শিতাংশু ভৌমিক অংকুর
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০২:৫২ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৭:৫৮ এএম
প্রিন্ট সংস্করণ

বন্যার প্রভাব কাঁচাবাজারে

রাজধানীর চিত্র
বন্যার প্রভাব কাঁচাবাজারে

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও বৃষ্টির প্রভাব পড়েছে কাঁচাবাজারে। বন্যার খবরে রাজধানীর খুচরা বাজারে বেড়ে গেছে সবজির দাম। তবে মাছ, মুরগি ও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। চড়া দামেই বিক্রি হচ্ছে চাল ও মসলা জাতীয় পণ্য।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর শ্যামবাজার, রায়সাহেব বাজার, নয়াবাজার, হাতিরপুল, কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, বৃষ্টির প্রভাবে গত কয়েকদিনের ব্যবধানে সব সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল বেগুনের কেজি বিক্রি হয়েছে ৬০-৭০ টাকা, কাঁচামরিচ ১৬০-১৯০, করলা ৬০-৭০, ঢ্যাঁড়শ, চিচিঙ্গা, পটোল, ধুন্দল, পেঁপে ৪০-৫০ টাকা। পাকা টমেটো প্রকারভেদে ১৪০ থেকে ১৫০, গাজর ১৫০, লেবুর হালি ১০-২০, ধনেপাতার কেজি ৬০, কলার হালি ৪০, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়েছে।

নয়াবাজারের সবজি বিক্রেতা আলম ব্যাপারী কালবেলাকে বলেন, দেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কৃষকের সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ফসলের ক্ষেত ডুবে গেছে। এতে অনেক কৃষক ফসল তুলতে পারেননি। বন্যার সঙ্গে সারা দেশে বৃষ্টি হচ্ছে। এতে করে ফসলি জমিতে পানি জমে মরিচের গাছ মরে যাচ্ছে। এতেই কাঁচামরিচের দাম বেড়ে গেছে।

রায়সাহেব বাজারের ক্রেতা মোহাম্মদ আমিন বলেন, গত কয়েক দিনের তুলনায় আবারও সবজির দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন, বন্যার কারণে দেশজুড়ে সরবরাহ সংকট দেখা দিয়েছে। তাই দাম বাড়তি।

গতকাল বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকা, সোনালি ২৬০ থেকে ২৮০ এবং দেশি মুরগি ৫৪০ থেকে ৫৭০ টাকা। ডিমের ডজন ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এসব বাজারে গরুর মাংসের কেজি ৬৫০ থেকে ৭৫০ এবং খাসি ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের মুরগি ব্যবসায়ী মানিক হোসেন বলেন, মুরগির দাম আগের মতোই আছে। আজকে (গতকাল) পর্যন্ত কোনোরকম সরবরাহের ঘাটতি নেই। তবে সারা দেশের বন্যা পরিস্থিতি আরও খারাপ হলে সরবরাহ সংকট দেখা দিতে পারে।

এদিন হাতিরপুল মাছের বাজার ঘুরে দেখা যায়, দেড় কেজি ওজনের রুই বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৫০ এবং তার চেয়ে বেশি ওজনেরটা ৪০০ থেকে ৪২০ টাকা। আকার ভেদে পাঙাশের কেজি ১৮০ থেকে ২০০, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, আগের মতোই উচ্চদরে বিক্রি হচ্ছে চাল, আলু ও পেঁয়াজ। চালের বাজার ঘুরে দেখা যায়, মিনিকেটের কেজি ৭২, আটাশ ৫৮, মোটা চাল ৫২, লাল বোরো ৯০ এবং সুগন্ধী চিনিগুঁড়া পোলাওয়ের চাল ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে দেশি পেঁয়াজের কেজি এখন ১১০-১২০, রসুন ২০০ ও আলু ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। কারওরান বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ভারতীয় জিরার কেজি ৬৮০ টাকা, শাহী জিরা ১ হাজার ১০ থেকে ১ হাজার ২৫০, মিষ্টি জিরা ২৪০, পাঁচফোড়ন ২০০, রাঁধুনীর কেজি ৫০০, মেথি ১৫০, চীনাবাদাম ১৬০, কাজু বাদাম ১ হাজার ৫০ থেকে ১ হাজার ২৫০, পেস্তা বাদাম ২ হাজার ৭৫০, ত্রিফলা ১৫০, জয়ফলের কেজি ৮০০, তেজপাতা ১২০, সাদা গোলমরিচ ১ হাজার ২০০-১ হাজার ৩০০ টাকা, গোলমরিচের কেজি এক হাজার, ধনিয়ার কেজি ২৪০, সরিষার কেজি ১০০, কিশমিশ ৫২০ থেকে ৫৪০, এলাচের কেজি ৩ হাজার, কালো এলাচ ২ হাজার ৮০০, লবঙ্গ ১ হাজার ৪৫০, জয়ত্রী ২ হাজার ৯০০, পোস্তদানা ১ হাজার ৮০০, আলুবোখারা ৪৬০, দারুচিনি ৫০০, খোলা হলুদের গুঁড়ার কেজি ৪০০, খোলা মরিচের গুঁড়া ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারভেদে মসলার দামের ভিন্নতা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উইমেন এমপাওয়ারমেন্ট ফেলোশিপ পেলেন মহিলা দল নেত্রী সুমাইয়া

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বড় নিয়োগ

আজ বিশ্ব চিঠি দিবস : হারিয়ে যাওয়া আবেগের দস্তাবেজ

বিতর্কিত পেনাল্টির পরও রায়োর সঙ্গে বার্সার ড্র

বিদেশ ভ্রমণের সুবিধাসহ স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

আরেক দেশে হামলা করে ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২০ জনের বেশি নিহত, কাঁপল পাকিস্তানও

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১০

আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, থাকছে যেসব কর্মসূচি

১১

শিক্ষার্থীদের গালি দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১২

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

১৩

বগুড়ায় স্ত্রীর মামলায় স্বামীর জেল-জরিমানা

১৪

‘ক্ষমতায় এলে নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি’

১৫

হাওরে নির্মিত অলওয়েদার সড়কে পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি : উপদেষ্টা ফরিদা আখতার

১৬

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

১৭

আহত চবি ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

১৮

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

১৯

ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

২০
X