জুনায়েদ শিশির
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৮:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

বেড়েছে দা ছুরি চাকুর দাম, পুরোনোতেই ভরসা

কোরবানির ঈদ এলে চাহিদা বাড়ে ছুরি-ধামার। ঈদ প্রস্তুতির অংশ হিসেবে ছুরি-চাকুর দোকানে ভিড় করছেন ক্রেতারা। ছবি : কালবেলা
কোরবানির ঈদ এলে চাহিদা বাড়ে ছুরি-ধামার। ঈদ প্রস্তুতির অংশ হিসেবে ছুরি-চাকুর দোকানে ভিড় করছেন ক্রেতারা। ছবি : কালবেলা

কোরবানির ঈদের আর বাকি কয়েক দিন। এ উপলক্ষে রাজধানীসহ সারা দেশের কামারের দোকানে ব্যস্ততা বেড়েছে। কেউ আসছেন কোরবানির সরঞ্জাম কিনতে, আবার কেউ আসছেন পুরোনো জিনিসই ধার করিয়ে নিতে।

তবে এবার পাইকারি ও খুচরা পর্যায়ে বেড়েছে চামড়া, হাড়, মাংস কাটার চাকু, ছুরি, দা, বঁটি, চাপাতির দাম। ব্যবসায়ীরা বলছেন, লোহার দরবৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়েছে। তাই এ বছর বেশি দামে বিক্রি করতে হচ্ছে এসব পণ্য।

গতকাল রাজধানীর পুরান ঢাকার ইমামগঞ্জের পাইকারি বাজার, কারওয়ান বাজার, শান্তিনগর বাজারে এমন চিত্রই দেখা গেছে। কামাররা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার দেশে তৈরি চামড়া, হাড়, মাংস কাটার চাকু, ছুরি, দা, বঁটি, চাপাতি বিক্রি অর্ধেকে নেমেছে। দাম বেশি হওয়ায় অনেকে আগের দা, বঁটি ধার দিয়ে নিচ্ছেন। তবে অনেক গ্রাহকের দাবি, সেক্ষেত্রেও দাম বেশি রাখা হচ্ছে।

পাইকারি বাজার ইমামগঞ্জ ব্যবসায়ী সমিতির সদস্য হুমায়ুন কবির কালবেলাকে বলেন, এ বছর আকারভেদে প্রতি কেজি চাপাতি, বঁটির দাম ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে। এ ছাড়া বাজার সয়লাব আমদানি পণ্যে।

ব্যবসায়ীরা জানান, আকারভেদে প্রতি কেজি বঁটির দাম ২৫০ থেকে ৩০০ টাকা, যা গত বছর ছিল ২০০ থেকে ২২০ টাকা। চাপাতির কেজি ৩৫০ টাকা, গত বছর ছিল ২৫০ টাকা। চামড়া ছাড়ানোর ৬ থেকে ৮ ইঞ্চি ছুরির দাম পড়ছে ৫০ থেকে ৯০ টাকা, যা গত বছর ছিল ৩০ থেকে ৭০ টাকা। গরু জবাইয়ের ছুরি প্রতি পিস ৩০০ থেকে ৩৫০ টাকা। গত বছর এর দাম ছিল ২৫০ টাকা।

খুচরা বাজারে গেল বছর যে চাপাতি ৫০০ টাকায় বিক্রি হয়েছিল, এবার সেটির দাম হাঁকা হচ্ছে হাজার টাকা। দরদাম করে ক্রেতাকে ৮০০ টাকার মধ্যে কিনতে হচ্ছে। ব্যবসায়ীরা জানান, মান ও আকারভেদে ৫০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লোহায় তৈরি এসব পণ্য। তবে পিস হিসেবে কিনতে দেখা গেছে ক্রেতাকে। সে হিসাবে প্রতি পিস চাপাতির দাম আকারভেদে ৫০০ থেকে ১ হাজার, দা ৩০০ থেকে ৭০০, পশু জবাইয়ের বড় ছুরি ৬০০ থেকে দেড় হাজার টাকা। ছোট ছুরি ১৫০ থেকে ৩০০, দেশি চায়নিজ কুড়াল আকারভেদে ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকায় মিলছে।

