আতাউর রহমান
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০১:১৬ পিএম
প্রিন্ট সংস্করণ

উত্তরাঞ্চলে ১১ পয়েন্টে বড় ভোগান্তির শঙ্কা

ঈদযাত্রা
উত্তরাঞ্চলে ১১ পয়েন্টে বড় ভোগান্তির শঙ্কা

ঈদুল ফিতরে ঘরে ফেরা মানুষ মহাসড়কে যানজটের ভোগান্তিতে না পড়লেও এবার ঈদুল আজহায় বড় ভোগান্তিতে পড়বেন বলে মনে করছে খোদ হাইওয়ে পুলিশ। বিশেষ করে উত্তরাঞ্চলের মহাসড়কে এই ভোগান্তি বেশি হবে। এরই মধ্যে উত্তরাঞ্চলের মহাসড়কে যানজট হতে পারে—এমন ১১টি স্পট চিহ্নিত করা হয়েছে। যানজট সহনীয় রাখতে কাজও শুরু করেছে হাইওয়ে পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো।

হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলছেন, উত্তরাঞ্চল মহাসড়কের বিশাল এলাকাজুড়ে চার লেন সড়ক, সড়কের সৌন্দর্যবর্ধন, সেতু তৈরি ও মহাসড়কে পশুর হাট এবং স্থায়ী বাজারের কারণে যানজট সৃষ্টি হবে। এরই মধ্যে সমস্যাগুলো চিহ্নিত করে ভোগান্তি কমানোর কার্যক্রম শুরু হয়েছে।

হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান কালবেলাকে বলেন, পুলিশের তৎপরতার কারণে ঈদুল ফিতরে বাড়ি ফেরা মানুষদের মহাসড়কে কোনো ভোগান্তি হয়নি। তবে এবারের চ্যালেঞ্জটা একটু ভিন্ন। এবার মানুষ বাড়ি যাবে, একই মহাসড়কে পশুবাহী ও চামড়াবাহী গাড়ি থাকবে। সড়কের সংস্কার ও উন্নয়নমূলক কাজ চলছে। এজন্য যানজট হওয়ার শঙ্কা থেকে যাচ্ছে। তবে তারা আগাম কিছু কাজ শুরু করেছেন। এরই মধ্যে ঈদে হাইওয়ে পুলিশের সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ঈদের আগে একসঙ্গে ছুটি হওয়ায় একসঙ্গে মানুষ বাড়ি ফেরার চেষ্টা করায় গাড়ির চাপ থাকে। এজন্য সব সময়ই তাদের অনুরোধ থাকে শিল্প প্রতিষ্ঠান বিশেষ করে

তৈরি পোশাক কারখানা যাতে ধাপে ধাপে ছুটি হয়। এবারও অংশীজনের সঙ্গে বৈঠকে এই অনুরোধ করবেন।

যেসব কারণে যানজট: ঈদুল আজহায় হাইওয়ে পুলিশ কর্মকর্তারা মহাসড়কে যানজটের বেশকিছু কারণ চিহ্নিত করেছেন। এর মধ্যে বিভিন্ন মহাসড়কে উন্নয়নমূলক কাজ, মহাসড়কের পাশে পশুর হাট বসানো অন্যতম। এ ছাড়া মহাসড়কে নছিমন, করিমন, ভটভটিসহ কমগতির যান চলাচলও চিহ্নিত করা হয়েছে।

হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন্স) মো. মোজাম্মেল হক কালবেলাকে বলেন, যানবাহনে ত্রুটি, চলতি পথে তা নষ্ট হয়ে যাওয়া এবং সড়ক দুর্ঘটনা মহাসড়কে যানজটের বড় কারণ। যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা, গাড়ি তল্লাশির কারণেও জানজট হয়। এ ছাড়া মহাসড়কের পাশে থাকা পেট্রোল পাম্পগুলো থেকে জ্বালানি সংগ্রহের কারণে গাড়িজট হয়। এসব বিষয় চিহ্নিত করে ঈদে ঘরে ফেরা যাত্রীদের স্বস্তি দিতে তারা নানা কৌশল নির্ধারণ করেছেন।

