্যপণ্যের দাম নিয়ে তেমন সমালোচনা শোনা যায়নি। কারণ, রোজার শুরু থেকেই সরকারের কঠোর পদক্ষেপের কারণে নিত্যপণ্যের দাম তো বাড়েইনি, বরং ২৫ শতাংশের মতো কমেছে। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষকে গ্রামে ফিরতে ভোগান্তিও পোহাতে হয়নি। বহু বছর পর স্বস্তি ও সন্তুষ্টির সঙ্গে ঈদ উদযাপন করেছে দেশের মানুষ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পারাকে সরকারের বড় সফলতা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
গত সোমবার মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। অনুকূল আবহাওয়া আর আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষ স্বস্তির সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। এবারের ঈদুল ফিতরে ব্যতিক্রমী কিছু উদ্যোগ নেয় সরকার। এর মধ্যে ঢাকায় ঈদ আনন্দ মিছিলের আয়োজন ছিল বেশ প্রশংসনীয়। ঈদ নিয়ে স্বস্তির কথা জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারাও।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শ্বাসরুদ্ধকর এবং নির্যাতনের বাইরে গিয়ে মানুষ এবারের ঈদ অনেকটা স্বস্তিতে উদযাপন করেছে। গত মঙ্গলবার চুয়াডাঙ্গা শহরে তার বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এবারের ঈদের প্রেক্ষাপটই ভিন্ন। দীর্ঘ ১৬-১৭ বছরের যে স্বৈরতান্ত্রিক একটি সরকার জগদ্দল পাথরের মতো জাতির কাঁধে চেপে ছিল, সেদিক থেকে চুয়াডাঙ্গা বিচ্ছিন্ন নয়। এই অঞ্চলেও নির্মম নির্যাতন হয়েছে। হামলা-মামলার মুখোমুখি হয়েছে মানুষ। সে প্রেক্ষাপটে এবারের ঈদ একেবারেই ভিন্নধর্মী।
ঈদগাহে প্রধান উপদেষ্টার বক্তব্য: জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্য দিয়ে নজির গড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অতীতে ঈদ জামাতে অংশ নিলেও কোনো সরকার কিংবা রাষ্ট্রপ্রধান মাইকে শুভেচ্ছা বক্তব্য দেননি। সেই প্রথা ভেঙে ড. ইউনূস শুভেচ্ছা দিয়ে ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন। তিনি বলেছেন, যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন তাদের স্বপ্ন পূরণ করবই। আমরা নতুন বাংলাদেশ গঠন করবই, ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টা বলেন, আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। যারাই যেখানে ঈদের জামাতে শরিক হয়েছেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। যারা ঈদের জামাতে শরিক হওয়ার সুযোগ পাননি তাদেরও ঈদ মোবারক। আমাদের মা-বোনেরা যারা ঘরে আছেন তাদেরও ঈদ মোবারক। আমাদের প্রবাসী শ্রমিকরা যারা সারা বছর কষ্ট করেছেন, আমি জাতির পক্ষ থেকে তাদেরও ঈদ মোবারক জানাচ্ছি। যারা হাসপাতালে আছেন, রোগী, তাদেরও ঈদ মোবারক।
ঢাকায় ঈদ আনন্দ মিছিল: ব্যান্ড পার্টির বাজনা, ঘোড়ার গাড়ি এবং মোগল আমলের ইতিহাস তুলে ধরা, নানা ধরনের ছবি নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ঢাকার আগারগাঁওয়ে ঈদ আনন্দ মিছিল হয়েছে। এর আগে সকাল সাড়ে ৮টায় বাণিজ্য মেলার পুরোনো মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ শেষে ৯টার দিকে আনন্দ মিছিল শুরু হয়।
বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে আগারগাঁও হয়ে খামারবাড়ি মোড় পার হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যায় মিছিলটি। তারপর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
ঢাকা এখনো ফাঁকা: এবার সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি ভোগ করছেন। আগামী রোববার থেকে অফিস শুরু হবে। ফলে সরকারি চাকরিজীবীরা এখনো গ্রামেই ঈদের ছুটি কাটাচ্ছেন। ফলে রাজধানী ঢাকা বলতে গেলে এখনো ফাঁকা। ট্রাফিক জ্যাম নেই। ফলে ঈদের দ্বিতীয় দিন গতকাল বুধবারও রাজধানীতে সুনসান নিরবতা লক্ষ করা গেছে। ঈদে রাজধানীসহ জেলা শহরগুলোয় ছিনতাই-চুরি ছিল স্বাভাবিক ঘটনা। কিন্তু এবার সেসব অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর মনিটরিংয়ের কারণেই শান্তিতে ঈদ উদযাপন করতে পেরেছে মানুষ।
মন্তব্য করুন