কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম
প্রিন্ট সংস্করণ

জলবায়ু সম্মেলনে দাবি ট্রিলিয়ন ডলার, নিরূপণ ১৭০ বিলিয়ন

জলবায়ু সম্মেলনে দাবি ট্রিলিয়ন ডলার, নিরূপণ ১৭০ বিলিয়ন

প্রতি বছর জাতিসংঘের আয়োজনে যে জলবায়ু সম্মেলন হয়, তাতে ক্ষতিপূরণ হিসেবে শত বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দেওয়া হয়। দিন দিন জলবায়ুর প্রভাবে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পেলেও ক্ষতিপূরণের শর্ত পূরণ হচ্ছে না। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো দিন দিন আর্থিক ও সামাজিক ক্ষতির পাশাপাশি বিভিন্নভাবে ঝুঁকির মুখে পড়ছে। তাই ক্ষতিপূরণের দাবিও দিন দিন বাড়ছে, যা এখন বিলিয়ন থেকে ট্রিলিয়নে পৌঁছে গেছে। তবে এর বিপরীতে বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক ১৭০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি নিরূপণ করেছে।

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ২৯-এ (কনফারেন্স অব দ্য পার্টিজ) এক ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি উঠেছে স্বল্পোন্নত (এলডিসি) দেশগুলোর পক্ষ থেকে। এদিন বাংলাদেশের ফেনীসহ এই অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া বন্যার ভয়াবহতার দৃশ্য তুলে ধরা হয় ‘ওয়াটার ফর ক্লাইমেট’ প্যাভিলিয়নে।

ক্ষতিপূরণ আদায়ের পথকে বেশ জটিল ও কঠিন মনে করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। তাদের মতে, অর্থ ছাড় বা ক্ষতিপূরণের বিষয়ে বিগত বছরগুলোতে উন্নত বিশ্ব প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি। ফলে কপ২৯ নিয়ে এ বিষয়ে শঙ্কা থেকে যাচ্ছে।

জলবায়ুর প্রভাব মোকাবিলায় ১০ ট্রিলিয়ন ডলার সবুজ শিল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন কপে অংশ নেওয়া ব্যবসায়িক নেতা, ব্যাংক ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর মালিকরা। সম্মেলনে ‘অর্থ, বিনিয়োগ ও বাণিজ্যে’র জন্য নির্ধারিত দিনে বিজনেস, ইনভেস্টমেন্ট এবং ফিলানথ্রপি ক্লাইমেট প্ল্যাটফর্ম থেকে (বিআইপিসিপি) বিনিয়োগ সংক্রান্ত অর্থ ছাড়ের বিষয়ে বৃহৎ ব্যবসায়ী ও ব্যাংকিং সেক্টর থেকে এই ঘোষণা করা হয়।

বিআইপিসিপি জানায়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এই বাজারে বেসরকারি মূলধন গঠন ও খাতটিকে আরও ফলপ্রসূ করতে গতি বাড়াতেই বিশাল এই অর্থ বিনিয়োগের ঘোষণা করেছে তারা। নতুন কর্মসূচির জন্য ৩৫০ কোটি ডলার তহবিল ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আজারবাইজানের ব্যাংকিং খাত ২০৩০ সালের মধ্যে সবুজ প্রকল্পে ১ দশমিক ২ বিলিয়ন ডলার, সুইডেন জাতিসংঘের সবুজ জলবায়ু তহবিলে ৭৩০ মিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা করেছে।

বাংলাদেশ ডেলিগেশন টিমের সদস্য ড. মিজানুর রহমান বলেন, কপ২৯কে বলা হয় ‘কপ অব ফাইন্যান্স’। ২০২০ সালের মধ্যে আমাদের ১০০ বিলিয়ন ডলার অর্জন করার কথা ছিল। সেটি আমরা অর্জন করতে পারিনি। ২০২২ সালে উন্নত বিশ্ব বলছে, ১১৬ বিলিয়ন ডলার দিয়েছে; কিন্তু আমরা এই নাম্বারকে বিশ্বাস করি না। অক্সফাম হিসাব করে দেখিয়েছে, সেটা প্রয়োজনের তুলনায় এক-চতুর্থাংশেরও কম। তাই জলবায়ু অর্থায়নের ওপর আমি খুব আশাবাদী না।

ক্ষতিপূরণের অর্থ না পাওয়ার বিষয়ে বা বিশ্বনেতাদের আশ্বাসে হতাশা প্রকাশ করেছেন জলবায়ু অর্থায়নের এই বিশেষজ্ঞ। তিনি বলেন, ১০ ট্রিলিয়ন ডলার অর্থায়নের যে কথা বলা হচ্ছে, সেটি বিরাট অঙ্কের একটি টাকা। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের ব্যবসাকে প্রসার করতে ‘গ্রিন ওয়াশিং স্ট্র্যাটিজি’ নেয়। তাদের ব্যবসায়িক অর্থায়ন কতখানি কার্বন নিঃসরণ করবে, সেটা নিয়ে সন্দেহ রয়েছে।

লস অ্যান্ড ড্যামেজ বিশেষজ্ঞ, বাংলাদেশ ডেলিগেশন টিমের সদস্য মো. হাফিজ খান বলেন, এডাপটেশন, মিটিগপশন, লস অ্যান্ড ড্যামেজ খাতে সহায়তা নয়, ঋণ দিতে চান বিশ্বনেতারা। তবে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর দাবি, লোন নয়, দরকার ক্ষতিপূরণ। অন্তত এবারের কপে আমরা বার্ষিক ১.৩ ট্রিলিয়ন ক্ষতিপূরণের একটি গোল সেট করতে চাই। যদি এখন পর্যন্ত তেমন প্রতিশ্রুতি মেলেনি। দেশগুলোর প্রতিনিধি সেই চেষ্টা করছেন। প্যারিস চুক্তির আলোকে প্রতি বছর উন্নত দেশগুলো ১০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও তা তারা পূরণ করেনি, তাই অর্থ ছাড়ে সংকট ও শঙ্কা থেকেই যাচ্ছে।

