শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২২ জুন ২০২৩, ০৩:২৯ পিএম
প্রিন্ট সংস্করণ

ইতিবাচক ফলের খোঁজে বাংলাদেশ

ইতিবাচক ফলের খোঁজে বাংলাদেশ

শক্তি-সামর্থ্য কিংবা ফিফা র‌্যাঙ্কিং— সব মানদণ্ডেই এগিয়ে লেবানন। আসরে নিজেদের প্রথম ম্যাচেই গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষের সামনে বাংলাদেশ। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে বাংলাদেশ-লেবানন ম্যাচ, সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে।

আট জাতির সাফ চ্যাম্পিয়নশিপে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেরা দল পশ্চিম এশিয়ার দেশটি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে আরব দেশগুলোর তফাত বোঝা গেছে গতকাল উদ্বোধনী ম্যাচে। নেপালের বিপক্ষে ৩-১ গোলের আয়েশি জয় পেয়েছে লেবাননের মতো অতিথি দল হিসেবে সাফ খেলা কুয়েত। গতকাল শুরু হওয়ার এ আসরের টাইটেল স্পন্সর হয়েছে বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড।

ম্যাচের আগে বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া প্রতিপক্ষ দলকে এগিয়ে রাখছেন। দুজনই অবশ্য ইতিবাচক ফলের প্রত্যাশার কথা জানিয়েছেন। প্রধান কোচ ক্যাবরেরার কথায়, ‘আমরা সম্ভাব্য সবকিছু করছি। আমি নিশ্চয়তা দিতে পারি যে, দলটা সামর্থ্যের সবটুকু মাঠে ঢেলে দেবে। ফলাফল আমাদের হাতে নেই। লেবানন শক্তিশালী দল। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত।’

কম্বোডিয়ার বিপক্ষে সর্বশেষ ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ রক্ষণে তপু বর্মণকে দেখা যায়নি। এ ম্যাচে দেখা যেতে পারে বসুন্ধরা কিংসের সেন্টারব্যাককে। কম্বোডিয়া ম্যাচের একাদশে থাকা সুমন রেজার পরিবর্তে আজ রাকিব হোসেনকে দেখা যেতে পারে। সে ম্যাচে লাল কার্ড দেখা তারিক কাজীর খেলার বিষয়ে এখনো এএফসি থেকে কোনো নির্দেশনা পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত তারিক কাজী খেলতে পারলে তপু বর্মণের সঙ্গে এ ফুটবলারকে রক্ষণে দেখা যাবে।

লেবানন ৯ দিনের ব্যবধানে চার ম্যাচ খেলেছে। ব্যস্ত সূচির কারণে দেশটির ফুটবলাররা ক্লান্ত। এ কারণে দলটি লম্বা পাসে খেলার কৌশল নিতে পারে। বিষয়টি মাথায় রেখে গতকাল শেষমুহূর্তের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। যেখানে সেটপিসের বিপরীতে ডিফেন্ডারদের সতর্ক রাখা হয়েছিল। শেষ চার ম্যাচে লেবাননের একমাত্র জয় ভানুয়াতুর বিপক্ষে। মঙ্গোলিয়া ও ভারতের সঙ্গে বাকি দুই ম্যাচ ড্র করেছে দেশটি। ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে পশ্চিম এশিয়ার দেশটি। সম্প্রতি খেলা ম্যাচগুলোর আলোকে লেবাননের বিরুদ্ধে পরিকল্পনা সাজাচ্ছেন বাংলাদেশ কোচ। সে পরিকল্পনার কারণেই আত্মবিশ্বাস নিয়ে এ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। লাল-সবুজদের আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটল জামাল ভূঁইয়ার কণ্ঠে।

‘আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। এটা আমাদের ফাইনাল পরীক্ষার মতো। আমরা এ পরীক্ষায় পাস করতে চাই, ম্যাচটা জিততে চাই। এক পয়েন্ট নিতে পারলেও খুশি থাকব। লেবানন অনেক শক্তিশালী দল। সন্দেহ নেই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে’—বলছিলেন বাংলাদেশ অধিনায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি

রাকসুতে জুলাই-৩৬ হলের ফল ঘোষণা

রাকসু নির্বাচন / রহমতুন্নেসা হলের ফল ঘোষণা

জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক : খালেদা জিয়া

সম্মতি ছাড়াই ঢাবির দুই অধ্যাপককে কমিটিতে রাখল ইউটিএল

ঢাকায় ১০ কোটি টাকার বাজেটে নারী কাবাডি বিশ্বকাপ

রাকসু নির্বাচন / খালেদা জিয়া হলের ফল ঘোষণা

রাকসুতে ৩ হলের ফল ঘোষণা, এগিয়ে যারা

সেমিফাইনালে থামলেন জারিফ

বরিশালে কালবেলার বর্ষপূর্তি উদযাপন / ‘আগামী দিনেও জনগণের কথা বলবে কালবেলা’

১০

রাকসুতে রোকেয়া হলের ফল ঘোষণা

১১

পুরো ভবনটিই জ্বলছে, থেমে থেমে বিস্ফোরণ

১২

রাকসুর এক হলের ফল ঘোষণা, ভিপি-এজিএসে এগিয়ে শিবির

১৩

তিন পেরিয়ে চারে কালবেলা / সত্য-সুন্দর-সাহসের অভিযাত্রায় নতুন স্বপ্ন

১৪

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

১৫

কুষ্টিয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৬

চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তারা / পরিশুদ্ধ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে কালবেলা

১৭

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন দাবিতে পদযাত্রা ও গণসমাবেশ

১৮

সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধীজনদের মিলনমেলা / ‘কম সময়ে কালবেলা প্রত্যাশার চেয়ে বেশি অবদান রাখছে’

১৯

বিএনপিতে যোগ দিলেন চার শতাধিক সনাতনী ধর্মাবলম্বী

২০
X