

বিএনপির দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. হাসানুল ইসলাম রাজা যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদে। এরপরই দলটি তাকে মনোনয়ন দেয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাজা। এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর (ভিপি নুর), কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসানসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষদ (জিওপি) চাটমোহর উপজেলা কমিটির সাবেক সভাপতি সোহানুর রহমান সাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, পাবনা-৩ আসন (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) থেকে ট্রাক প্রতীক নিয়ে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন মো. হাসানুল ইসলাম রাজা।
দলীয় সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজা বিএনপির ধানের শীষের পক্ষে মাঠে নেমে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালান। একই সঙ্গে তিনি এলাকায় ঘুষ, দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নেন, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এর আগে বিএনপি কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফর তুহিনকে পাবনা-৩ আসনে প্রার্থী ঘোষণা করলে হাসানুল রাজা প্রকাশ্যে আন্দোলনে নামেন। দলের ভেতর থেকে বারবার দাবি উত্থাপন করলেও শেষ পর্যন্ত বিএনপি তাকে মনোনয়ন না দেওয়ায় রাজনৈতিকভাবে ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নেন তিনি।
এরই মধ্যে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে সিংহ প্রতীকে স্বতন্ত্র/বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে প্রায় সাত হাজার ভোট পেয়েছিলেন হাসানুল ইসলাম রাজা।
এ ব্যাপারে হাসানুল ইসলাম রাজার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে সংযোজন করা হবে।
মন্তব্য করুন