কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম
প্রিন্ট সংস্করণ

জলবায়ু সম্মেলনে দাবি ট্রিলিয়ন ডলার, নিরূপণ ১৭০ বিলিয়ন

জলবায়ু সম্মেলনে দাবি ট্রিলিয়ন ডলার, নিরূপণ ১৭০ বিলিয়ন

প্রতি বছর জাতিসংঘের আয়োজনে যে জলবায়ু সম্মেলন হয়, তাতে ক্ষতিপূরণ হিসেবে শত বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দেওয়া হয়। দিন দিন জলবায়ুর প্রভাবে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পেলেও ক্ষতিপূরণের শর্ত পূরণ হচ্ছে না। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো দিন দিন আর্থিক ও সামাজিক ক্ষতির পাশাপাশি বিভিন্নভাবে ঝুঁকির মুখে পড়ছে। তাই ক্ষতিপূরণের দাবিও দিন দিন বাড়ছে, যা এখন বিলিয়ন থেকে ট্রিলিয়নে পৌঁছে গেছে। তবে এর বিপরীতে বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক ১৭০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি নিরূপণ করেছে।

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ২৯-এ (কনফারেন্স অব দ্য পার্টিজ) এক ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি উঠেছে স্বল্পোন্নত (এলডিসি) দেশগুলোর পক্ষ থেকে। এদিন বাংলাদেশের ফেনীসহ এই অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া বন্যার ভয়াবহতার দৃশ্য তুলে ধরা হয় ‘ওয়াটার ফর ক্লাইমেট’ প্যাভিলিয়নে।

ক্ষতিপূরণ আদায়ের পথকে বেশ জটিল ও কঠিন মনে করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। তাদের মতে, অর্থ ছাড় বা ক্ষতিপূরণের বিষয়ে বিগত বছরগুলোতে উন্নত বিশ্ব প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি। ফলে কপ২৯ নিয়ে এ বিষয়ে শঙ্কা থেকে যাচ্ছে।

জলবায়ুর প্রভাব মোকাবিলায় ১০ ট্রিলিয়ন ডলার সবুজ শিল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন কপে অংশ নেওয়া ব্যবসায়িক নেতা, ব্যাংক ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর মালিকরা। সম্মেলনে ‘অর্থ, বিনিয়োগ ও বাণিজ্যে’র জন্য নির্ধারিত দিনে বিজনেস, ইনভেস্টমেন্ট এবং ফিলানথ্রপি ক্লাইমেট প্ল্যাটফর্ম থেকে (বিআইপিসিপি) বিনিয়োগ সংক্রান্ত অর্থ ছাড়ের বিষয়ে বৃহৎ ব্যবসায়ী ও ব্যাংকিং সেক্টর থেকে এই ঘোষণা করা হয়।

বিআইপিসিপি জানায়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এই বাজারে বেসরকারি মূলধন গঠন ও খাতটিকে আরও ফলপ্রসূ করতে গতি বাড়াতেই বিশাল এই অর্থ বিনিয়োগের ঘোষণা করেছে তারা। নতুন কর্মসূচির জন্য ৩৫০ কোটি ডলার তহবিল ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আজারবাইজানের ব্যাংকিং খাত ২০৩০ সালের মধ্যে সবুজ প্রকল্পে ১ দশমিক ২ বিলিয়ন ডলার, সুইডেন জাতিসংঘের সবুজ জলবায়ু তহবিলে ৭৩০ মিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা করেছে।

বাংলাদেশ ডেলিগেশন টিমের সদস্য ড. মিজানুর রহমান বলেন, কপ২৯কে বলা হয় ‘কপ অব ফাইন্যান্স’। ২০২০ সালের মধ্যে আমাদের ১০০ বিলিয়ন ডলার অর্জন করার কথা ছিল। সেটি আমরা অর্জন করতে পারিনি। ২০২২ সালে উন্নত বিশ্ব বলছে, ১১৬ বিলিয়ন ডলার দিয়েছে; কিন্তু আমরা এই নাম্বারকে বিশ্বাস করি না। অক্সফাম হিসাব করে দেখিয়েছে, সেটা প্রয়োজনের তুলনায় এক-চতুর্থাংশেরও কম। তাই জলবায়ু অর্থায়নের ওপর আমি খুব আশাবাদী না।

ক্ষতিপূরণের অর্থ না পাওয়ার বিষয়ে বা বিশ্বনেতাদের আশ্বাসে হতাশা প্রকাশ করেছেন জলবায়ু অর্থায়নের এই বিশেষজ্ঞ। তিনি বলেন, ১০ ট্রিলিয়ন ডলার অর্থায়নের যে কথা বলা হচ্ছে, সেটি বিরাট অঙ্কের একটি টাকা। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের ব্যবসাকে প্রসার করতে ‘গ্রিন ওয়াশিং স্ট্র্যাটিজি’ নেয়। তাদের ব্যবসায়িক অর্থায়ন কতখানি কার্বন নিঃসরণ করবে, সেটা নিয়ে সন্দেহ রয়েছে।

