এবার চট্টগ্রামে যে বৃষ্টিপাত হয়েছে গত ৩০ বছরেও এমন বৃষ্টি হয়নি, যার কারণে জলাবদ্ধতা হয়েছে জানিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, নগরীতে তিনটি সংস্থা জলাবদ্ধতা নিরসনের কাজ করছে, পানি উন্নয়ন বোর্ড, সিটি করপোরেশন এবং সিডিএ। আমি দায়িত্ব নেওয়ার পর সিটি করপোরেশন, ওয়াসা ও বন্দরের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেছিলাম। এখন প্রকল্পের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ বাড়ানোর জন্য একনেকে পাঠানো হয়েছে। আমরা কোনো সংস্থার বিরুদ্ধে নয়। আমরা কী কাজ করছি, সেটা জানাতে চাই। আমাদের ডিপিপিতে আছে ৪ লাখ ২০ হাজার ঘনমিটার কাদা অপসারণ এবং ৫ লাখ ২৮ হাজার ২১৪ ঘনমিটার মাটি খনন। সব মিলিয়ে প্রায় ৩ কোটি ঘনফুট মাটি অপসারণ হবে। আমরা ৬ কোটি ঘনফুট মাটি অপসারণ করেছি।
মন্তব্য করুন