জুনায়েদ শিশির
১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৯ এএম
প্রিন্ট সংস্করণ
banoful
বাজার পরিস্থিতি

নির্ধারিত দামে মিলছে না আলু পেঁয়াজ ডিম

পুরোনো ছবি

চার দিন হয়ে গেল ডিম, আলু ও পেঁয়াজের দাম বেঁধে দিয়েছে সরকার; কিন্তু এখন পর্যন্ত দেশের কোথাও ১২ টাকায় ডিম, ৩৫ টাকায় আলু ও ৬৫ টাকা কেজিতে পেঁয়াজ মিলছে না। ফলে প্রথমবারের মতো তিনটি কৃষিপণ্যের দাম নির্ধারণের ঘোষণাকে নাটক হিসেবে দেখছেন অনেকে। গতকাল রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ৫০ টাকা কেজি, কোথাও কোথাও ৫ টাকা কমে দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয় ৮৫ টাকায়। প্রতি পিস ডিম বিক্রি হয়েছে সাড়ে ১২ থেকে ১৩ টাকায়। এর আগে সরকারের পক্ষ থেকে কয়েক দফা চিনির দাম নির্ধারণ করা হলেও তা এখনো কার্যকর হয়নি।

   

যদিও সম্প্রতি বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমছে। আর দেশের বাজারে উল্টো বাড়ছে। গত ১২ বছরে খাদ্য মূল্যস্ফীতি সর্বোচ্চ ১২.৫৪ শতাংশে রয়েছে। অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতির বিষয়টি গুরুত্ব দিয়ে পণ্যের সরবরাহ ব্যবস্থায় কঠোর নজরদারি জরুরি হয়ে পড়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন, যেসব পণ্য দেশে পর্যাপ্ত উৎপাদন হচ্ছে, সেখানে দাম বৃদ্ধি পাওয়া একেবারেই অযৌক্তিক। লোভস্ফীতির কারণে ব্যবসায়ী চক্র মানুষের পকেট লুট করছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

nagad

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) গবেষণা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা কালবেলাকে বলেন, মুক্তবাজার অর্থনীতিতে দাম বেঁধে দিয়ে পণ্যের মূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয়; কিন্তু পরিবেশ-পরিস্থিতির কারণে সরকার করেছে। এর বাস্তবায়নে সরকারের উচিত কঠোর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা। সরবরাহের কোন কোন জায়গায় সমস্যা রয়েছে, কারা সমস্যা তৈরি করছে; তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, যাতে পরবর্তী সময়ে একই ঘটনা অন্যরা করতে সাহস না পায়।

এ ছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা আরও বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে এ কার্যক্রমে পণ্যের সংখ্যা বাড়ানো প্রয়োজন, যাতে সাধারণ মানুষ কমদামে বেশি পণ্য পেতে পারে। বাজার পরিস্থিতিতে মূল্যস্ফীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) তথ্যমতে, বাণিজ্যিকভাবে প্রতিদিন সাড়ে ৪ থেকে ৫ কোটি ডিম উৎপাদন হয়। এর মধ্যে চলতি বছর মে-জুন মাসে পরিমাণ ছিল ৪ কোটি। আগস্টে বৈরী আবহাওয়ায় ডিমের উৎপাদন কমে ৩ কোটি ৯০ লাখে এসেছে, যেজন্য বাজারে ডিমের ঘাটতি দেখা দিয়েছে। ফলে দাম বেড়েছে।

ভোক্তা অধিদপ্তর থেকে বলা হচ্ছে, দৈনিক ৪ কোটি ডিমের চাহিদা বিবেচনায় বর্তমান বাজারে প্রতি ডিমে ২ থেকে ৩ টাকা বেশি দামে বিক্রি করে প্রতিদিন ৮ থেকে ১২ কোটি টাকা বাড়তি মুনাফা করা হচ্ছে, যা খামারি, পাইকারি ব্যবসায়ী থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যন্ত সবার পকেটে ঢুকেছে। অন্যদিকে সরকারি হিসাবে চলতি বছর আলুর চাহিদা ৯০ লাখ টন। আলুর উৎপাদন হয়েছে প্রায় ১১২ টন। ৩৬৫টি হিমাগারে ২৯ লাখ ৪৮ হাজার টন ধারণক্ষমতার মধ্যে ৮৩ শতাংশ অর্থাৎ ২৪ লাখ ৩২ টন সংরক্ষণ হয়েছে।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ২০২৩ সালে ২৩ লাখ ১২ হাজার টন আলু বিভিন্ন হিমাগারে সংরক্ষণ করা হয়। ২০২২ সালে ছিল ২৪ লাখ ১৯ হাজার ৭৬০ টন। অর্থাৎ ২০২৩ সালে ১ লাখ ৭ হাজার ২৩৪ টন আলু কম সংরক্ষণ হয়েছে। একই সঙ্গে সরকারের ২০২২ সালের তথ্যের তুলনায় ২০২৩ সালে ২ লাখ ১৬ হাজার ৫১৩ টন আলু কম সংরক্ষণ হয়েছে। দেশে এখনো ১১ থেকে ১২ লাখ টন আলুর মজুত রয়েছে, যা দিয়ে আগামী ডিসেম্বর পর্যন্ত সংকট হবে না।

