জুনায়েদ শিশির
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৫ এএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

ফাঁপানো হিসাব দেখিয়ে পুঁজিবাজারে আসার চেষ্টায় এগ্রো অর্গানিকা

উৎপাদনও বন্ধ
ফাঁপানো হিসাব দেখিয়ে পুঁজিবাজারে আসার চেষ্টায় এগ্রো অর্গানিকা

সম্পদের মূল্য ও পরিশোধিত মূলধন ফুলিয়ে-ফাঁপিয়ে দেশের শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করছে এগ্রো অর্গানিকা পিএলসি নামে একটি কোম্পানি। এরই মধ্যে এসএমই কোম্পানি হিসেবে ৫ কোটি টাকা উত্তোলনের অনুমতি পেয়েছে তারা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দেওয়া আর্থিক প্রতিবেদনের বেশিরভাগ হিসাবের সঙ্গেই বাস্তবতার মিল নেই। এমনকি শেরপুরের বিসিকে কোম্পানির কারখানায় উৎপাদনও বন্ধ রয়েছে বলে সরেজমিন দেখা গেছে।

জানা গেছে, এগ্রো অর্গানিকার মূল ব্যবসা চাল প্যাকেটজাত, জাফরান, ইসপগুল, মসলা, ঘি, জেলি এবং মৌসুমি ফলের আচার উৎপাদন ও বাজারজাতকরণ। কোম্পানিটির ‘খুশবু’ ব্র্যান্ডের পণ্যের মান নিয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) অভিযোগ জমা হয়। শুনানির পর সত্যতা পাওয়ায় পণ্যের সনদ স্থগিত করে বিএসটিআই।

এসএমই প্রতিষ্ঠান হিসেবে কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য গত ৩১ মে এগ্রো অর্গানিকার প্রস্তাব অনুমোদন করে বিএসইসি। কোম্পানিটি ১০ লাখ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করবে। শেয়ারবাজার থেকে টাকা নিয়ে কোম্পানির কারখানার ভবন সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয়, কার্যকরী মূলধন ও ইস্যু ব্যবস্থাপনায় ব্যয় করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য এই কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

তবে বিএসইসির অনুমোদনের পর প্রায় সাড়ে তিন মাস পার হলেও কিউআইও প্রক্রিয়া শেষ করতে পারেনি কোম্পানিটি। বিএসইসি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সরবরাহ করা তথ্য যাচাই-বাছাই চলছে। অন্যদিকে কোম্পানির কর্মকর্তাদের দাবি, দাপ্তরিক জটিলতার কারণে শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় সময় লাগছে।

জানা গেছে, শেরপুর বিসিকে এ১৪, এ১৫ এবং এস২১ প্লটে এগ্রো অর্গানিকার কারখানা। তিনটি প্লটে মোট জমির পরিমাণ ৩৩ দশমিক ২৮ শতাংশ। ২০১১ সালের ৫ অক্টোবর ৯৯ বছরের জন্য সুদসহ ৫ লাখ ৩০ হাজার ৮৪৫ টাকার বিনিময়ে বিসিকের কাছ থেকে লিজ নিয়েছে তারা। লিজের জন্য নির্ধারিত ওই টাকা পরিশোধ করা হলেও সার্ভিস চার্জ বকেয়া রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শেরপুর বিসিকে বর্তমানে প্রতি শতাংশ জমির চুক্তি মূল্য ২ লাখ টাকা। সেই হিসাবে এগ্রো অর্গানিকার জমির মোট মূল্য ৬৬ লাখ ৫৬ হাজার টাকা। কিন্তু কোম্পানির আর্থিক প্রতিবেদনে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত ওই জমির মূল্য দেখানো হয়েছে ১৪ কোটি ৬২ লাখ ৩০ হাজার ৩২৯ টাকা।

আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই বিসিকের ৩৩ দশমিক ২২ শতাংশ জমি এবং কারখানার যন্ত্রপাতি এনআরবি ব্যাংকে বন্ধক রেখে ৪৬ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়েছে এগ্রো অর্গানিকা। একই ব্যাংকে কোম্পানির স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ ৮ কোটি ১৪ লাখ ৩৭ হাজার টাকা। শিল্পনগরীর কোনো জমি বন্ধক রেখে ঋণ নিতে হলে বিসিকের অনাপত্তিপত্র (এনওসি) নিতে হয়। তবে এগ্রো অর্গানিকা কোনো এনওসি নেয়নি বলে জানিয়েছেন বিসিক কর্মকর্তারা।

