বীর সাহাবী
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ মে ২০২৫, ১১:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

নজিরবিহীন ঘটনায় থমথমে বিএসইসি

দুর্নীতির তদন্তে কর্মকর্তাদের বাগড়া
নজিরবিহীন ঘটনায় থমথমে বিএসইসি

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চাকরি হারানো এবং শোকজ খাওয়ার ভয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন বেশিরভাগ কর্মকর্তা। ফলে ঠিকমতো দাপ্তরিক কাজ করতে পারছেন না কেউ। বিএসইসির একাধিক কর্মকর্তা কালবেলাকে এমনটাই জানিয়েছেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন খন্দকার রাশেদ মাকসুদ। দায়িত্বে এসেই আগের সময়ে যত আদেশ আটকা ছিল সেগুলোর ব্যবস্থা নিতে থাকেন। বিগত সময়ে পুঁজিবাজারে কারসাজিকারকদের বিরুদ্ধে জরিমানা করতে থাকেন। সে সময় পুঁজিবাজারে যত অনিয়ম আর দুর্নীতি হয়েছে এগুলো খুঁজে বের করতে গঠন করা হয় পুঁজিবাজার তদন্ত কমিটি ও টাস্কফোর্স।

সেই তদন্ত কমিটি ও টাস্কফোর্স সেসব রহস্য উদ্ঘাটন করতে গিয়ে কারসাজিকারকদের সঙ্গে বিএসইসির বেশ কয়েকজন কর্মকর্তার যোগসাজশের তথ্য পান। সেসব তথ্য এরই মধ্যে কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে।

এর আগে কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান করে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সেসব কর্মকর্তার পাসপোর্ট বাতিল করে সরকার। এরপর গত পরশু নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠায় কমিশন। আর তার বাধ্যতামূলক অবসরে পাঠানো নিয়েই শুরু হয় কমিশনের কর্মকর্ত-কর্মচারীদের মধ্যে অন্তর্কোন্দল। এরপর সব কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আতঙ্ক তৈরি হয়। ফলে স্বাভাবিকভাবেই তারা তাদের দাপ্তরিক কাজে অমনোযোগী হয়ে পড়েন।

বিগত সময়ে নিয়োগ পাওয়া ১১৯ জন জুনিয়র অফিসারের ব্যাপারে তদন্ত: বিএসইসির বিশ্বস্ত সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে বিগত আমলে সহকারী পরিচালক (এডি) পদে নিয়োগ পাওয়া ১১৯ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশ (দুদক)। তাদের নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছে এসব বিষয়ে খতিয়ে দেখছে দুদক। ফলে এসব কর্মকর্তার মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে।

১৭ জন উপপরিচালক থেকে ৯ জনকে দুদকে নিয়ে জেরা: বিএসইসি সূত্রে জানা গেছে, বিএসইসির উপপরিচালক পদের ১৭ কর্মকর্তার মধ্য থেকে ৯ জনকে দুদকে ডেকে নিয়ে জেরা করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন অতিরিক্ত পরিচালকও রয়েছেন। তাদের এভাবে দুদকে নিয়ে জেরা করা এবং তদন্ত করার ফলে তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকার পরও তাদের এভাবে জেরা করাকে ভালোভাবে দেখছেন না তারা। এ ছাড়া কমিশনের জ্যেষ্ঠ কর্মকতাদের বিরুদ্ধেও দুদক তদন্ত করছে বলে জানা গেছে।

তদন্ত কমিটির সুপারিশে ১৫ কর্মকর্তাকে শোকজ: তদন্ত কমিটির দেওয়া সুপারিশের ওপর ভিত্তি করে অন্তত ১৫ কর্মকর্তা শোকজ দেওয়া হয়েছে। শোকজে জানতে চাওয়া হয়েছে তাদের কেন চাকরি থেকে অপসারণ করা হবে না। এতে এসব কর্মকর্তা মানসিকভাবে ভেঙে পড়েছেন।

জ্যেষ্ঠ ৯ কর্মকর্তার পাসপোর্ট বাতিলসহ তদন্তে দুদক: সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ ৯ জনের পাসপোর্ট বাতিল করে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে দুদকও তদন্ত চালাচ্ছে। এরই মধ্যে শিবলী রুবাইয়াতকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বাকি যে ৮ জনের পাসপোর্ট বাতিল হয়েছে তারা হলেন বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান, রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমান, মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির ও যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।

৪ ঘণ্টা অবরুদ্ধ বিএসইসি চেয়ারম্যান-কমিশনার: গতকাল বুধবার দুপুর থেকে প্রায় ৪ ঘণ্টা বিএসইসির কর্মকর্তাদের দ্বারা অবরুদ্ধ থাকার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় মুক্ত হন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিকেল সাড়ে ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাহারায় বিএসইসির চেয়ারম্যান ও অন্য কমিশনাররা বিএসইসি ভবন ত্যাগ করেন। অবরুদ্ধ রাখা অবস্থায় কর্মকর্তা-কর্মচারীরা নির্বাহী পরিচালক সাইফুর রহমানের অবসর আদেশ প্রত্যাহার ও চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।

চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে কর্মবিরতি: বিএসইসি চেয়ারম্যান ও তিন কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে এ কর্মবিরতির ঘোষণা দেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। সংবাদ সম্মেলনে বলা হয়, কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা তাদের কয়েক দফা দাবি কমিশনের সামনে উপস্থাপন করেন। কিন্তু সেসব দাবি-দাওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য কমিশনের কাছ থেকে পাওয়া যায়নি। এমনকি এসব দাবি-দাওয়া নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কমিশনের পদত্যাগের এক দফা দাবির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের মধ্যে কমিশন পদত্যাগ না করলে কাল থেকে বিএসইসির সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতি পালন করবেন।

বিএসইসির ভেতরে লাঠিচার্জ, আহত ৬: বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের একদফা দাবিতে বিক্ষোভ করছে কমিশনের সর্বস্তরের কর্মচারী-কর্মকর্তারা। এ সময় শুরুতে কর্মচারী-কর্মকর্তাদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। একপর্যায়ে বিএসইসি চেয়ারম্যান, কর্মকর্তা-আইনশৃঙ্খলা বাহিনী বাগবিতণ্ডায় উত্তপ্ত অবস্থা বিরাজ করে কমিশন। বিএসইসির কর্মকর্তারা দাবি করেন, লাঠিচার্জে বিএসইসির অন্তত ৬ জন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।

বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য: বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, বিগত দিনের পুঁজিবাজারের বিভিন্ন অনিয়ম অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করে ১২টি কোম্পানির বিভিন্ন অনিয়ম তদন্ত করে। এ পর্যন্ত তদন্ত কমিটি ৭টি তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। এই রিপোর্টের ভিত্তিতে অভিযোগ গঠনের প্রক্রিয়া চলমান যার আওতায় রয়েছে পুঁজিবাজারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিএসইসির কিছু কর্মকর্তা। এ ছাড়া বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৫ বছর চাকরি সমাপ্ত করায় বিধি মোতাবেক কমিশন নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে অবসর প্রদান করা হয়। এই ব্যবস্থা নেওয়ার কারণে কিছু কর্মকর্তা বিএসইসির চেয়ারম্যান এবং কমিশনারদের বোর্ড রুমের চলমান সভায় জোরপূর্বক ঢুকে অবরূদ্ধ করে। তারা কমিশনের মূল ফটকে তালা দিয়ে দেয়, সিসি ক্যামেরা অফ করে দেয় এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে অরাজক, ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।

তিনি বলেন, চরম উচ্ছৃঙ্খল ভীতিকর পরিস্থিতি চার ঘণ্টা চলে। কমিশন অবরুদ্ধ থাকার খবরে এবং বিএসইসি একটি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো প্রতিষ্ঠান হওয়ায় প্রথমে পুলিশ ও পরে আইনশৃঙ্খলা বাহিনী বিএসইসিতে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান কমিশন পুঁজিবাজারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় বিএসইসির কিছু কর্মকর্তা ও কর্মচারী এরূপ অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করেছে বলে প্রতীয়মান হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরদেহ দাফনের পর জীবিত ফিরে এলো রবিউল!

সারাক্ষণ চার্জার প্লাগে রাখেন? জানে নিন কী হতে পারে

এশিয়া কাপে ভারতের একাদশ কেমন হবে, জানালেন তারকা ক্রিকেটার

বায়ুদূষণের শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান কত

মৌদিকে আদর্শগত শত্রু হিসেবে চিহ্নিত করলেন বিজয়

কেবিন ক্রুদের আসল কাজ কী

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

বিদেশগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিল সরকার

জাতীয় দলের কোচিং স্টাফে এবার আইপিএলে কাজ করা অ্যানালিস্ট

আমরা লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে : নেতানিয়াহু

১০

৩ প্যাকেট কাঁচা নুডলস খেয়ে ১৩ বছরের কিশোরের করুণ পরিণতি

১১

তিস্তার বন্যায় কৃষকের স্বপ্ন ভাসছে অনিশ্চয়তার অথৈ জলে

১২

ব্যাংকিং টিপস / ব্যাংকের সুদের হার ও চার্জ সম্পর্কে সচেতন থাকুন

১৩

শতভাগ লুটপাটমুক্ত দল জামায়াতে ইসলামী : ড. মোবারক

১৪

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলেও

১৫

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৬

সিঙ্গারে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৭

মেসিহীন মায়ামিকে বাঁচাল রদ্রিগেজের দুর্দান্ত গোল

১৮

গাজায় যেভাবে দুর্ভিক্ষ নেমে এলো

১৯

লেভান্তের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়

২০
X