শ্রদ্ধা ও ভালোবাসায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন বিস্তারিত কর্মসূচির মাধ্যমে সাম্য, মানবতা, দ্রোহ ও প্রেমের এই কবির মৃত্যুবার্ষিকী পালন করে।
কর্মসূচির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল সকালে বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে কবির পরিবারের সদস্য ও ভক্ত অনুরাগীরা কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কবির রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। এ সময় ঢাবি উপাচার্যের সভাপতিত্বে কবির সমাধি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে বাংলা একাডেমি, কবি নজরুল ইনস্টিটিউট এ উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এদিন সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা জাতীয় কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান। কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকাল ৭টার দিকে ঢাবিতে কবির মাজারে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছাড়া যুব মহিলা লীগ, কৃষক লীগ, জাতীয় কবিতা পরিষদ, জাসাস, বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্র, মহিলা আওয়ামী লীগ, কবি নজরুল ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নজরুল চিরদিনই আমাদের জন্য প্রাসঙ্গিক। তিনি আগেও প্রাসঙ্গিক ছিলেন, এখনো তিনি বাঙালির জীবনে প্রাসঙ্গিক।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমাদের কাছে উদ্দীপনা ও প্রেরণার স্থল হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, কবি নজরুলের কবিতা, নাটক, উপন্যাস, গানসহ সব সৃষ্টিকর্মে যে মানবিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সাম্যবাদী সমাজ ব্যবস্থার অসাধারণ ভাবনা ও দর্শন উপস্থাপিত হয়েছে, তা সর্বযুগে ও সর্বকালে সমকালীন ও প্রাসঙ্গিক।
এদিন সকাল ৮টায় বাংলা একাডেমির পক্ষ থেকে মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন এবং মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে একাডেমির নজরুল মঞ্চে স্থাপিত নজরুল-ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একাডেমির অবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। নজরুলবিষয়ক একক বক্তৃতা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বেগম আকতার কামাল। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা একাডেমির সচিব ড. মো. হাসান কবীর। অনুষ্ঠানের শুরুতে নজরুলের পত্র পাঠ করেন বাচিকশিল্পী নূরননবী শান্ত এবং নজরুলের কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী বেলায়াত হোসেন। নজরুলগীতি পরিবেশন করেন শিল্পী সুমন চৌধুরী, কল্পনা আনাম ও কমলিকা চক্রবর্তী।
মন্তব্য করুন