সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
জাফর ইকবাল
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৩:৪৬ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৭:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

চাকরিচ্যুত হয়েও অফিস করছেন বুয়েট কর্মকর্তা

চাকরিচ্যুত হয়েও অফিস করছেন বুয়েট কর্মকর্তা

আর্থিক অনিয়মসহ দুর্নীতির নানা অভিযোগে শাস্তির মুখোমুখি হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুজন উপ-বিভাগীয় প্রকৌশলী। একজনকে চাকরিচ্যুত এবং অন্যজনের পাঁচ বছরের জন্য পদোন্নতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। বিষয়টি জানিয়ে দুই কর্মকর্তাকেই চিঠি দিয়েছে বুয়েট প্রশাসন। চাকরিচ্যুতর নোটিশের পরও একজন কর্মকর্তা নিয়মিত অফিস করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুয়েটের দুটি হলের ইলেকট্রিক মেইনটেন্যান্স কাজে অনিয়ম ও অস্বচ্ছতা, বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী অবস্থান গ্রহণ, ঠিকাদার প্রতিষ্ঠানের ত্রুটি আড়াল করার চেষ্টা, শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ফেলে দেওয়াসহ একাধিক অভিযোগ উঠে প্রধান প্রকৌশলীর কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী (বিদ্যুৎ) মুহাম্মদ আল-আমিনের বিরুদ্ধে। তদন্তে এসব অভিযোগের সত্যতা মেলায় তাকে বুয়েটের আর্থিক ক্ষতির ৭০ শতাংশ জরিমানা ও চাকরিচ্যুতের সিদ্ধান্ত নেয় প্রশাসন। গত বছরের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ৫৪০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে চলতি বছরের ২৩ জানুয়ারি আল-আমিনকে একটি চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই দিন স্বাক্ষরিত আরও একটি নোটিশে প্রধান প্রকৌশলীর কার্যালয়ের আরেক উপ-বিভাগীয় প্রকৌশলী কাম এস্টিমেটর মো. হামিদুল ইসলামকে বুয়েটের আর্থিক ক্ষতির ২০ শতাংশ জরিমানাসহ পাঁচ বছরের জন্য পদোন্নতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই চিঠিতে চাকরিচ্যুত আল-আমিনকে সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাবসহ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। নির্ধারিত সময়ে চিঠির জবাব না দিলে এবং জবাব সন্তোষজনক না হলে স্বয়ংক্রিয়ভাবে তার চাকরিচ্যুতর সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানানো হয়। গত ৩০ জানুয়ারি সাত দিন সময় শেষ হয়েছে। যদিও এই সময়ের মধ্যে একটি লিখিত জবাব দিয়েছেন আল-আমিন, তবে সেই জবাব সন্তোষজনক হয়েছে কি না, তা এখনো জানায়নি বুয়েট প্রশাসন।

জানতে চাইলে মোহাম্মদ আল-আমিন কালবেলাকে বলেন, ‘আমি নিয়মিত অফিস করছি। আমি এখনো বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা। আমার জবাব লিখিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন তো আমার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেই, তাহলে আপনারা এটা নিয়ে পড়ে আছেন কেন? দেশে তো আরও অনেক কিছু আছে, ওগুলো নিয়ে রিপোর্ট করেন। এটা নিয়ে রিপোর্ট করার কী হলো। একজন শাস্তি পাওয়ার পরও তাকে নিয়ে রিপোর্ট করে তাকে সামাজিকভাবে হেয় করা কি সাংবাদিকতার ইথিকস?’

তদন্তে আপনার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন—এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া আমি কোনো কথা বলতে পারব না।’

আল-আমিনের চাকরিচ্যুতর বিষয়ে জানতে চাইলে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন কালবেলাকে বলেন, ‘কিছু বলা যাবে না। বলা ঠিক হবে না।’ গত ২৩ জানুয়ারির নোটিশে বলা হয়েছিল, সাত দিন পর স্বয়ংক্রিয়ভাবে আল-আমিনের চাকরি চলে যাবে। তিনি চাকরিচ্যুত হয়েছেন কি না, এমন প্রশ্নে রেজিস্ট্রার বলেন, ‘বিষয়টি প্রসেসিংয়ে আছে। আমাদের সিন্ডিকেট সদস্যরা সিদ্ধান্ত নেবেন।’ আল-আমিন যে জবাব দিয়েছেন সেটি সন্তোষজনক কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সেটি বলা যাবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ভাই মির্জা ফখরুলের মতোই কবিতা দিয়ে শুরু করলেন মির্জা ফয়সল

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

১০

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১১

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১২

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

১৩

ঢাকায় আসছেন জাকির নায়েক

১৪

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১৫

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১৬

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৭

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৮

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

২০
X