শেখ হারুন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০২:৫৭ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৮:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

বিদেশে নয়, প্রশিক্ষণ হবে দেশেই

বিয়ামের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প
বিদেশে নয়, প্রশিক্ষণ হবে দেশেই

বিয়াম ফাউন্ডেশনের কোর কোর্সগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য ২০২১ সালে একটি প্রকল্প নিয়েছিল সরকার। প্রকল্পের উদ্দেশ্য ছিল সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে দেশে-বিদেশে প্রশিক্ষণ এবং অফিস ভবন সংস্কার। প্রকল্পটি দুই বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও এরই মধ্যে পেরিয়ে গেছে পাঁচ বছর। কিন্তু বারবার মেয়াদ বাড়িয়েও অর্ধেকের বেশি কাজ শেষ করতে পারেনি বিয়াম। ফলে প্রকল্পটি দ্বিতীয়বার সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবনা সূত্রে জানা গেছে, প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল সরকারি কর্মকর্তাদের বিদেশে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ। কিন্তু বর্তমানে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে বিধিনিষেধ থাকায় প্রকল্প থেকে বৈদেশিক প্রশিক্ষণ খাতটি বাদ যাচ্ছে। এজন্য প্রকল্পের অনুমোদিত টাকায় বিদেশ প্রশিক্ষণের পরিবর্তে স্থানীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য ঢাকাসহ বিয়ামের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রগুলো সম্প্রসারণ ও সংস্কার এবং অফিস সরঞ্জাম ক্রয় করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের (বিয়াম ফাউন্ডেশন) কোর কোর্সগুলোর সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পটি ২০১৯ সালে একনেকে অনুমোদন পায়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয় ৪৭ কোটি ৭১ লাখ টাকা। দুই বছর মেয়াদি প্রকল্পটি ২০১৯ সালে শুরু হয়ে ২০২১ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কয়েক দফা মেয়াদ বাড়িয়ে এবং একবার সংশোধন করেও আলোচ্য প্রকল্পটির কাজ শেষ করতে পারেনি বিয়াম।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্পের আওতায় অভ্যন্তরীণ প্রশিক্ষণের জন্য নির্ধারিত ১৪টি ব্যাচের মধ্যে ১৪টিরই প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। কিন্তু বিদেশ প্রশিক্ষণের জন্য ১৪টি ব্যাচ নির্ধারিত থাকলেও হয়েছে মাত্র দুটি ব্যাচের। সেই হিসেবে প্রকল্পের আওতায় ১২টি ব্যাচের বিদেশ প্রশিক্ষণের জন্য বরাদ্দকৃত ৩১ কোটি ২১ লাখ টাকা অব্যয়িত রয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী, প্রকল্পের আওতায় এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র ১৪ কোটি ৬৭ লাখ টাকা। অর্থাৎ প্রকল্পের আর্থিক অগ্রগতি মাত্র ৩০ দশমিক ৭৫ শতাংশ। বাস্তব অগ্রগতি হয়েছে ৫১ শতাংশ।

জানা গেছে, নির্ধারিত মেয়াদে প্রকল্পের কাজ শেষ করতে না পারায় প্রথম সংশোধনীর মাধ্যমে দুই বছর বাড়িয়ে মেয়াদ নির্ধারণ করা হয় ২০২৩ সালের জুন পর্যন্ত। পরে আরও এক বছর বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত করা হয়। কিন্তু নির্ধারিত মেয়াদের চেয়ে তিন বছর বাড়িয়েও প্রকল্প শেষ করতে পারেনি বিয়াম ফাউন্ডেশন। ফলে মেয়াদ আরও দুই বছর বাড়ানোর জন্য দ্বিতীয় সংশোধনী প্রস্তাব করা হয়েছে। এতে দুই বছরের প্রকল্প গিয়ে ঠেকছে সাত বছরে।

দ্বিতীয় সংশোধনী প্রস্তাবনা সূত্রে জানা গেছে, প্রকল্পের মোট ব্যয়ের প্রায় ৮৫ শতাংশ অর্থ প্রশিক্ষণ খাতে বরাদ্দ। এর মধ্যে আবার ৯০ শতাংশ অর্থ বৈদেশিক প্রশিক্ষণের জন্য বরাদ্দ ছিল। কিন্তু বিদেশে প্রশিক্ষণ না হওয়ায় বরাদ্দকৃত ৩১ কোটি ২১ লাখ ৫৯ হাজার টাকা অব্যয়িত রয়েছে। অন্যান্য খাতেও কিছু অর্থ অব্যয়িত রয়েছে বলে জানা গেছে।

বাস্তবায়নকারী সংস্থা জানিয়েছে, অব্যয়িত অর্থে স্থানীয় প্রশিক্ষণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মানসম্মত প্রশিক্ষণ প্রদানের জন্য ঢাকাসহ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রগুলোর ভবন সম্প্রসারণ ও সংস্কারের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি কম্পিউটার ল্যাব স্থাপন এবং অফিস সরঞ্জাম কেনার প্রস্তাব করা হয়েছে। আঞ্চলিক কেন্দ্রের ভবনগুলোর ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কার করা হলে বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি পাবে। এজন্য প্রকল্প সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

দ্বিতীয় সংশোধনীর কারণ হিসেবে প্রস্তাবনায় বলা হয়েছে, প্রকল্পে বৈদেশিক প্রশিক্ষণের জন্য বরাদ্দকৃত অর্থের সিংহভাগ ব্যয় না হওয়ায় প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি খুবই কম। এ প্রকল্পের মাধ্যমে বিয়াম ফাউন্ডেশন ঢাকার ৬০টি হোস্টেল কক্ষ সংস্কার করা হয়েছে; অবশিষ্ট ৩৬টি হোস্টেলের সংস্কার করা প্রয়োজন; বগুড়া ও কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের ভবনগুলো পুরোনো হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