জানা গেছে, প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পড়েছে সাড়ে ১০ টাকা, কৃষক আলু বিক্রি করেছেন ১৪ থেকে ১৫ টাকায়। আর প্রতি কেজিতে ৫ টাকা সংরক্ষণ খরচসহ দাম দাঁড়ায় ১৮ থেকে ২০ টাকা। বছরের শুরুর দিকে ২৫ টাকায় আলু বিক্রি হলেও গত মে মাস থেকে বাড়তে থাকে। পর্যায়ক্রমে হিমাগারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ৩৬ থেকে ৩৮ টাকা, পাইকারি বাজারে ৪৪ টাকায় এবং খুচরায় বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এই সময়ে বিভিন্ন পর্যায় হয়ে ভোক্তাকে প্রতি কেজি আলুর জন্য ১০ থেকে ২০ টাকা বেশি খরচ করতে হচ্ছে। খাত-সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করে সব খরচ মিলে খুচরা পর্যায়ে আলুর কেজি ৩৫ থেকে ৩৬ টাকা নির্ধারণ করে সরকার, যা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম কালবেলাকে বলেন, সরবরাহ ব্যবস্থা ঠিক করতে না পারলে সমাধান হবে না। ব্যবসায়ীদের প্রতি আহ্বান, দুই মাস পরেই আলুর নতুন মৌসুম শুরু হবে। তাই যাদের কাছে আলু রয়েছে, তারা যাতে বাজারে সঠিকভাবে সরবরাহ করে। আলুর তো কোনো ঘাটতি নেই, আমদানির প্রয়োজন নেই। এখানে ডলারের প্রভাব নেই। নিজের ঘরে আছে, কিন্তু পাওয়া যাচ্ছে না। ডিমের বিষয়ে উৎপাদন সমস্যা থাকলেও দাম এত বেশি হওয়া যৌক্তিক নয়। এজন্য আমরা নিয়ন্ত্রক সংস্থাগুলোকে সবসময় সহায়তা করেছি। তারা বাজার পর্যবেক্ষণ বা নজরদারি বাড়ালে আমরা সঙ্গে আছি।

দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ২৫ থেকে ২৬ লাখ টন। সরকারি হিসাবে উৎপাদন হয়েছে ৩৩ লাখ ৯৮ হাজার টন। সংরক্ষণের অভাবে নষ্ট হওয়ার অজুহাতে পেঁয়াজের দাম বাড়তে থাকলে জুলাই মাসে আমদানির অনুমতি দেয় সরকার। জুলাই থেকে আগস্ট পর্যন্ত ২ লাখ ৮২ হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে। উৎপাদন ও আমদানি পর্যাপ্ত হওয়ার পরও বাজারে পেঁয়াজের দাম কমছে না।

বাজার পরিস্থিতির বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি শামসুল আলম কালবেলাকে বলেন, আমাদের বাজার ব্যবস্থা প্রতিযোগিতামূলক নয়। নির্দিষ্ট গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রণ চলে গেছে। সরকার চাইলেই তাদের লাইসেন্স বাতিল করতে পারবে না। কারণ বাজারে প্রতিযোগী নেই। এজন্য তদারকি গোড়ায় না করে খুচরা পর্যায়ে করা হচ্ছে। প্রতিযোগিতার বাজার থাকলে এমনটি হতো না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ সেপ্টেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ঈদ-এ-মিলাদুন্নবী (স.) / ঢাকায় আসছেন আল্লামা তাহের শাহ

মানবাধিকার রক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রী

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

২৩ সেপ্টেম্বর : নামাজের সময়সূচি

জাতীয় নির্বাচনের আগে আর কোনো নিষেধাজ্ঞা আসবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পশ্চিমা গোষ্ঠীকে দাওয়াত দিয়ে না আনলে নাকি নির্বাচন হবে না : নওফেল

ফ্রাঙ্কফুর্ট বইমেলার ৭৫তম আসরে সংস্কৃতি মন্ত্রণালয়ের নেতৃত্বে যোগ দেবে বাংলাদেশ 

‘আওয়ামী লীগ সহনশীল ও দানশীল দল’

বাংলাদেশকে পুরো ঋণ পরিশোধ করল শ্রীলঙ্কা

১০

শ্রীমঙ্গলে ৩ হাজার ২৫ কেজি অবৈধ চা জব্দ, ২ লক্ষ টাকা জরিমানা

১১

আশা করি ভিসা নিষেধাজ্ঞার ফলে কেউ নির্বাচনে বাধা দেবে না : পররাষ্ট্রমন্ত্রী

১২

যুদ্ধ-সংঘাত ও নিষেধাজ্ঞার পথ পরিহার করুন : জাতিসংঘে প্রধানমন্ত্রী

১৩

জনগণের কাছে নতি স্বীকারে লজ্জা নেই : মঈন খান

১৪

খালেদা জিয়ার মুক্তি দাবিতে জাতিসংঘ সদর দফতরের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

১৫

আ.লীগের কারণে দেশ মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় পড়লো : শামা ওবায়েদ

১৬

রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৬ সেপ্টেম্বর

১৭

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই : রুমি

১৮

এবার ভিসানীতির প্রয়োগ নিয়ে মুখ খুললেন ডোনাল্ড লু

১৯

‘রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর অংশীদারিত্বকে স্বীকৃতি দেয়া হচ্ছে না’

২০