লস অ্যান্ড ড্যামেজ বিশেষজ্ঞ, বাংলাদেশ ডেলিগেশন টিমের সদস্য মো. হাফিজ খান বলেন, এডাপটেশন, মিটিগপশন, লস অ্যান্ড ড্যামেজ খাতে সহায়তা নয়, ঋণ দিতে চান বিশ্বনেতারা। তবে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর দাবি, লোন নয়, দরকার ক্ষতিপূরণ। অন্তত এবারের কপে আমরা বার্ষিক ১.৩ ট্রিলিয়ন ক্ষতিপূরণের একটি গোল সেট করতে চাই। যদি এখন পর্যন্ত তেমন প্রতিশ্রুতি মেলেনি। দেশগুলোর প্রতিনিধি সেই চেষ্টা করছেন। প্যারিস চুক্তির আলোকে প্রতি বছর উন্নত দেশগুলো ১০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও তা তারা পূরণ করেনি, তাই অর্থ ছাড়ে সংকট ও শঙ্কা থেকেই যাচ্ছে।

জাতিসংঘের প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেটর এবং বিআইসিএফআইটি ইনিশিয়েটিভের সহ-নেতা আচিম স্টেইনার বলেন, অর্থায়ন সীমাবদ্ধতার কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে তাদের উচ্চাকাঙ্ক্ষী জলবায়ু কর্মসূচি বাস্তবায়ন থেকে পিছিয়ে রাখা উচিত নয়। এই মুহূর্তে আমাদের বিশ্বব্যাপী আর্থিক কাঠামোর সংস্কারসহ দেশীয় ও আন্তর্জাতিকভাবে সরকারি ও বেসরকারি অর্থায়নে একটি বড় পরিবর্তন প্রয়োজন। বিআইসিএফআইটি জলবায়ু অর্থায়ন, বিনিয়োগ এবং বাণিজ্যে বড় ধরনের ভূমিকা রাখতে পারে।

আঙ্কটাডের মহাসচিব ও বিআইসিএফআইটি ডায়ালগ ইনিশিয়েটিভের কো-লিডার রেবেকা গ্রিস্প্যান বলেন, ‘২০২৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অর্থায়নে বছরে ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলার প্রয়োজন হবে। এই উদ্যোগটি আমাদের বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থায়নকে ত্বরান্বিত করবে।

অন্যদিকে, জলবায়ু প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রয়োজন প্রায় ৬ ট্রিলিয়ন ডলার। কিন্তু বিপুল এই অর্থ দিতে বিশ্ব মোড়লরা একমত হতে পারছেন না। ছোট ছোট যে অর্থ দেওয়া হচ্ছে, তা ছাড়ের ক্ষেত্রেও প্রস্তুত নয় অনেক দেশ। এ ছাড়া যুক্তরাষ্ট্র, চীনের মতো দেশের রাষ্ট্রপ্রধানরা না আসায় শঙ্কাও কাটছে না ক্ষতিগ্রস্ত দেশগুলোর। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব মোড়লরা না আসায় থকমে যেতে পারে আগের দেওয়া অনেক প্রতিশ্রুতি।

২০২৩ সালের তথ্য বলছে, চীন কার্বন নিঃসরণ করেছে ৩২ দশমিক ৮৮ শতাংশ। যুক্তরাষ্ট্র ১২ দশমিক ৬ শতাংশ, ভারত ৬ দশমিক ৯ শতাংশ, রাশিয়া ৪ শতাংশ। বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ করেও অর্থ দিতেই চাচ্ছে না চীন, যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশগুলো। নিজেদের দায় স্বীকার না করতে কপের ২৯তম জলবায়ু সম্মেলনে যোগ দেয়নি চীন, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা।

তুলে ধরা হলো ফেনীর বন্যার ভয়াবহ চিত্র: জলবায়ু পরিবর্তন সম্মেলন ‘ওয়াটার ফর ক্লাইমেট’ প্যাভিলিয়নে তুলে ধরা হয় ফেনীর ভয়াবহ বন্যার চিত্র। আশপাশের একাধিক জেলায় বন্যা হলেও এই বন্যায় ফেনীর বেশি ক্ষতি হয়েছে। শুধু ফেনী জেলা প্রশাসনের তথ্যমতে, বন্যায় আট হাজার ৯৫টি কাঁচাঘর, ২৫০টি আধাপাকা ঘর সম্পূর্ণ ধসে যায়। এতে আনুমানিক ক্ষতি হয়েছে ১৬৩ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকার। ৫৩ হাজার ৪৩৩টি কাঁচাঘর এবং দুই হাজার ৬৩২টি আধাপাকা ঘরের আংশিক ক্ষতির আর্থিক পরিমাণ ৩৭০ কোটি ৭৮ লাখ টাকা। সব মিলিয়ে ৬৪ হাজার ৪১৫টি ঘরবাড়িতে মোট ক্ষতি হয়েছে ৫৩৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১০

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১১

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১২

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১৩

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৪

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৫

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

১৬

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

১৭

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

১৮

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১৯

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

২০
X