জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখা ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ ঘোষণা করেছে। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
গতকাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে জাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে শাখা শিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব এ ঘোষণা দেন।
ঘোষিত প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে রয়েছেন শিবিরের জাবি শাখার সদস্য ও ফার্মেসি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আরিফুল্লাহ আবিদ। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন শাখার অফিস সম্পাদক ও ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাজহারুল ইসলাম। এজিএস (ছাত্র) পদে থাকবেন প্রত্নতত্ত্ব বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফিরদৌস আল হাসান ও এজিএস (ছাত্রী) পদে রয়েছেন দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী, জুলাই আহত শিক্ষার্থীদের যুক্ত করে আরও ২১ পদে প্রার্থী ঘোষণা করেছে সংগঠনটি।
মন্তব্য করুন