শিতাংশু ভৌমিক অংকুর
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০২ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

মুক্তিযুদ্ধ-রাজনীতির বইয়ে আগ্রহ তরুণদের

প্রাণের মেলা
মুক্তিযুদ্ধ-রাজনীতির বইয়ে আগ্রহ তরুণদের

অমর একুশে বইমেলায় রাজনীতি ও থ্রিলারধর্মী বইয়ে আগ্রহ বাড়ছে পাঠকদের। তরুণদের কাছে দেশের রাজনীতি ও মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের চাহিদা বেশি। গতকাল বুধবার মেলা প্রাঙ্গণ ঘুরে তরুণ পাঠক ও প্রকাশকদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

আদর্শ প্রকাশনীর বিক্রয়কর্মী পৃথ্বিলা দাস বলেন, মেলার এ সময়ে বই বিক্রি শুরুর থেকে অনেক বেশি বেড়েছে, যা মেলার শেষ দিন পর্যন্ত চলবে। এবার তরুণ পাঠকদের মধ্যে সাহিত্য-কবিতার বই থেকে দেশের রাজনীতি ও অর্থনীতির বইয়ের প্রতি বেশি ঝোঁক দেখতে পাচ্ছি। কথা প্রকাশনীর প্রকাশক ইউনূস বলেন, গত ছয় দিনের তুলনায় বই বিক্রি অনেক বেড়েছে। অধিকাংশ পাঠক নির্বাচিত লেখকের বই কেনেন।

গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, নতুন বই হাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থী তানভীর মিয়া জয়। বই কিনতে মেলায় এসেছেন ধানমন্ডি থেকে। তিনি বলেন, পাঁচটি বইয়ের বাজেট নিয়ে মেলায় এসেছি। তিনটি প্রবন্ধের বই কিনেছি। আরও দুটি বই কিনতে মেলায় ঘুরছি। এদিকে অমর একুশে বইমেলার সপ্তম দিন গতকাল নতুন বই এসেছে ৭৫টি। এদিন মেলা শুরু হয় বিকেল ৩টায়, চলে রাত ৯টা পর্যন্ত।

গতকাল বিকেল ৪টায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় গোবিন্দ চন্দ্র দেব শীর্ষক স্মরণানুষ্ঠান। প্রবন্ধ

উপস্থাপন করেন অধ্যাপক প্রদীপ কুমার রায়। এতে অংশ নেন জয়দুল হোসেন এবং সাইফুল্লাহ মাহমুদ দুলাল। সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক।

প্রাবন্ধিক বলেন, গোবিন্দ চন্দ্র দেব নানা অভিধায় অভিহিত ছিলেন। তিনি একদিকে ছিলেন অনন্য চিন্তক, দর্শনের অধ্যাপক, সর্বজনীন প্রেম ও প্রজ্ঞার এক বিরল ব্যক্তিত্ব। সর্বোপরি একজন উঁচুস্তরের মানবিক গুণসম্পন্ন মানুষ। তার চিন্তার পরিসর ছিল সর্বব্যাপী।

বক্তারা বলেন, গোবিন্দ চন্দ্র দেব ছিলেন বিরল প্রতিভার অধিকারী মানবতাবাদী দার্শনিক। তিনি সারা জীবন সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও অধিকারের কথাই ভেবেছেন। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সব ধর্ম সমন্বয়ী সমাজ গড়ে তোলার স্বপ্ন দেখেছেন। ১৯৭১ সালের ২৫ মার্চে বর্বর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নির্মমভাবে নিহত হওয়ার আগ পর্যন্ত গোবিন্দ চন্দ্র দেব মানুষের মঙ্গলের জন্য কাজ করে গেছেন।

আবুল কাশেম ফজলুল হক বলেন, গোবিন্দ চন্দ্র দেব একজন স্মরণীয় বাঙালি। যুক্তি, বুদ্ধি, বিবেক ও গভীর দার্শনিক দৃষ্টি দিয়ে জীবন ও জগৎকে প্রত্যক্ষ করেছেন তিনি। তার জীবন, কর্ম ও দর্শন তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে।