উত্তরে ১১ স্পটে ভোগান্তির শঙ্কা: হাইওয়ে পুলিশ আসন্ন ঈদে উত্তরাঞ্চলের মহাসড়কগুলোতে যানজটে ভোগান্তি হতে পারে বলে শঙ্কার কথা জানিয়েছে। এরই মধ্যে এমন ১১টি স্পটও চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া দক্ষিণে ঢাকা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহসড়কে বেশকিছু ফিটনেসবিহীন বাস পরিবহনের কারণে সমস্যা এবং দ্রুতগতির কারণে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, উত্তরের মহাসড়কে যানজট হতে পারে—এমন স্পটগুলোর মধ্যে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার জায়গায় চার লেন সড়কের কাজ চলায় যানজট হতে পারে। বঙ্গবন্ধু সেতু পার হয়ে রায়গঞ্জ থানাধীন ঝাউয়েল সেতু নির্মাণকাজের জন্য, সিরাজগঞ্জে যেতে পদ্মার মোড়ে নির্মাণাধীন ওভারপাস, সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুল যাওয়ার পথে নলকা ব্রিজ, সৌন্দর্যবর্ধন কাজের জন্য হাটিকুমরুল মোড়, হাটিকুমরুল থেকে বগুড়া যেতে জোড়া ব্রিজ এলাকা, শেরপুর থানাধীন ঘোগা ব্রিজ, বগুড়ার মহাস্থান বাজার, মোকামতলা, গোবিন্দগঞ্জ বাজার, পলাশবাড়ী বড় দরগা এলাকা এবং সটি ঘাট এলাকাকে যানজটের স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন্স) মো. মোজাম্মেলক হক কালবেলাকে বলেন, এবারের ঈদে সড়কের এক পাশ দিয়ে মানুষ বাড়ি ফিরবে, অন্য পাশ দিয়ে পশুবাহী গাড়ি চলবে। এতে সড়কে যানবাহনের ব্যস্ততা থাকবে। তবে সাসেক্স সড়ক সংযোগ প্রকল্প-২-এর আওতায় উত্তরের বেশকিছু মহাসড়কে উন্নয়নমূলক কাজ চলছে। এজন্য কিছুটা যানজটের শঙ্কা রয়েছে। অবশ্য প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে সব সময় হাইওয়ে পুলিশের যোগাযোগ রয়েছে। যাতে সড়কে যান চলাচল স্বাভাবিক থাকে, ভোগান্তি না হয়, সেজন্য প্রকল্পের লোকজন আন্তরিকভাবে কাজ করছে।

ঈদে মহাসড়ক গতিশীল রাখতে নানা উদ্যোগ: ডিআইজি মোজাম্মেল বলেন, মহাসড়কে যানজটের বড় কারণ গাড়ি নষ্ট হয়ে সড়কে পড়ে থাকা। এবার যাতে এমন ঘটনায় ভোগান্তি না হয়, সেজন্য তারা বড় ধরনের পরিকল্পনা করেছেন। মহাসড়কের আশপাশের সব এলাকায় যত গাড়ি মেরামতকারী মিস্ত্রি রয়েছে, সবার নাম ও ফোন নম্বর সংগ্রহ করেছেন। কোনো গাড়ি নষ্ট হলেই যাতে সঙ্গে সঙ্গে মিস্ত্রি খবর দিয়ে সেটি মেরামত করে সচল রাখা যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনাও যানজটের কারণ এবং ঈদের সময়ে সড়কে গাড়ির চাপ থাকায় দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালেও নেওয়া যায় না। এজন্য এবার মহাসড়কের আশপাশের সব সরকারি-বেসরকারি হাসপাতালের নাম ও ফোন নম্বর সংগ্রহ করা হয়েছে। অ্যাম্বুলেন্স মালিক-চালকদের নম্বর সংগ্রহ করা হয়েছে। দুর্ঘটনার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলছেন, ঈদে কোনো গাড়ি মহাসড়কে অচল হয়ে গেলে তা দ্রুত সরাতে হাইওয়ে পুলিশের রেকার ছাড়াও জেলা পুলিশ এবং বেসরকারি কোম্পানির রেকারও প্রস্তুত রাখা হয়েছে।

পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স, ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া তল্লাশিতে নিষেধাজ্ঞা: হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান কালবেলাকে বলেন, সব সময় পশুবাহী ও চামড়াবাহী গাড়িতে চাঁদাবাজির একটা অভিযোগ থাকে। তবে এ ধরনের অপরাধ বরদাশত করা হবে না। পুলিশ বা যে-ই এ ধরনের অপরাধে যুক্ত থাকবে, তাদের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করবে হাইওয়ে পুলিশ।

এদিকে ডিআইজি মোজাম্মেল হক বলেন, অনেক সময় তল্লাশির নামেও পুলিশ গাড়ি থামায় বলে অভিযোগ আসে তাদের কাছে। এতে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। তবে অনেক সময় অবৈধ পণ্য পরিবহন ঠেকাতে বা অপরাধী গ্রেপ্তারে যানবাহন তল্লাশি করতে হয়। তবে ঈদের মধ্যে এটি অবশ্যই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে করতে তারা হাইওয়ের প্রতিটি রিজিওনে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এই তল্লাশি করতে হলে অবশ্যই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে করতে হবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

ডাকসু নির্বাচন / ঢাবি শিক্ষার্থীদের প্রতি মির্যা গালিবের আহ্বান

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

১০

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

১১

কবিতার ছন্দে সুনেহরা-আরশের মিষ্টি কথোপকথন

১২

রাগবির ধাঁচে ক্রিকেটারদের এবার নেওয়া হবে ‘ব্রঙ্কো’ টেস্ট!

১৩

‘ডাকসুতে দাঁড়াইছে সবাই, বসে আছে একজনই’

১৪

সাতক্ষীরা-৪ আসনে কালীগঞ্জ ও শ্যামনগর রাখার দাবিতে বিএনপির স্মারকলিপি

১৫

জকসুর দাবিতে জবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

১৬

স্ত্রীকে নোরা ফাতেহির মতো বানাতে না খাইয়ে রেখে ব্যায়াম করান স্বামী

১৭

‘ভুল’ আংটি দিয়ে প্রেমিকাকে ‘প্রপোজ’ করেন রোনালদো!

১৮

ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ, স্থায়ী সমাধান চান রমনার ডিসি

১৯

বসুন্ধরা শপিংমলে ক্লাব হাউসের ফেস্টিভ কালেকশন উন্মোচন

২০
X