বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, যখন প্রয়োজন হবে, আমরা রাজপথে নেমে পড়ব। ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টকে দেশছাড়া করব। প্রয়োজনে আবারও ২৪-এর মতো গণঅভ্যুত্থান ঘটাব। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না দেখা পর্যন্ত আমাদের শান্তি হবে না। অবিলম্বে সেই সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান তিনি।
গতকাল রোববার দুপুরে তার নিজ জন্মভূমি পঞ্চগড়ের আটোয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন সারজিস। তিনি বলেন, ছাত্র আন্দোলনের সময় কেউ মারা যায়নি; বরং তাদের হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। একটি দেশের সরকার যদি জনগণ এবং রাষ্ট্রের সরকার হয়, তাহলে ওই সরকার কখনো জনগণের ট্যাক্সের টাকায় কেনা বুলেট জনগণের ওপর চালাতে পারে না।
শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন পর্যায়ের মন্ত্রীদের দুর্নীতির কথা বলতে গিয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কথা উল্লেখ করে সারজিস বলেন, শুধু যুক্তরাজ্যেই তার ৩৬০টি বাড়ি রয়েছে। অথচ একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মাত্র ২০৬টি হাড় থাকে। ওই মন্ত্রীর শরীরের প্রতিটি হাড়ের জন্যও যদি একটি করে বাড়ি কিনতেন; তবু এত বাড়ির প্রয়োজন ছিল না।
মতবিনিময়কালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একই দিন দুপুরে সারজিস আলম পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ছাত্র আন্দোলনে হতাহতদের বিষয়ে তিনি বলেন, আন্দোলনে কারও হাত নেই, কারও পা নেই, কারও চোখ নেই, কেউ পৃথিবীর আলো দেখবে না, আর কোনোদিন হাঁটতে পারবে না। এ রকম শহীদের সংখ্যা দুই হাজারের বেশি। আহত মানুষের সংখ্যা প্রায় ৪০ থেকে ৫০ হাজার।
তিনি বলেন, একটি দেশে কেউ যদি মনে করে সে জনগণের সরকার, সে কিন্তু ক্ষমতা ধরে রাখার জন্য এই অত্যাচার করতে পারে না। এটা করেছে কেন, কারণ তার কাছে জনগণের চেয়ে বা দেশের চেয়ে ক্ষমতার মূল্য অনেক বেশি। সেই জায়গায় আগামীতে এখন যা হওয়ার হয়েছে, ২৪-এর অভ্যুত্থান হয়েছে।
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়ারুল আনাম মো. আফতাবুর রহমান হেলালীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শহীদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, সহসমন্বয়ক খোরশেদ মাহমুদ, আতিকুর রহমান আতিকসহ জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সমন্বয়ককে ধমক, সাবেক এমপি নাঈমুজ্জামানের বিরুদ্ধে বিক্ষোভ: পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বীকে ধমক দেওয়ার ঘটনায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গতকাল দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের কায়েতপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে তারা শেরেবাংলা পার্ক মোড়ের পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে পথসভা করে।