জাতিসংঘের প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেটর এবং বিআইসিএফআইটি ইনিশিয়েটিভের সহ-নেতা আচিম স্টেইনার বলেন, অর্থায়ন সীমাবদ্ধতার কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে তাদের উচ্চাকাঙ্ক্ষী জলবায়ু কর্মসূচি বাস্তবায়ন থেকে পিছিয়ে রাখা উচিত নয়। এই মুহূর্তে আমাদের বিশ্বব্যাপী আর্থিক কাঠামোর সংস্কারসহ দেশীয় ও আন্তর্জাতিকভাবে সরকারি ও বেসরকারি অর্থায়নে একটি বড় পরিবর্তন প্রয়োজন। বিআইসিএফআইটি জলবায়ু অর্থায়ন, বিনিয়োগ এবং বাণিজ্যে বড় ধরনের ভূমিকা রাখতে পারে।

আঙ্কটাডের মহাসচিব ও বিআইসিএফআইটি ডায়ালগ ইনিশিয়েটিভের কো-লিডার রেবেকা গ্রিস্প্যান বলেন, ‘২০২৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অর্থায়নে বছরে ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার প্রয়োজন হবে। এই উদ্যোগটি আমাদের বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থায়নকে ত্বরান্বিত করবে।

অন্যদিকে, জলবায়ু প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রয়োজন প্রায় ৬ ট্রিলিয়ন ডলার। কিন্তু বিপুল এই অর্থ দিতে বিশ্ব মোড়লরা একমত হতে পারছেন না। ছোট ছোট যে অর্থ দেওয়া হচ্ছে, তা ছাড়ের ক্ষেত্রেও প্রস্তুত নয় অনেক দেশ। এ ছাড়া যুক্তরাষ্ট্র, চীনের মতো দেশের রাষ্ট্রপ্রধানরা না আসায় শঙ্কাও কাটছে না ক্ষতিগ্রস্ত দেশগুলোর। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব মোড়লরা না আসায় থকমে যেতে পারে আগের দেওয়া অনেক প্রতিশ্রুতি।

২০২৩ সালের তথ্য বলছে, চীন কার্বন নিঃসরণ করেছে ৩২ দশমিক ৮৮ শতাংশ। যুক্তরাষ্ট্র ১২ দশমিক ৬ শতাংশ, ভারত ৬ দশমিক ৯ শতাংশ, রাশিয়া ৪ শতাংশ। বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ করেও অর্থ দিতেই চাচ্ছে না চীন, যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশগুলো। নিজেদের দায় স্বীকার না করতে কপের ২৯তম জলবায়ু সম্মেলনে যোগ দেয়নি চীন, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা।

তুলে ধরা হলো ফেনীর বন্যার ভয়াবহ চিত্র: জলবায়ু পরিবর্তন সম্মেলন ‘ওয়াটার ফর ক্লাইমেট’ প্যাভিলিয়নে তুলে ধরা হয় ফেনীর ভয়াবহ বন্যার চিত্র। আশপাশের একাধিক জেলায় বন্যা হলেও এই বন্যায় ফেনীর বেশি ক্ষতি হয়েছে। শুধু ফেনী জেলা প্রশাসনের তথ্যমতে, বন্যায় আট হাজার ৯৫টি কাঁচাঘর, ২৫০টি আধাপাকা ঘর সম্পূর্ণ ধসে যায়। এতে আনুমানিক ক্ষতি হয়েছে ১৬৩ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকার। ৫৩ হাজার ৪৩৩টি কাঁচাঘর এবং দুই হাজার ৬৩২টি আধাপাকা ঘরের আংশিক ক্ষতির আর্থিক পরিমাণ ৩৭০ কোটি ৭৮ লাখ টাকা। সব মিলিয়ে ৬৪ হাজার ৪১৫টি ঘরবাড়িতে মোট ক্ষতি হয়েছে ৫৩৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টার্ককে নিয়ে ভারত সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

অকাল বার্ধক্য ডেকে আনছে আপনার প্রতিদিনের যে ২ খাবার

প্রধানমন্ত্রীর সংসদ ও দলীয় নেতৃত্বের প্রশ্নে যা বললেন তারেক রহমান

পৌনে ৩ ঘণ্টা পর সিলেট থেকে ট্রেন চলাচল শুরু

দেশে ফিরে নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত নেতা তাহের

সহকর্মীর গলায় ধারালো অস্ত্রের কোপ

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

বরাদ্দের চাল ‘জোরপূর্বক’ নিয়ে গেল নারী ইউপি সদস্য

অন্তর্বর্তী সরকার সফল হোক : তারেক রহমান

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

১০

ভ্যানের ওপর গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন

১১

সড়ক দুর্ঘটনার শিকার বিজয় দেবেরাকোন্ডা

১২

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে আমাদের কিছু করার নাই'

১৩

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

১৪

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও থেমে নেই ইসরায়েলি হামলা

১৫

বোর্ডসভায় শৃঙ্খলা ফেরাতে নতুন নিয়ম চালু করলেন নবনির্বাচিত সভাপতি

১৬

নতুন দুই দিবস চালু সরকারের, একটি আজ

১৭

মুক্তির অপেক্ষায় দেবের ‘প্রজাপতি ২’

১৮

কিউআর কোড স্ক্যান করার আগে সতর্ক থাকুন

১৯

মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জেনে নিন কবে কখন ম্যাচ

২০
X