মানুষ তার পোষা প্রাণীর জন্য ভালো খাবার ও চিকিৎসাসেবার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়ে থাকেন। অনেকে তার পোষ্যকে মাঝেমধ্যে ট্রিট দিতেও ভালোবাসেন। কিন্তু মুম্বাইয়ের এক নারী তার পোষা প্রাণীকে প্রশ্রয় দেওয়ার বিষয়টি অন্য স্তরে নিয়ে গেছেন। তিনি তার প্রিয় কুকুর ‘টাইগারের’ জন্য ৩৫ গ্রাম ওজনের স্বর্ণের চেইন কিনে সাড়া ফেলে দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য সাড়ে ৩ লাখ টাকার ওপরে!
স্থানীয় চেম্বুর মার্কেটের এক গহনা ব্যবসায়ী সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন। এর পরই বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় শোরগোল পড়ে যায়।
ভিডিওতে দেখা গেছে, ওই নারী তার পোষা কুকুরকে নিয়ে গহনার দোকানে আসেন। এরপর তিনি বেশ মনোযোগের সঙ্গে একটি নেকলেস পছন্দ করেন। এরপর সেটি কিনে টাইগারের গলায় পরিয়ে দেন।
অনিল জুয়েলার্স নামে ওই দোকানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ‘আমাদের ক্রেতা সারিতা তার প্রিয় কুকুর টাইগারের জন্মদিন বিশেষভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন।’ পোস্টে মন্তব্যের ঘরে নেটিজেনদের বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘তিনি পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ করেছেন।’ আরেকজন লিখেছেন, ‘গোল্ডেন ভাই’। সূত্র: নিউজএইটিন।