চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ মো. শাহরিয়ার হাসান আলভীর পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে তার অসুস্থ বাবার খোঁজখবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর পল্লবীর বাসভবনে গিয়ে শহীদ আলভীর পিতা মো. আবুল হাসানের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন তিনি।
এ সময় আমিনুল হক পরিবারটির প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং নগদ আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি আবুল হাসানের শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় সামগ্রী পরিবারটির হাতে তুলে দেন।
আমিনুল হক বলেন, শহীদ আলভীর ত্যাগ এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য ইতিহাস। তার পরিবার আমাদের সকলের পরিবার। বিএনপি ও দেশের মানুষ সর্বদা এই পরিবারের পাশে থাকবে।
এ সময় বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন