আমজাদ হোসেন হৃদয়
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৮:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

রাজনৈতিক কর্মসূচিতে যাচ্ছে এনসিপি

জুলাই সনদের আইনি ভিত্তি দাবি
রাজনৈতিক কর্মসূচিতে যাচ্ছে এনসিপি

বহুল আলোচিত ও প্রতীক্ষিত জুলাই সনদে স্বাক্ষর সম্পন্ন হলেও এতে যোগ দেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী এই দলটি শুধু স্বাক্ষর থেকে বিরতই থাকেনি, বরং পুরো অনুষ্ঠানেও অনুপস্থিত ছিল। সরকারের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও তাতে সাড়া দেয়নি তারা। এনসিপির দাবি, সনদটি শুধুই একটি আনুষ্ঠানিকতা এবং আইনি ভিত্তি না থাকায় এটি জুলাইয়ের সঙ্গে এক ধরনের প্রতারণা।

দলটির অবস্থান, যে কোনো মূল্যে সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে—এ দাবি আদায়ে রাজপথেও কর্মসূচি ঘোষণা করেছে তারা। তবে দলটি জানিয়েছে, ঐকমত্য কমিশন আলোচনার জন্য তাদের আমন্ত্রণ জানালে তারা তাতে অংশ নেবে। এনসিপির শীর্ষ নেতৃত্বের প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত তাদের দাবি বিবেচনা করবে।

সরকারের একটি সূত্রও জানিয়েছে, এনসিপির উত্থাপিত দাবিগুলো আমলে নেওয়া হচ্ছে এবং তা নিয়ে অভ্যন্তরীণ পর্যায়ে আলোচনা চলছে।

এনসিপি সূত্রে জানা গেছে, জুলাই সনদে অংশগ্রহণ ও স্বাক্ষরের বিষয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সরকারের পক্ষ থেকে যোগাযোগ ছিল দলের শীর্ষ নেতাদের সঙ্গে। কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দেন, তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই অনুষ্ঠানে যোগ দেবে না এবং সনদেও স্বাক্ষর করবে না। দলের অভ্যন্তরীণ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নেয় এনসিপি। একই সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত চাপ ধরে রাখতে চলতি সপ্তাহেই রাজপথে কর্মসূচি পালনের পরিকল্পনাও নিয়েছে দলটি।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার কালবেলাকে বলেন, আমরা চলতি সপ্তাহেই এই দাবিতে রাজপথে কর্মসূচি পালন করব। একই সঙ্গে ঐকমত্য কমিশন যদি আমাদের ডাকে, সেখানেও আমরা অংশগ্রহণ করব এবং আমাদের দাবি জানাব। যে কোনো মূল্যে আমরা আইনি ভিত্তি আদায় করব। যদি আইনি ভিত্তি দেওয়া না হয়, তাহলে আমরা স্বাক্ষর করব না এবং জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

এদিকে, সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, গণঅভ্যুত্থানের সামনের সারির নেতাদের দল সনদে অংশগ্রহণ না করায় কিছুটা বিব্রত হয়েছে সরকার। শেষ পর্যন্ত তাদের জন্য অপেক্ষাও করা হয়েছে। এনসিপির পক্ষ থেকে আইনি ভিত্তিসহ যেসব দাবি জানানো হয়েছে, সেগুলো আমলে নেওয়া হচ্ছে। সেসব বিষয়ে আলোচনার জন্যই মূলত ঐকমত্য কমিশনের মেয়াদ তৃতীয় দফায় বাড়ানো হয়েছে। জুলাইয়ের প্রতি সম্মান রেখে আলোচনার মাধ্যমে এর সমাধান চায় সরকারও।

জুলাই সনদে অংশ না নেওয়ার বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি ও বৈধতা নিশ্চিত না করে এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জাতিকে স্বচ্ছ ধারণা না দিয়েই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই সনদের কোনো আইনি ভিত্তি প্রদান না করা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ না করা এবং সনদ বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে উন্মোচন না করায় স্রেফ আনুষ্ঠানিকতার জন্য জুলাই সনদে স্বাক্ষর থেকে বিরত থেকেছে জাতীয় নাগরিক পার্টি।

তিনি আরও বলেন, আমরা মনে করি, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে জাতিকে ধোঁয়াশায় রাখা হয়েছে। এতে ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’-এর কোনো উল্লেখ না থাকায় এর আইনি ভিত্তি অনুপস্থিত। আমরা সব সময় বলেছি, অভ্যুত্থান-পরবর্তী যে কোনো বন্দোবস্তের নৈতিক ও আইনি ভিত্তি হতে হবে জুলাই অভ্যুত্থানে প্রকাশিত জনগণের সার্বভৌম ও সাংগঠনিক ক্ষমতা। কিন্তু সনদে সেই মৌলিক সত্য উপেক্ষা করা হয়েছে। যদিও সব দল গণভোটে সম্মত, সনদে গণভোটের আইনি কাঠামো বা বাস্তবায়ন আদেশের উল্লেখ নেই। বরং এতে সংবিধানের এমন কিছু অনুচ্ছেদ পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে, যা ‘বেসিক স্ট্রাকচার’ লঙ্ঘন করে, ফলে তা ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব কালবেলাকে বলেন, আমরা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনোভাবেই এতে স্বাক্ষর করব না। আমরা রাজনৈতিক এবং কৌশলগত অবস্থান নেব, ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাব। পাশাপাশি রাজপথে কর্মসূচিও পালন করব। আমরা আশা করছি, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে প্রতিভূ জনগণের অভিপ্রায়কে ধারণ করে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

এদিকে, গতকাল শনিবার দুপুর ১২টায় রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে দলটি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এটা আমরা এর আগেও বলেছি। আজকেও পুনর্ব্যক্ত করেছি। যদি এর (জুলাই সনদ) কোনো আইনি ভিত্তি না হয়, এর মূল্য, এর কোনো অর্থ তৈরি হবে না। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নিইনি এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সঙ্গে একটি প্রহসন হবে।’

৯০-এর গণঅভ্যুত্থানের পরে তিনদলীয় জোটের রূপরেখা রক্ষা করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি পরিবর্তন করতে চাই, তার অবশ্যই একটি আইনি ভিত্তি প্রয়োজন।’

’৭২-এর সংবিধান অপরিবর্তিত রাখতে এবং পুরোনো ফ্যাসিস্ট কাঠামো বজায় রাখতে দেশ-বিদেশ থেকে নানা অপচেষ্টা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু কিছু রাজনৈতিক দলও আপস করেছে বা সেই ফ্যাসিস্ট কাঠামোকে টিকিয়ে রাখতে চেষ্টা করেছে নানাভাবে।’

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যেসব রাজনৈতিক দল অংশ নিয়েছে তারা ‘গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গিয়েছে’ দাবি করে নাহিদ বলেন, ‘আমরা চাই, তারা জনগণের কাছে আসুক। যে জনগণ, যে ছাত্ররা গণঅভ্যুত্থানে নেমে জীবন দিয়েছিল, বুলেটের সামনে দাঁড়িয়েছিল এবং তাদের যে অভিপ্রায় ছিল—নতুন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, সেটা প্রতিষ্ঠায় আমরা যাতে আবারও ঐক্যবদ্ধ হতে পারি।’

জুলাই সনদের বিষয়ে বর্তমান রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারির বৈধতা নেই জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের সাংবিধানিক আদেশ জারি করতে হলে তার বৈধতা নিতে হবে জুলাই গণঅভ্যুত্থান থেকে, যেখানে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন ঘটেছিল। জুলাই গণঅভ্যুত্থানের অভিপ্রায় বর্তমান রাষ্ট্রপতি ধারণ করতে পারেন না, তার কাছ থেকে এই আদেশ জারি হলে সেটি নৈতিকভাবে, রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।’ ঐকমত্য কমিশন আলোচনায় ডাকলে জাতীয় নাগরিক পার্টি উপস্থিত হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবিতে রাজপথে কর্মসূচি নিয়েছে। তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনে আমরা জোরালো ভূমিকা পালন করেছি। যদিও শুরুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক দলই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিল না। শুধু এটাকে একটা জেন্টেলম্যান অ্যাগ্রিমেন্ট, একটা রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবেই রাখার পক্ষপাতী ছিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমা চাওয়ার আহ্বান নিয়ে যা বললেন সালাহউদ্দিন

আগুন নেভাতে ২৬ ঘণ্টা, কারণ জানাল ফায়ার সার্ভিস

বিএনপির গুলশান কার্যালয়ে সাংবাদিককে মারধর, মোবাইল ভাঙচুর

কখন চিয়া সিড খেলে সবেচেয়ে বেশি ফল পাওয়া যায়?

চাকসুর ভিপি-জিএস-এজিএস কার বাড়ি কোথায়

শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে : ফারুক

ভক্তদের প্রতি দুঃখপ্রকাশ করেছে আর্টসেল

খুলনা কারাগারে সংঘর্ষে তিন আসামিকে কাশিমপুরে

কুবির আন্তর্জাতিক সম্মেলনে ইউল্যাব শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন

১০

রাজশাহীতে ব্যবসায়িক পার্টনারের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

১১

নাশকতার পরিকল্পনা, আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

১২

ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে মারামারি-কাটাকাটি কিছুই থাকবে না : ফয়জুল করীম

১৩

কোরআন পাঠে শ্রেষ্ঠদের হাতে ওমরাহসহ ১৫ লাখ টাকার পুরস্কার দিল আস-সুন্নাহ

১৪

দুবার গাজা ধ্বংস হতে দেখা বৃদ্ধ আয়িসের করুণ গল্প

১৫

ইউরোপ যেতে সাঁতরে সাগর পাড়ি দিলেন মা ও ১০ বছরের সন্তান

১৬

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

১৭

বিভাজনের রাজনীতি করে দেশকে ভালোবাসা যায় না : ছাত্রশিবির সেক্রেটারি

১৮

যে কোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যের সামনে ভেসে যাবে : ডা. জাহিদ

১৯

দেশে একাধিক অগ্নিকাণ্ড, সচিবালয়ে জরুরি বৈঠক

২০
X