

ফরিদপুরের ভাঙ্গায় বাড়ি ফেরার পথে পিকআপ-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় পিকআপ চালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের গোলচত্বর সংলগ্ন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফল ব্যবসায়ী মো. মধুউল্লাহ (৫২) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপখালী গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে। এ ছাড়া গুরুতর আহত পিকআপ চালক আশিকুল ইসলাম (৩২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে টেকেরহাটগামী একটি ফলবোঝাই ৩ টনের পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফল ব্যবসায়ী মধুউল্লাহর মৃত্যু হয়। এসময় চালক আশিকুল ইসলাম গুরুতর আহত হন। পিকআপটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। ফল ব্যবসায়ী পঞ্চগড় থেকে টেকেরহাট ফলের আড়তে ফল নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। তিনি টেকেরহাটে ফলের আড়তে ব্যবসা করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন