নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে জড়িত অভিযোগে এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গত শনিবার রাতে ডিএমপির যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল পশ্চিমপাড়া থেকে রবিউল হাসান রানাকে (২৪) গ্রেপ্তার করা হয়। রানা ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। গ্রেপ্তারকালে তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল, দুটি সিম কার্ড ও ১১টি উগ্র মতাদর্শের বইয়ের সফট কপি জব্দ করা হয়। গতকাল রোববার এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, রানা ফেসবুক আইডি ব্যবহার করে প্রচার-প্রচারণা, লাইক, শেয়ার ও ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে মেসেঞ্জারে আনসার আল ইসলামের বিভিন্ন আইনবহির্ভূত ভিডিও ক্লিপস আদান-প্রদান করে আসছিলেন।
মন্তব্য করুন