দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিভিন্ন থানায় পুলিশ টাকা ছাড়া কথা শোনে না : সারজিস

দেবীগঞ্জে এনসিপির আলোচনা সভায় বক্তব্য দেন সারজিস আলম। ছবি : কালবেলা
দেবীগঞ্জে এনসিপির আলোচনা সভায় বক্তব্য দেন সারজিস আলম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, চব্বিশের অভ্যুত্থানের ছয়টা মাস যাওয়ার পরে আমরা দেখলাম বিভিন্ন থানায় পুলিশ টাকা ছাড়া কথা শোনে না, ভূমি অফিসে টাকা ছাড়া কাজ হয় না।

রোববার (৩০ নভেম্বর) রাত ৯টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে উপজেলা এনসিপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, ২০২৪ সালে বাংলাদেশে ছাত্র-জনতার যে অভ্যুত্থান লো, এই অভ্যুত্থানে লড়াইটা কোনো ব্যক্তি শেখ হাসিনার বিরুদ্ধে না। লড়াইটা শুধু একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে না। লড়াইটা ছিল পুরো সিস্টেমের বিরুদ্ধে। যে সিস্টেমে টাকা ছাড়া কাজ হয় না, আপনি হাসপাতালে গিয়ে চিকিৎসা পান না, টাকা দিয়ে ভূমি অফিসে কাজ করাতে হয়, তদবির করে চাকরি নিতে হয়, কোনো একটা কাজের জন্য নেতার পেছনে ঘুরতে হয়- এই করাপটেড সিস্টেমের বিরুদ্ধে ছিল অভ্যুত্থান।

তিনি বলেন, কিন্তু চব্বিশের অভ্যুত্থানের ছয়টা মাস যাওয়ার পরে আমরা দেখলাম ওই সিস্টেমগুলো কিছুটা কমলেও আবার আগের মতো বাড়তে শুরু করেছে। বিভিন্ন থানায় পুলিশ টাকা ছাড়া কথা শোনে না, ভূমি অফিসে টাকা ছাড়া কাজ হয় না।

তিনি আরও বলেন, যদি কোনো জেলা বা উপজেলায় প্রশাসন দলীয় প্রশাসন হিসেবে কাজ করে, ওই প্রশাসনের বিরুদ্ধে অন্যান্য সকল রাজনৈতিক দল মিলে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। আমি স্পষ্টভাবে বলি, কোনো জেলা-উপজেলা কিংবা ইউনিটের প্রধান; কোনো ইউএনও, ওসি, ডিসি কিংবা এসপি যদি কোনো দলের পারপাস সার্ভ করে, তাহলে ওই নির্দিষ্ট জায়গায় জনগণের সেবায়, জনগণের প্রতিনিধি হিসেবে, জনগণের প্রশাসক হিসেবে তাদের থাকার আর কোনো অধিকার নেই। আমরা ঐক্যবদ্ধভাবে সকল দল তাদের বিরুদ্ধে লড়াই করব।

সারজিস দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, অন্য কোনো রাজনৈতিক দলের নেতা বা দলীয়ভাবে কোনো ভালো কাজ যদি করে, তাহলে আপনারা তাদের সহযোগিতা করবেন। আপনাদের না ডাকলেও আপনারা তাদের প্রশংসা করবেন। যে কোনো জায়গায় যত বড় নেতা হোক, যত বড় দল হোক না কেন- কোনো ধরনের অপকর্ম যদি হয় আপনারা সেটার প্রতিবাদ করবেন। আপনাদের একটা বিষয় পরিষ্কার করতে চাই- আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার, নতুন রাজনৈতিক দল গঠন করতে গিয়ে অন্য যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী যদি পায়ে পাড়া দিয়ে লাগতে আসে তাহলে আমরাও এর শেষ দেখে ছাড়ব।

সার্জিস আরও বলেন, আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই- এই বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে বড় কোনো স্বৈরাচার হতে পারে না, হতে দেওয়া হবে না। এ জন্য কেউ যদি আমাদের নেতাকর্মীদের রাজনৈতিক কাজে বিন্দুমাত্র বাধা দেয়, ভয় দেখানোর কিংবা অসৎ উদ্দেশ্য প্রকাশ করার চেষ্টা করে সেটা আমরা রাজনৈতিকভাবে এবং আইনগতভাবে মোকাবিলা করব। আমরাও দেখব- আপনি কত বড় নেতাগিরি করতে পারেন আর আমরা কতদূর যেতে পারি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মো. মাসুদ পারভেজ এবং সঞ্চালনা করেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ওয়াসিস আলম। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী ডা. কামরুল ইসলাম দর্পন, বোদা উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী শিশির আসাদ, পঞ্চগড় জেলা জাতীয় যুব শক্তির আহ্বায়ক আবু কায়েস বাবু এবং সদস্য সচিব মেহেদী হাসান অপু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

ভারত বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন বাতিল, প্রতিক্রিয়ায় যা বললেন সাংবাদিকরা

এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নয়, রাষ্ট্র বিনির্মাণের :  রবিউল

পাগড়ি পরিয়ে ৩৫ কোরআনে হাফেজকে সম্মাননা

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১০

নুরুদ্দিন অপুর ধানের শীষের সমর্থনে এক হলেন শরীয়তপুর ৩ আসনের সব দল

১১

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ

১২

আশি বছর বয়সী তুতা মিয়ার জীবন কাটে রিকশার প্যাডেলে

১৩

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা : রবিন

১৪

বিএনপি নেতা আনম সাইফুলের মা জাহানারা বেগম আর নেই

১৫

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত

১৬

সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে : জামায়াত আমির

১৭

যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই : জেলেনস্কি

১৮

ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র

১৯

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

২০
X