কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০২:৫১ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১০:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ থানার ওসিদের

পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ থানার ওসিদের

রাজধানীর থানাগুলোতে দীর্ঘদিন ঝুলে থাকা মামলাগুলো নিষ্পত্তির নির্দেশ পেয়েছেন থানার ওসিরা। পাশাপাশি যে কোনো মূল্যে নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখার নির্দেশনা এসেছে। গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কর্মকর্তা এবং বিভিন্ন ক্রাইম জোনে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। গতকাল বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে ওই সভা হয়।

ডিএমপি সদর দপ্তরের এক কর্মকর্তা কালবেলাকে জানান, পুরোনো মামলাগুলোর সর্বশেষ অবস্থা জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকেছিলেন পুলিশ কমিশনার। দুই বছরের বেশি সময় ধরে তদন্তনাধীন থাকা মামগুলো কেন শেষ হচ্ছে না, তা জানতে চেয়েছেন তিনি। ওই সময় তদন্ত কর্মকর্তারা নানা প্রতিবন্ধকতার কথা জানিয়েছেন। তখন প্রতিবন্ধকতা দূর করে দুই বছরের বেশি সময় ধরে ঝুলে রয়েছে—এমন মামলা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কালবেলাকে বলেন, অনেক মামলা আদালতের আদেশে স্থিতি অবস্থায় রয়েছে। হত্যা বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দায়ের অনেক মামলার ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া যাচ্ছে না, ভিসেরা ও ডিএনএ রিপোর্ট পেতেও বিলম্ব হয়। এসব কারণে মামলার তদন্তও শেষ করতে বিলম্ব হয়। এসব বিষয় পুলিশ কমিশনারকে অবহিত করা হয়েছে। তখন তিনি বলেছেন, এসব প্রতিবেদন পেতে সংশ্লিষ্ট দপ্তরে তাগাদা দিতে হবে।

ডিএমপির রমনা বিভাগের এক কর্মকর্তা বলেন, যেসব মামলা অনেকদিন হয়েছে সেগুলো নিয়ে ডিএমপি কমিশনার ডেকেছিলেন। কেন সময় লাগছে, তার ব্যাখ্যা শুনেছেন। কীভাবে দ্রুত শেষ করা যায়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছে তিনি।

পুরোনো মামলাগুলোর মধ্যে রাজনৈতিক কোনো মামলা রয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে এক কর্মকর্তা বলেন, ‘সেটা নির্দিষ্ট করে বলা হয়নি। পুরোনো মামলা বলতে চুরি, ডাকাতি, নারী নির্যাতন, জালিয়াতি, খুনসহ যেসব মামলা অনেকদিন ধরে তদন্ত শেষ করা যাচ্ছে না, এগুলোর মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, মারামারির মামলাও রয়েছে সেগুলোই নিষ্পত্তি করতে বলা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসুতে জয় পেলেন সাদিক কায়েমের ভাই আবু আয়াজ

চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়

চাকসুতে ভিপি ও জিএস পদে শিবির, এজিএস পদে ছাত্রদল জয়ী

স্লোগানে-স্লোগানে ফের উত্তাল চবি

আরও তিন হলে ভিপি-জিএসে ছাত্রশিবির এগিয়ে

চাকসুতে কেন্দ্রীয় সংসদে দুই পদে এগিয়ে ছাত্রশিবির, একপদে ছাত্রদল

চবিতে আরও দুই হলের ফল ঘোষণা

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

সোহরাওয়ার্দী হলে ভিপি-জিএসে এগিয়ে শিবির

সোহরাওয়ার্দী হলে পুনরায় ভোট গণনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১০

আরেক হলের ফল ঘোষণা, তিন পদেই এগিয়ে ছাত্রদল

১১

হাসপাতালে খালেদা জিয়া

১২

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন গ্রেটা থুনবার্গ

১৩

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

১৪

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

১৫

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

১৬

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

১৮

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

১৯

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

২০
X