কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০১:৫২ পিএম
প্রিন্ট সংস্করণ

আগারগাঁও থেকে মতিঝিল মেট্রো অক্টোবরে উদ্বোধন

আগারগাঁও-মতিঝিল অংশে শুক্রবার মেট্রোরেল পরীক্ষামূলক চলাচল করে। দৈনিক বাংলা মোড় থেকে তোলা। কালবেলা
আগারগাঁও-মতিঝিল অংশে শুক্রবার মেট্রোরেল পরীক্ষামূলক চলাচল করে। দৈনিক বাংলা মোড় থেকে তোলা। কালবেলা

১৫ অক্টোবর পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই টেস্ট শুক্রবার দিন এবং অন্যদিন রাতে চলবে। আশা করছি, অক্টোবরের শেষ প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অংশে (আগারগাঁও-মতিঝিল) মেট্রোরেল চলাচলের উদ্বোধন ঘোষণা করবেন। গতকাল শুক্রবার আগারগাঁও স্টেশনের প্ল্যাটফর্মে আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের আগে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিফিং শেষে সবুজ পতাকা স্বাক্ষর করে ট্রেনের একটি কামরা পরিদর্শন করেন মন্ত্রী। পতাকা ওড়ানোর পর ০৭০৭ নম্বর ট্রেনটি ৪টা ৩৪ মিনিটে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়। পরীক্ষামূলক ট্রেনের প্রথম চালক ছিলেন ফিলিপাইনের ‘ইরাফিল’। তাকে সহযোগিতা করেছেন আরও চারজন।

শেখ হাসিনা সরকারের একটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প মেট্রোরেল এ কথা উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, এটির আরেকটি মাইলফলক আমরা উদ্বোধন করতে যাচ্ছি, সেটি হচ্ছে আগারগাঁও-মতিঝিল রুটে ইন্ট্রিগ্রেশন টেস্ট। এর মধ্য দিয়ে আধুনিক গণপরিবহনের যাত্রা জাতির সামনে নতুন হয়ে এসেছে। মেট্রোরেলে এটিই আমাদের প্রথম কাজ। এরপরে আরও পাঁচটি লাইন আছে। ২০৩০ সালের মধ্যে মেট্রোরেলের ছয়টি লাইনের কাজ আমরা সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারব।

কাদের বলেন, শুধু রাজনীতি করলেই এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা যায় না। ভিশন থাকতে হয়। ভিশন আছে বলেই শেখ হাসিনার সরকার মেগা প্রকল্প একে একে উদ্বোধন করছে। আমরা মুখে বলি না, বাস্তবে কাজ করে দেখাচ্ছি।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উত্তরা-আগারগাঁও অংশে চলাচল শুরু করে। দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল অংশে যাত্রী পরিবহনের লক্ষ্য নেওয়া হয়েছে অক্টোবরে। অন্যদিকে, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত তৃতীয় অংশ ২০২৫ সালে চালুর লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে।

এমআরটি-৬ প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, গড় অগ্রগতি ৯৫ দশমিক ৩৯ ভাগ। উত্তরা উত্তর-আগারগাঁও অংশের অগ্রগতি শতভাগ। আগারগাঁও-মতিঝিল অংশের কাজ হয়েছে ৯৫ দশমিক ২০ ভাগ। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ও ডিপো ইকুইপমেন্ট কাজের অগ্রগতি ৯০ দশমিক ২৪ ভাগ। মতিঝিল থেকে কমলাপুর অংশের অগ্রগতি সাড়ে ৭ ভাগ।

আগারগাঁও থেকে উত্তরা রুটে প্রতিদিন মেট্রোরেলে ৭০ হাজার যাত্রী পরিবহনের কথা জানিয়ে সড়ক মন্ত্রী বলেন, যাত্রীসংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। দৈনিক গড়ে আয় হচ্ছে ২৬ লাখ টাকা। শুরুতে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন চালু হবে। পর্যায়ক্রমে অন্যান্য স্টেশন চালু হবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সড়ক সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক, সচিব মোহাম্মদ আবদুর রউফ, প্রকল্প পরিচালক আফতাবউদ্দিন তালুকদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় আজ তাপমাত্রা কত

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

নদীর ২০ কিলোমিটারজুড়ে ৬ শতাধিক অবৈধ ফাঁদ

তারেক রহমানের জন্মদিনে ভিক্টোরিয়া পার্কে ছাত্রদলের ‘সাপ্তাহিক স্কুল’

তারেক রহমানের জন্মদিনে সলিমুল্লাহ এতিমখানায় বিশেষ দোয়া

সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক : তারেক রহমান

স্কুলে ভর্তির আবেদন শুরু আজ, কীভাবে করা যাবে জানাল মাউশি

মালয়েশিয়ায় ব্যাপক অভিযান, ১৭৪ বাংলাদেশি আটক

ঢাকায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৯ ডিগ্রিতে

শিখা অনির্বাণে তিন বাহিনী প্রধানদের শ্রদ্ধাঞ্জলি

১০

যুদ্ধ থামাতে মার্কিন পরিকল্পনায় কাজ করতে প্রস্তুত জেলেনস্কি

১১

অবহেলায় ব্যবহার অনুপযোগী ২৭২ টন সার

১২

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

১৩

বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন বিএনপি নেতা

১৪

নীলফামারীতে অবাধে অতিথি পাখি নিধন

১৫

রাজধানীতে আজ কোথায় কী

১৬

ওয়াশিংটনে ট্রাম্পের সেনা মোতায়েন স্থগিতের নির্দেশ আদালতের

১৭

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮

২১ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৯

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X