কারওয়ান বাজার কামারপট্টির ব্যবসায়ীদের নেতা আলমগীর জানান, শ্রমিকের মজুরি, লোহার দাম, দোকান খরচ—সব মিলিয়ে উৎপাদন খরচ কয়েকগুণ বেড়েছে। ফলে চাহিদা থাকলেও দামের কারণে পর্যাপ্ত সরবরাহ করা যায়নি। অন্যদিকে দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের আগ্রহ কম।

কামারের সহকারীরা জানান, বড় ও মাঝারি আকারের বঁটির জন্য ১২০ থেকে ১৫০ এবং সাধারণ আকারের প্রতিটির জন্য ৭০ থেকে ১০০ টাকা রাখা হচ্ছে। এদিকে মনিহারি, ক্রোকারিজ, মুদি ও হার্ডওয়্যারের দোকানে মিলছে আমদানি করা নানা ধরনের চাকু, চাপাতি, কুড়াল। দোকানে হাতের নাগালেই সাজিয়ে রাখা হচ্ছে এসব ধারালো অস্ত্র। দামও পণ্যের তুলনায় অনেক বেশি। চামড়া ছাড়ানোর প্রতি পিস ছুরির দাম আকারভেদে ২৫০ থেকে হাজার টাকা। ছুরি, চাপাতি প্রতি পিস মানভেদে ৫০০ থেকে আড়াই হাজার টাকা। প্রতি পিস চায়নিজ কুড়াল ৬০০ থেকে দেড় হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে অংশ নেবেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

এই ৭ লক্ষণ দেখলে শিশুর হার্টে সমস্যা নিয়ে সতর্ক হোন

পোকা দমনে ‘আলোক ফাঁদ’, কমছে কীটনাশকের ব্যবহার

রাবিতে ৭ দিনের জন্য শাটডাউন কর্মসূচি স্থগিত 

নিউইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেনি : রিজভী

বড় দুঃসংবাদ বার্সেলোনা সমর্থকদের জন্য

বাড়ি ফেরার পথে যুবককে গলা কেটে হত্যা

এক পা নিয়েই সমুদ্রে লড়ে যাচ্ছেন ছোরাফ

তাসনিম জারাকে নিয়ে  নীলা ইসরাফিলের ফেসবুক স্ট্যাটাস

বিয়ের অনুভূতি নিয়ে খোলামেলা তানিয়া, ভক্তদের আক্ষেপ

১০

সালমান নোংরা বাবার নোংরা ছেলে: অভিনব কাশ্যপ 

১১

জলবায়ু সম্মেলন : সবার চোখ চীনের দিকে

১২

এমন এক রেকর্ডের দ্বারপ্রান্তে মুস্তাফিজ, যা বাংলাদেশের কেউই করতে পারেনি

১৩

দুদক-টিআইবি সমঝোতা স্মারক / দুর্নীতি প্রতিরোধে নতুন পাঁচ বছরের কর্মপরিকল্পনা

১৪

আব্রাহামের প্রেমে মজেছিলেন ক্যাটরিনা, যা বললেন বিপাশা

১৫

স্বামী-স্ত্রীর ঝগড়ার মূল ১০ সাধারণ কারণ

১৬

ভারতের কাছে হারলেও যে সমীকরণ মিললে ফাইনাল নিশ্চিত বাংলাদেশের

১৭

জানুয়ারি-সেপ্টেম্বর / ইরানে প্রতি মাসে ১১১ মৃত্যুদণ্ড কার্যকর

১৮

অন্তরঙ্গ দৃশ্যের শর্তেই ভেঙে যায় অমৃতার বলিউড ক্যারিয়ার

১৯

একই পরিবারের তিনজন দৃষ্টিহীন, পাশে দাঁড়ালেন তারেক রহমান

২০
X