অন্যদিকে কোম্পানির আর্থিক প্রতিবেদনে কারখানা ভবন ও অন্যান্য অবকাঠানো নির্মাণে ব্যয় দেখানো হয়েছে ১১ কোটি ৫২ লাখ ১২ হাজার ১৯৫ টাকা। গত মঙ্গলবার দুপুরে সরেজমিন শেরপুর বিসিকে দেখা গেছে, এগ্রো অর্গানিকার কারখানাটি মূলত সাইডওয়ালের ওপর উঁচু করে টিন দিয়ে নির্মিত। কারখানার বাইরে কোম্পানির নাম রয়েছে। তবে তালাবদ্ধ।

বিসিকের কর্মকর্তা এবং স্থানীয়রা জানান, কোম্পানিটির এই কারখানায় আপাতত কোনো উৎপাদন কার্যক্রম নেই। অনেকদিন ধরে কোনো শ্রমিক বা কর্মচারীও নেই। বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে। ভেতরে যন্ত্রপাতি ও মালপত্র ঠিক আছে কি না, সে সম্পর্কে তাদের ধারণা নেই।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কারখানা ও করপোরেট কার্যালয়ের যন্ত্রপাতি ও অন্যান্য মালপত্রের মূল্য ২০ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে ১৪ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৬১৫ টাকার প্লান্ট ও যন্ত্রপাতি, ১ কোটি ৬৬ লাখ ১৬ হাজার ৫০৩ টাকার জেনারেটর, ৬১ লাখ ৯৭ হাজার ৩৩৩ টাকার আসবাব, ৮৪ লাখ ২ হাজার ৬৮৮ টাকার কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রপাতি, ৬১ লাখ ৩৫ হাজার ৭৯৩ টাকার অগ্নিনির্বাপক ব্যবস্থা, ৭৪ লাখ ২ হাজার ৯৮৬ টাকার অফিস সরঞ্জাম এবং ১ কোট ৫৮ লাখ ৪৯ হাজার ৫২০ টাকার মোটরযান রয়েছে। তবে ভবন তালাবদ্ধ থাকায় কারখানার ভেতরে যন্ত্রপাতি ও মালপত্রের বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়নি।

তবে কোম্পানির সব ইউনিট বর্তমানে চালু আছে বলে দাবি করেছেন এগ্রো অর্গানিকা পিএলসির পরিচালক মাহাবুবুল করিম। আর্থিক প্রতিবেদন ও কারখানার উৎপাদন কার্যক্রম সম্পর্কে তিনি কালবেলাকে বলেন, ‘খুশবু ব্র্যান্ডের মাধ্যমে বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। বিসিকের জমির মূল্য ও যন্ত্রপাতির মূল্য সঠিকভাবে নির্ণয় করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংক যথাযথভাবে যাচাই শেষে সম্পদ মূল্যের ভিত্তিতে ঋণ দেওয়া হয়েছে। সম্পদের কোনো অতি মূল্যায়ন করা হয়নি।’

কোম্পানির ইস্যু ব্যবস্থাপক শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে ব্যস্ততার কারণে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবার নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল

পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে চঞ্চল-পরী

চিলিতে জরুরি অবস্থা / ভয়াবহ দাবানলে নিহত ১৮, বাস্তুচ্যুত ২০ হাজার মানুষ

জানুয়ারির ১৭ দিনে কোনো রেমিট্যান্স আসেনি যে ৮ ব্যাংকে 

এলপিজি নিয়ে সুখবর দিল সরকার

পরিত্যক্ত ভবনে ৬ মরদেহ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সিরিয়াল কিলার

সিরিয়া সরকার ও এসডিএফের যুদ্ধবিরতি চুক্তি

পাকিস্তান পয়েন্টে চা খেয়ে ফেরা হলো না ২ ভাইয়ের 

দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : নুরুদ্দিন অপু

জেআইসিতে গুম-নির্যাতন / শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১০

উচ্চ রক্তচাপে লবণ একেবারে বাদ? শরীরে হতে পারে যে সমস্যাগুলো

১১

বিচ্ছেদের পর সুখবর দিলেন তাহসান খান

১২

বড় ব্যবধানে এগিয়ে থাকার সুযোগ হারাল আর্সেনাল

১৩

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৪

সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

পরিত্যক্ত ভবনে রহস্যজনক মৃত্যু, ঝলসানো ২ মরদেহ উদ্ধার

১৬

সাইকেল চালানো শিখিয়েই আয় করলেন ৪৭ লাখ টাকা

১৭

চোখ ভালো আছে তো? যেসব লক্ষণে সতর্ক হবেন

১৮

‘নাটকীয়’ ফাইনালে মরক্কোর স্বপ্ন ভেঙে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল

১৯

ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করল ইউরোপের ৮ দেশ

২০
X