শেখ হারুন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৫ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০১:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

বরিশালে দরিদ্র বেশি খুলনায় কম

বিবিএসের জরিপ
বরিশালে দরিদ্র বেশি খুলনায় কম

দেশের মোট জনসংখ্যার প্রায় ৫ ভাগের ১ ভাগ দরিদ্র। এর মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে। আর সবচেয়ে কম দরিদ্র মানুষ বসবাস করে খুলনা বিভাগে। দারিদ্র্যসীমার নিচে বসবাসের হারেও ভালো অবস্থানে রয়েছে খুলনা। দেশে ধারাবাহিকভাবে দরিদ্র মানুষের হার কমলেও বাড়ছে ঢাকা এবং সিলেট বিভাগে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘খানা আয়-ব্যয় জরিপ-২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বর্তমানে দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে দরিদ্র ৩ কোটি ১৭ লাখ ৫৭ হাজার মানুষ।

মৌলিক চাহিদা পূরণের মতো আয় যাদের নেই, মূলত তারাই দরিদ্র। বিশ্বব্যাংকের মতে, দিনে ১ দশমিক ৯০ ডলারের কম আয়ের মানুষকে দরিদ্র বলা হয়। প্রতিবেদনে দেখা যায়, দেশের মোট জনসংখ্যার ১৮ দশমিক ৭ শতাংশ দরিদ্র, যা ২০১৬ সালে ছিল ২৪ দশমিক ৩ শতাংশ। আর ২০১০ সালে এই হার ছিল ৩১ দশমিক ৫ শতাংশ।

বর্তমানে দেশে দারিদ্র্যের হার সবচেয়ে কম খুলনা বিভাগে। গ্রামীণ বা শহর এলাকায়ও সবচেয়ে কম দরিদ্রের বসবাস খুলনায়। এ বিভাগের জনসংখ্যা ১ কোটি ৭৪ লাখ ১৫ হাজার ৯২৪ জন, যার মধ্যে ১৪ দশমিক ৮ শতাংশ দরিদ্র। গত ৫ বছরে সবচেয়ে বেশি দরিদ্র কমেছে এ বিভাগে। ২০১৬ সালে এই বিভাগের মোট জনসংখ্যার ২৭ দশমিক ৫ শতাংশ ছিল দরিদ্র। অর্থাৎ ৫ বছরে খুলনায় দরিদ্র মানুষের সংখ্যা কমেছে প্রায় অর্ধেক। অতিদরিদ্র মানুষের বসবাসের দিক থেকেও ভালো অবস্থানে খুলনা বিভাগ। এই সূচকে দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা। দেশে বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাস করে মোট জনসংখ্যার ৫ দশমিক ৬ শতাংশ মানুষ। সেখানে খুলনায় দারিদ্র্যসীমার নিচে বা অতিদরিদ্র মানুষের বসবাস মাত্র ২ দশমিক ৯ শতাংশ। ২০১৬ সালে খুলনায় অতিদরিদ্রের হার ছিল ১২ দশমিক ৪ শতাংশ। ২০২২ সালে অতিদরিদ্র মানুষের সংখ্যা কমে হয়েছে মাত্র ২ দশমিক ৯ শতাংশ।

অতিদরিদ্র সূচকে খুলানার চেয়ে ভালো অবস্থানে আছে শুধু ঢাকা বিভাগ। এই বিভাগে অতিদরিদ্র মানুষের বসবাস মোট জনসংখ্যার ২ দশমিক ৮ শতাংশ। এদিকে দেশের গড় অতিদারিদ্র্যের হারের দ্বিগুণেরও বেশি বসবাস বরিশাল বিভাগে। বরিশালের ১১ দশমিক ৮ শতাংশ মানুষ অতিদরিদ্র। এর আগের দুই জরিপে (২০১০ ও ২০১৬) দেশের সবচেয়ে কম দরিদ্র এবং অতিদরিদ্র মানুষের বসবাস ছিল ঢাকা এবং সিলেট বিভাগে। গত পাঁচ বছরের ব্যবধানে এ দুই স্তরে অন্য বিভাগগুলো অনেক উন্নতি করলেও ঢাকা এবং সিলেট বিভাগে বেড়েছে দরিদ্র মানুষ। মূলত গ্রামাঞ্চলে উচ্চ দরিদ্রের কারণে বিভাগগুলোতে দারিদ্র্যের হার বেড়েছে।

অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর কালবেলাকে বলেন, ঢাকায় দারিদ্র্যের হার বাড়ার মূল কারণ হলো বেশিরভাগ হতদরিদ্র এবং দরিদ্র মানুষ জীবিকার তাগিদে শহরে চলে আসে এবং বস্তিতে বসবাস করে। সিলেটে হাওর এবং সুনামগঞ্জ এলাকার নদীভাঙনের কারণে এ হার বাড়তে পারে। সর্বশেষ শুমারিতে দেখা যায়, ঢাকা বিভাগের মোট জনসংখ্যার ১৭ দশমিক ৯ শতাংশ দরিদ্র। ২০১৬ সালে এই হার ছিল ১৬ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণা / ঘুম না হলে সহজ ব্যায়ামে মিলতে পারে সমাধান

ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

স্রোতের মধ্যে জীবন বাজি রেখে বাঁধ রক্ষা, মহাবিপর্যয় এড়াল বিজিবি

রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে উধাও ব্যাংকের ম্যানেজার

কেন দীপিকাকে দেখেই বদলে গেল রণবীরের মুখ

ইসির ৫০ প্রতীকেও ‘না’, ‘শাপলায়’ অনড় এনসিপি

প্রতিষ্ঠান প্রধানের নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের

সিনিয়র অফিসার পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক

১০

চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

১১

ক্যারম খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

১২

বিসিবি নির্বাচনের ফল ঘোষণা কখন, যা জানা গেল

১৩

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

১৪

এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে : তাজুল ইসলাম

১৫

গ্রি ফর্চুন অফার ক্যাম্পেইন চালু

১৬

নিয়োগ দিচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আবেদন করুন অনলাইনে

১৭

কষ্টে দিন যাচ্ছে ‘এক টাকার মাস্টারের’, কেউ খবর রাখে না 

১৮

স্কোয়াড ঘোষণার পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৯

সেনাপ্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিবৃতি

২০
X