মৃত্তিকা সাহা
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১২ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

ব্যাংকের এমডিদের কী বার্তা দেবেন গভর্নর?

আজ ব্যাংকার্স সভা
ব্যাংকের এমডিদের কী বার্তা দেবেন গভর্নর?

অনিয়ম, লুটপাট, ব্যাংক দখল, ঋণ জালিয়াতি, আমানতকারীদের আস্থাহীনতা, খেলাপি ঋণের চাপসহ নানা কারণে নাজুক পরিস্থিতিতে রয়েছে দেশের ব্যাংক খাত। এরই মধ্যে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই পদত্যাগ করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের আগ্রহে নানামুখী চ্যালেঞ্জ সামনে রেখে গত ১৪ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদ গ্রহণ করেন অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর। দায়িত্ব নেওয়ার পর আজ বুধবার প্রথমবারের মতো দেশের সবকটি ব্যাংকের শীর্ষ নির্বাহী বা ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠকে বসছেন তিনি, যা ব্যাংকার্স সভা নামে পরিচিত। বৈঠকে নতুন গভর্নর ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কী ধরনের দিকনির্দেশনা, সেদিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাই।

নতুন গভর্নরের প্রথম ব্যাংকার্স সভার এজেন্ডার বিষয়ে জানতে চাইলে ‘বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন, ব্যাংকগুলোতে বর্তমানে বিভিন্ন ধরনের সংকট চলছে। এসব সংকট উত্তরণে গভর্নর নিজে থেকেই বেশকিছু দিকনির্দেশনা দেবেন, যা এজেন্ডায় অন্তর্ভুক্ত নয়। গভর্নরের সেই দিকনির্দেশনামূলক বক্তব্যই হবে ব্যাংকগুলোর আগামী দিনের চলার পাথেয়।’

তিনি আরও বলেন, ‘এই ব্যাংকার্স মিটিং হওয়ার কথা ছিল গত জুলাই মাসে। দেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে তখন সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়নি। ফলে ওই সময়ে যেসব এজেন্ড নির্ধারণ করা হয়েছিল, তার অনেক কিছুই বাদ দেওয়া হয়েছে। আর নতুন করে কিছু বিষয় যুক্ত করা হয়েছে। এর মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গত মুদ্রানীতিতে নেওয়া পদক্ষেপ, এক্সচেঞ্জ রেট, অর্থঋণ আদালতে মামলার অগ্রগতি, ক্যাশলেস বাংলাদেশ এবং ব্যাংকারদের জন্য হাসপাতাল তৈরির বিষয়েগুলোও আলোচনায় উঠে আসবে। এ ছাড়া দেশে চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনার বিষয়টিও এজেন্ডায় থাকতে পারে।’

এদিকে ব্যাংকার্স সভার ঠিক আগের দিন গতকাল মঙ্গলবার খেলাপি ঋণের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালে জুন শেষে দেশের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার কোটি টাকা, যা মোট ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ। দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ খেলাপি ঋণের রেকর্ড। এর সঙ্গে পুনঃতপশিল এবং অবলোপনকৃত ঋণ যোগ করলে ব্যাংক খাতের প্রকৃত খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে, যা নিয়ে গভর্নর হওয়ার আগে ড. আহসান মনসুর সবসময়ই ব্যাপক সমালোচনা করে আসছেন। এখন গভর্নর হিসেবে এই খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে কী বার্তা দেবেন, সেটাই দেখার বিষয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তারা বলছেন, বাংলাদেশ ব্যাংক এতদিন ‘নখদন্তহীন’ অবস্থায় ছিল। জোর করে মালিকানা দখল করা ব্যাংকগুলো খালি করে ফেলেছেন নতুন মালিকরা। বাংলাদেশ ব্যাংক কোনো জামানত ছাড়া ছাপানো টাকা দিয়ে টিকিয়ে রেখেছে ছয়-সাতটি ব্যাংক। আবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত থেকে ডলারে ঋণ নিয়ে ফেরত দিচ্ছেন না প্রভাবশালী ব্যবসায়ীরা। নথিপত্রে দেশে এখন খেলাপি ঋণ দুই লাখ কোটি টাকার কাছাকাছি; কিন্তু বাস্তবে তা প্রায় চার লাখ কোটি টাকা বলে মনে করা হয়। বেনামি ঋণ, প্রকৃত তথ্য গোপন ও কিছু ব্যাংক কর্মকর্তার দুর্নীতির কারণে খাতটির প্রকৃত তথ্য অজানা রয়ে গেছে। ফলে ব্যাংক খাতের প্রকৃত তথ্য বের করে আনাই বর্তমানে অন্যতম লক্ষ্য হওয়া উচিত।

এদিকে সহজে খেলাপি ঋণ আদায়ের জন্য ২০০৩ সালে অর্থঋণ আদালত গঠিত হয়। অর্থঋণ আদালতের শুরু থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত এ আদালতে মামলা হয়েছে ২ লাখ ২২ হাজার ৩৪৮টি। এসব মামলায় জড়িত অর্থের পরিমাণ ২ লাখ ৪৯ হাজার ১৮৪ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬ হাজার কোটি টাকা বেশি। এসব ঋণের অর্থ কীভাবে অতিদ্রুত ও বেশি পরিমাণে উদ্ধার করা যায়, তা নিয়ে ব্যাংকার্স সভায় আলোচনা করা হবে বলে জানিয়েছেন ব্যাংকাররা।

বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, এই গভর্নর খুব সাহসী একজন মানুষ। বর্তমান সরকারের সহযোগিতায় গভর্নর ব্যাংক খাত সংস্কারে কাজ শুরু করেছেন। আগামীতে আরও নতুন নতুন উদ্যোগ নেওয়া হবে বলে আশা রাখি। এখন যদি ব্যাংক খাত ঠিক না হয়, তাহলে পরবর্তী সময়ে আর কখনো ব্যাংক খাতকে সঠিকভাবে পরিচালিত হবে না। তবে গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনই তিনি সাংবাদিকদের বলেছেন, দেশের টাকা পাচারকারী এবং কালো টাকার মালিকদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না।

সেইসঙ্গে ইসলামী ব্যাংকসহ বেশ কয়েকটি দুর্বল ব্যাংককে এতদিন ধরে বাংলাদেশ ব্যাংক যে টাকা ছাপিয়ে ঋণ দিয়ে টিকিয়ে রাখছিল, সেটা আর চলতে দেওয়া হবে না। দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নেন তিনি। এখন পর্যন্ত ৯টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি ব্যাংকের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করছেন গভর্নর। গতকাল প্রথম দিন ন্যাশনাল ব্যাংকের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া পরিষদের এক সদস্যকে গলা কেটে হত্যা

আমিও আপনাদের সন্তান : তারেক রহমান

মায়ের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না : লায়ন ফারুক

সিলেটে কঠোর নিরাপত্তা

জনসভা সকালে, রাত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

আগামী প্রজন্মকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

ক্রিকেটারদের সঙ্গে জরুরী বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

শ্বশুরবাড়িতে তারেক রহমান

১০

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

১১

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

১২

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

১৩

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

১৪

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

১৫

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

১৬

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

১৭

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

১৮

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

১৯

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

২০
X