

অ্যাকশন হিরো হিসেবে দীর্ঘসময় বলিউড দাপিয়ে বেরিয়েছেন সঞ্জয় দত্ত ও অজয় দেবগন। আশ্চর্যজনক হলেও সত্য, দীর্ঘ ক্যারিয়ারে একসঙ্গে বহু সিনেমা করলেও অ্যাকশনধর্মী কোনো সিনেমাতে দুজন জুটি হয়ে কাজ করেননি। এ নিয়ে দুই বলি তারকার ভক্ত-অনুরাগীদের মধ্যে হতাশাও বিরাজ করছিল।
এবার সেই হতাশার মেঘ কাটতে যাচ্ছে। জানা গেছে, সঞ্জয় দত্ত ও অজয় দেবগন একসঙ্গে একটি অ্যাকশন সিনেমায় কাজ করতে যাচ্ছেন। বলা হচ্ছে, এমনটি ঘটলে ২৫ বছরে এই প্রথম বিষয়টি ঘটতে যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, পরিচালক লভ রঞ্জনের ‘রেঞ্জার’ শিরোনামের সিনেমায় মুখ্যচরিত্রে দেখা যাবে অজয় দেবগন ও সঞ্জয় দত্ত। সিনেমায় এ দুই মহাতারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়াকে।
‘রেঞ্জার’ নামটি এখনই চূড়ান্ত নয় বলে জানিয়েছেন লভ রঞ্জন। সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে লভ বলেন― ‘রেঞ্জার’ একটি সাময়িক টাইটেল। এ সিনেমার জন্য উপযুক্ত একটি নাম খুঁজেছি। সিনেমার কাজ শুরু হয়েছে মাত্র, মুক্তি পেতে ১১ মাস অপেক্ষা করতে হবে। এরই মধ্যে নাম চূড়ান্ত করব।
ঠিক কবে মুক্তি পেতে পারে প্রশ্নে পরিচালকের উত্তর, আশা করছি চলতি বছরের ৪ ডিসেম্বর মুক্তির লক্ষ্যেই কাজ চালিয়ে যাব। বাকিটা পরে দেখা যাবে।
সিনেমার সবচেয়ে উল্লেখযোগ্য দিক অজয় দেবগন ও সঞ্জয় দত্তের প্রথম অ্যাকশন জুটি। বিষয়টি নিয়েই উচ্ছ্বাস প্রকাশ করে লভ রঞ্জন বলেন, ২৫ বছরেরও বেশি সময়ে অজয় ও সঞ্জু অনেক ছবি একসঙ্গে করেছেন। কিন্তু কোনো অ্যাকশন ফিল্ম নয়। এটা সত্যিই অবাক করার মতো। এবার প্রথমবার তাদের অ্যাকশন ছবিতে একসঙ্গে দেখা যাবে, এটাই এই ছবির অন্যতম রোমাঞ্চকর দিক।
এর আগে এই দুই তারকাকে একসঙ্গে দেখা গেছে ‘মেহবুবা’, ‘হম কিসিসে কম নাহিন’, ‘অল দ্য বেস্ট’, ‘রাস্ক্যালস’ ও ‘সন অফ সর্দার’-এর মতো ছবিতে। পাশাপাশি সালমন খানের ‘রেডি’ ছবিতে অতিথি শিল্পী হিসেবে কাজ করেছিলেন সঞ্জয়-অজয় এবং অজয়ের ‘রাজু চাচা’ ছবিতেও এক ঝলকের জন্য দেখা গিয়েছিল সঞ্জয় দত্তকে। যদিও দুজনেই আলাদা ভাবে ‘এলওসি কার্গিল’, ‘ট্যাঙ্গো চার্লি’ এবং ‘ভুজ : দ্য প্রাইড অফ ইন্ডিয়া’-র মতো অ্যাকশন ছবিতে অভিনয় করেছেন, তবে কোনো ছবিতেই তাদের অ্যাকশন দৃশ্যে একসঙ্গে দেখা যায়নি।
মন্তব্য করুন