এ ছাড়া লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক ও নাট্যকার ইসহাক খান, প্রাবন্ধিক ও গবেষক মিল্টন বিশ্বাস, শিশুসাহিত্যিক সারওয়ার-উল ইসলাম এবং কবি মেঘ অদিতি।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতাপাঠ করেন কবি বিমল গুহ, শিহাব সরকার ও টোকন ঠাকুর। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মীর বরকত, কাজী মাহতাব সুমন ও অনন্যা লাবণী। সাংস্কৃতিক অনুষ্ঠানে পুথি পাঠ করেন জালাল খান ইউসুফী। এ ছাড়া ছিল নূরুননবী শান্তের পরিচালনায় ‘ভাবনগর ফাউন্ডেশন’ পরিবেশিত চর্যাপদের গান এবং সাকিবুল ইসলামের পরিচালনায় নৃত্যসংগঠন ‘মীর মশাররফ হোসেন স্মৃতি একাডেমি’র পরিবেশনা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সুমন চৌধুরী, শাহনাজ নাসরীন ইলা, ডা. মকবুল হোসেন, অরূপ বিশ্বাস, করবী দাস, সিগ্ধা অধিকারী, নূরতাজ পারভীন ও জান্নাত-এ-ফেরদৌসী। যন্ত্রাণুষঙ্গে ছিলেন এনামুল হক ওমর (তবলা), নূর এ আলম (কি-বোর্ড), অসিত বিশ্বাস (এসরাজ) ও নাজমুল আলম খান (মন্দিরা)।

বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে জানা যায়, গত সোমবার মেলায় নতুন বই এসেছে ৭০টি। এগুলোর মধ্যে গল্প ১০টি, উপন্যাস ১৫টি, প্রবন্ধের ছয়টি, কবিতার ১৫টি, ছড়ার দুটি, শিশুসাহিত্যের পাঁচটি, জীবনীর তিনটি, মুক্তিযুদ্ধের দুটি, বিজ্ঞানের একটি, ভ্রমণের একটি, ইতিহাসের একটি, বঙ্গবন্ধুবিষয়ক একটি, অন্যান্য বই সাতটি।

আজ বইমেলার অষ্টমদিন। মেলা শুরু হবে বিকেল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে বাংলাদেশের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন নূরুননবী শান্ত। আলোচনা করবেন মিহির মুসাকী, বেলাল হোসেন ও হোসেন আল মামুন। সভাপতিত্ব করবেন লুবনা মারিয়াম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন

‘তারা আমাদের অভিভাবক, যেটা বলবে সেটাই করা উচিত’

মৌলভীবাজার জনসমাবেশের মঞ্চে তারেক রহমান

মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন

একটি দল পাকিস্তানপন্থি হয়ে এখন বাংলাদেশ গড়তে চায় : মির্জা ফখরুল

বিএনপির থিম সং প্রকাশ অনুষ্ঠানে রোজিনা

৮ ইউএনওর বদলির আদেশ বাতিল

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ২ শতাধিক নেতাকর্মী

১০

অবসরপ্রাপ্ত লে. কর্নেল কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দ  

১১

মৌলভীবাজারে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

১২

বিএনপি-জামায়াত সংঘর্ষ

১৩

জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার আমিনুলের

১৪

মানুষের অধিকার ও সেবার অঙ্গীকার করে রবিনের নির্বাচনী প্রচারণার শুরু

১৫

বাকি জীবন আপনাদের সঙ্গে থাকতে চাই : মিন্টু

১৬

মৌলভীবাজারে জনসমাবেশের উদ্দেশ্য তারেক রহমান

১৭

৩৩ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

১৮

পাকিস্তানি গণমাধ্যমের দাবি / বাংলাদেশ না গেলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে

১৯

জনগণের সরকার গঠনের অঙ্গীকারে গণসংযোগ শুরু ইশরাকের

২০
X