রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
আকাশ সাহা, সালথা (ফরিদপুর)
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ জুন ২০২৫, ০৮:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

সংযোগ সড়ক না থাকায় ৭ গ্রামের মানুষ ভোগান্তিতে

সালথার মালঞ্চ বিল
সংযোগ সড়ক না থাকায় ৭ গ্রামের মানুষ ভোগান্তিতে

ফরিদপুরের সালথায় মালঞ্চ বিলের ওপর নির্মিত একটি ব্রিজের দুপাশের সংযোগ সড়ক ভেঙে যাতায়াতে অনুপযোগী অবস্থা। ৮ বছর ধরে ভোগান্তিতে সাত গ্রামের মানুষ ও স্কুলশিক্ষার্থীরা। দ্রুত সড়ক সংস্কারের দাবি স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসীর।

সরেজমিন দেখা যায়, উপজেলার গট্টি ও আটঘর এ দুই ইউনিয়নের সীমান্তের মধ্যদিয়ে বয়ে গেছে মালঞ্চ বিল। বিলের উত্তর পাড়ে রয়েছে খোয়াড়, গোয়ালপাড়া, সেনহাটি ও ভাবুকদিয়া গ্রাম। আর দক্ষিণ পাড়ে রয়েছে সিংহপ্রতাপ, নারানদিয়া ও মেম্বার গট্টি গ্রাম। এ সাতটি গ্রামে বসবাসরত বাসিন্দারা বেশিরভাগ কৃষক। গত ২০১১ সালে এ মালঞ্চ বিলের ওপর প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় ২৭ মিটার দৈর্ঘ্য ব্রিজ। ব্রিজ নির্মাণের তিন-চার বছর পরই দুপাশের পাকা সংযোগ সড়ক বন্যায় পানির চাপে ভেঙে যায়। তারপর থেকে আট বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে ব্রিজটি। যে কারণে ব্রিজের ওপর দিয়ে চলছে না কোনো ধরনের যানবাহন। ফলে ব্রিজটি স্থানীয় সাতটি গ্রামের মানুষের জন্য ১০ পয়সারও কোনো উপকারে আসছে না। বরং ব্রিজের সংযোগ সড়ক না থাকায় স্থানীয় মানুষের ভোগান্তি বেড়েছে।

স্থানীয় সমাজসেবক শাহাজাহান ও কলেজছাত্র নাজমুল হোসেন কালবেলাকে বলেন, দুই ইউনিয়নের সাতটি গ্রামের বাসিন্দাদের চলাচলের জন্য ১৪ বছর আগে বুড়িদিয়া স্কুলের পেছনে মালঞ্চ বিলের ওপর ৮০ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করে সরকার। ব্রিজের দুই পাশে মাটি কেটে নির্মাণ করা হয় কাঁচা রাস্তা। পরে ওই রাস্তার ওপর ইট বিছিয়ে দিয়ে যানবাহন চলাচলে উপযোগী করে দেওয়া হয়। ফলে এসব গ্রামের কৃষকরা তাদের কৃষিপণ্য বাজারজাত করতে অনেক সুবিধা হয়। কিন্তু গত আট বছর আগে বিলের পানির চাপে ব্রিজটির দুপাশের সংযোগ সড়ক ভেঙে ধসে যায়। এরপর থেকে ব্রিজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্রিজের দুপাশে সংযোগ সড়ক সংস্কারের দাবি জানাই।

স্থানীয় কৃষকরা কালবেলাকে জানান, সারাজীবন পাট-ধান ও পেঁয়াজ মাথায় করে বাজারে নিয়ে বিক্রি করেছে এলাকার মানুষ। মালঞ্চ বিলের ওপর ব্রিজ হওয়ার পর কয়েক বছর মাথায় করে নিয়ে বাজারে ফসল বিক্রি করতে হয়নি। ভ্যান, নসিমন ও গাড়িতে করে কৃষিপণ্য বাজারজাত করা হয়েছে। কিন্তু সাত-আট বছর ধরে ব্রিজের দুপাশের সড়ক ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে কৃষকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

সিংহপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাহেবুল ইসলাম ও কাজী রুবেল কালবেলাকে বলেন, মালঞ্চ বিলের ওপর নির্মিত ব্রিজটি আমাদের স্কুলের পাশেই। এ ব্রিজ দিয়ে স্কুলের শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। ব্রিজের দুপাশের সড়ক ভেঙে যাওয়ায় আমাদের শিক্ষার্থীদের যাতায়াতে অনেক সমস্যা হয়। ভোগান্তিতে পড়তে হয় স্কুলশিক্ষার্থী ও স্থানীয়দের। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সড়ক সংস্কারের দাবি জানাচ্ছি।

সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া কালবেলাকে বলেন, ব্রিজটির দুপাশের সংযোগ সড়ক সংস্কার জরুরি। আমরা চেষ্টা করছি দ্রুত ব্রিজটির দুপাশে সংযোগ সড়ক সংস্কারের জন্য। এরই মধ্যে সংস্কারের জন্য ঢাকায় প্রস্তাবনা পাঠানো হয়েছে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালি কালবেলাকে বলেন, দ্রুত সরেজমিন ব্রিজটি পরিদর্শনে যাব। তারপর মানুষের চলাচলের জন্য দ্রুত ব্যবস্থা নিতে আমরা কাজ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

১০

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১১

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

১২

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

১৩

মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি সাদিক কায়েম

১৪

‘দেশের অগ্রযাত্রায় প্রবাসী তরুণদের জ্ঞান-প্রযুক্তিগত দক্ষতাকে যুক্ত করতে হবে’

১৫

বাংলাদেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

১৬

চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮

১৭

ববি ছাত্রদলের নেতৃত্বে মোশাররফ-শান্ত-মিজান

১৮

ব্রিজ উদ্বোধনের আগেই প্যান্ডেল ভাঙচুর

১৯

কুলদীপ–প্রসিধের চার উইকেট, জয়সওয়ালের শতকে সিরিজ ভারতের

২০
X