এ ছাড়া আঞ্চলিক কেন্দ্র দুটিতে কম্পিউটার ল্যাব নেই। তাই মানসম্মত প্রশিক্ষণের জন্য দুটি ল্যাব নির্মাণ এবং শ্রেণিকক্ষে স্মার্ট বোর্ড স্থাপন ও পুরোনো সাউন্ড সিস্টেম পরিবর্তনের লক্ষ্যে অফিস সরঞ্জাম সংস্থানের প্রস্তাব করা হয়েছে। এরই মধ্যে প্রকল্পের মেয়াদ প্রায় শেষের দিকে চলে আসায় প্রকল্পের স্টিয়ারিং কমিটির দশম সভার সিদ্ধান্ত অনুযায়ী, বৈদেশিক প্রশিক্ষণের অবশিষ্ট অর্থে বিয়ামের সক্ষমতা বৃদ্ধিসহ অন্যান্য কার্যক্রমে ব্যবহারের লক্ষ্যে ডিপিপি সংশোধনসহ প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত হয়।

বৈদেশিক প্রশিক্ষণ বাদ দিলে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন ব্যাহত হবে কি না, সে বিষয়ে বিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক প্রশিক্ষণ বাদ দিলেও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন ব্যাহত হবে না। অভ্যন্তরীণ প্রশিক্ষণের সময়, অভ্যন্তরীণ ফিল্ড ভিজিট এবং প্রকল্প ভিজিট বৃদ্ধি করা হয়েছে। উদ্দেশ্য ও লক্ষ্য সমুন্নত রাখার লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কোর্স অন্তর্ভুক্তিসহ চারটি বিষয়ে আরও ২০টি অভ্যন্তরীণ প্রশিক্ষণের প্রস্তাব করা হয়েছে।

সম্প্রতি আলোচ্য প্রকল্পের দ্বিতীয় সংশোধনী প্রস্তাবের ওপর প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। পিইসি সভায় দ্বিতীয় সংশোধনী প্রস্তাবের বেশকিছু খাতে তথ্যগত বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে খাতগুলো সংশোধন করে ডিপিপি পুনর্গঠন করে পাঠাতে বলেছে পরিকল্পনা কমিশন।

সংশোধনী প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক (পিডি) আরিফ আহমদ কালবেলাকে বলেন, আলোচ্য প্রকল্পের আওতায় মূল বিষয় ছিল সরকারি কর্মকর্তাদের বিদেশ প্রশিক্ষণ। যেহেতু বর্তমানে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে বিধিনিষেধ আছে; তাই প্রকল্প থেকে এটা বাদ দেওয়া হচ্ছে। সুতরাং বিদেশ প্রশিক্ষণ হবে না, এখন অভ্যন্তরীণ প্রশিক্ষণ হবে। এ ছাড়া বিয়ামের সক্ষমতা বাড়ানোর জন্য ভবন সম্প্রসারণ ও সংস্কার করা হবে। এজন্য প্রকল্প সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

প্রকল্পের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে কার্যকর, কর্মদক্ষ, নিবেদিত মানবসম্পদ গঠনের মাধ্যমে বিয়াম ফাউন্ডেশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বিয়াম অনুষদ সদস্যসহ সরকারের মধ্যম ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান, বৈদেশিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষক এবং অনুষদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং গুণগত প্রশিক্ষণ প্রদানের জন্য ক্লাসরুম, ল্যাংগুয়েজ ল্যাব এবং হোস্টেল কক্ষ সংস্কার করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্যিই ৩৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টানছেন গোবিন্দ ও সুনীতা

ফেনী থেকে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান 

চাঁদাবাজি ও ছিনতাইর অভিযোগে সাবেক সমন্বয়ক গ্রেপ্তার

অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে বলল ছাত্রদল

ঐকমত্য কমিশনে মতামত দেয়নি যেসব দল

গ্রোক চ্যাটবটের সঙ্গে কথোপকথনের লাখো তথ্য ফাঁস

গাজায় কোনো দুর্ভিক্ষ নেই, বলল ইসরায়েল

হোটেলে নিয়ে তরুণীকে ধর্ষণ, সাবেক সমন্বয়কের বিরুদ্ধে মামলা

অজিদের বিপক্ষে প্রোটিয়াদের রেকর্ড সিরিজ জয়

তিস্তা সেচ ক্যানেলে নেমে ২ শিশুর মৃত্যু 

১০

ধীরে ধীরে সঙ্কুচিত হচ্ছে সৌরজগতের সবচেয়ে দ্রুতগতির গ্রহ

১১

পূর্ণাঙ্গ সংস্কার না হলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে : ডা. তাহের

১২

ডাকসুর নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার, মুখ খুললেন সাদিক কায়েম

১৩

নিখোঁজের পর নদীতে মিলল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

১৪

আরও উন্নত ব্যাকআপ সুবিধা নিয়ে গুগল

১৫

গেণ্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

১৬

যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৫০ লাখ ভিসাধারীকে যাচাই শুরু, প্রমাণ মিললে ব্যবস্থা

১৭

পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চলছে : মীর সরফত 

১৮

খানকাহ রহমানি মসজিদ : রাজীব থেকে রাহুল গান্ধী

১৯

সৌদির নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য

২০
X