কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৯:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভে ঢাকা শান্ত, বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ

হাসিনার মামলার রায়
নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভে ঢাকা শান্ত, বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ

নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচিতে রাজধানীতে বড় ধরনের উত্তাপ সৃষ্টি না হলেও দেশের বিভিন্ন জেলার পরিস্থিতি ছিল ভিন্ন। শুক্রবার সরকারি ছুটির দিন সকাল থেকেই ঢাকার সড়ক ছিল ফাঁকা ও স্বাভাবিক; আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও ছিল কঠোর। তবে কয়েকটি জেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন।

এর মধ্যে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় ভোররাতে দাঁড়িয়ে থাকা একটি পিকআপভ্যানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জিরাব মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু সায়েম মাসুম জানান, তারা খবর পেয়েই ঘটনাস্থলে যান এবং একটি ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে পিকআপভ্যানের ইঞ্জিনসহ সামনের পুরো অংশ পুড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আখাউড়া-কসবা সড়কের মোগড়া ব্রিজের ওপর আখাউড়া ছাত্রলীগের নেতাকর্মীরা টায়ারে আগুন দিয়ে এই বিক্ষোভ করেন। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান দেন। পাশাপাশি তারা সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের মুক্তি দাবি করেন। এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ওসি মো. ছমি উদ্দিন বলেন, এ রকম কোনো ঘটনার সংবাদ তারা পাননি।

বরগুনার আমতলী উপজেলার ফেরিঘাট রোডে সড়কের পাশে পার্কিংয়ে থাকা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আমতলীর বাঁধঘাট চৌরাস্তা এলাকায় স্বর্ণা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দ্রুত খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোরগঞ্জের নিকলীতে নদীর ঘাটে বেঁধে রাখা একটি ট্রলারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে যাত্রীবাহী নৌকাটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে, রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগ।

গ্রেপ্তাররা হলেন তৃণমূল জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম (৫০), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সদস্য রুহুল আমিন (৩৬), বাগেরহাট জেলার মোংলা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. জাহিদুল ইসলাম (২৮), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক মোছা. সাথী আক্তার (২৮) এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কালিন্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. কামাল হোসেন (৪৮)। পুলিশ জানিয়েছে, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণা করার দিন ধার্য হলে আওয়ামী লীগ লকডাউনের ডাক দেয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ঢাকা ও আশপাশের এলাকায় যানবাহনে অগ্নিসংযাগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা দেয়, আগামী সোমবার রায় ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়েস্টিন, শেরাটন ও হানসার ৩১ ডিসেম্বরের সব অনুষ্ঠান বাতিল

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক : ডা. তাহের

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা

যে পথে সংসদ ভবনে যাবে খালেদা জিয়ার লাশবাহী কনভয়

খালেদা জিয়া ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন : সমমনা জোট

বুধবার সাধারণ ছুটি যারা পাবেন না

খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালে কোরআন খতম ও দোয়া

বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজারসহ গ্রেপ্তার ২০

যশোরে মনোনয়ন জমা দিতে পারেননি পাঁচ দলের ৬ প্রার্থী

১০

বিএনপি থেকে বহিষ্কৃত হাসান মামুনের ‘একের পর এক’ ফেসবুক পোস্ট

১১

খালেদা জিয়ার হাতে লাগানো নিমগাছটি এখন কেবলই স্মৃতি

১২

বিএনপি নেতা মামুনুর রশিদ বহিষ্কার

১৩

শিশু সাজিদের মৃত্যু / রাজশাহীতে আরও ৩৯টি খোলা বোরহোল শনাক্ত

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে খতমে নবুওয়তের শোক

১৫

খালেদা জিয়ার মৃত্যুতে আমিন মোহাম্মদ গ্রুপের শোক

১৬

থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজারে ৭ দফা বিধি-নিষেধ

১৭

গুলিবিদ্ধ জুলাই যোদ্ধার মৃত্যু

১৮

খালেদা জিয়াকে নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, ক্ষোভের মুখে দুঃখ প্রকাশ

১৯

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন কাশিমপুর কারা কর্তৃপক্ষের

২০
X