জামালপুরে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২০২২ সালের ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি ছানোয়ার হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ ড. হারুন অর রশীদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় ও জেলার নেতারা। তাদের দায়িত্ব দেওয়া হয় পূর্ণাঙ্গ কমিটি গঠনের। এর ১০ মাস পর গত বৃহস্পতিবার রাতে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদনে যৌথ স্বাক্ষর করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। ওই কমিটিতে স্থান পাননি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
দলীয় সূত্র জানায়, পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ অনেকের নাম বাদ পড়েছে। এক নেতা অভিযোগ করেন, তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হামলা-মামলার শিকার হন। তিনি কমিটিতে স্থান পাননি। যাদের ওয়ার্ড অথবা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ নেই, তারাও দলের গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন, যা খুবই দুঃখজনক। কমিটি গঠনে আত্মীয়করণ ও আর্থিক লেনদেনের অভিযোগ করেন তিনি।
তবে এ অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. হারুন অর রশীদ বলেন, ইউনিয়ন কমিটি থেকে পদত্যাগপত্র ওই কমিটির সভাপতির কাছে জমা দেওয়ার পর তা উপজেলা কমিটির কাছে পৌঁছলে আমরা ব্যবস্থা নেব।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা বলেন, জেলা কমিটি গত বৃহস্পতিবার রাতে উপজেলা কমিটির অনুমোদন দিয়েছে। দলের পদপ্রাপ্তদের পত্র দিয়ে জানানো হবে।
মন্তব্য করুন