৪৫তম বিসিএসে প্রিলিমিনারি টেস্টে শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ৯ জনের প্রার্থিতা বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। গত ২৬ জুন পরীক্ষা নিয়ন্ত্রক (যুগ্ম সচিব) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা-২০১৪-এর বিধিভঙ্গের কারণে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষায় ‘অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা-২০০০’ অনুযায়ী নিম্নোক্ত রেজিস্ট্রেশন নম্বরধারীদের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছে। রেজিস্ট্রেশন নম্বরধারীরা হলেন—১৩০০১৯৪৯, ১১০৪২৫৬৫, ১১১৩৭২৯৯, ১১১৬৭০৯১, ১১১৬৭০৪৯, ১১১৬৭১৭৪, ১৪০০৮০৮৬, ১৪০১৪৩৯৩ ও ১৩০২৭১৪৩।
মন্তব্য করুন