লার্স এমিল ব্রুন জন্মেছিলেন ১৮৫২ সালে। পরে তিনি ডেনমার্কে ডেইরি ফার্মের মাধ্যমে ধনপতি হন। সে সময় তিনি ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন থেকে বিভিন্ন ব্যাংকনোট, টোকেন, মেডেল ও মুদ্রা সংগ্রহ করতেন। এর মধ্যে ২০ হাজার পিস মুদ্রাকে শতবছরের জন্য ‘দুঃসময়ের আশ্রয়’ হিসেবে রাখেন। সে সময় তিনি এক উইলে এটি শতবছরের জন্য সিল করেন, যা সম্প্রতি নিলামে উঠছে। ধারণা করা হচ্ছে, এগুলোর দাম উঠতে পারে ৮ লাখ
পাউন্ড স্টার্লিং, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ কোটি।
ঘটনার শত বছর পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক মুদ্রা নিলামকারী প্রতিষ্ঠান স্টেকস বোওয়ার্স আসন্ন শরতে মুদ্রাগুলো নিলামে তুলতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি বলছে, এগুলো বাজারে মুদ্রার সবচেয়ে মূল্যবান সংগ্রহ।
ব্রুনের মৃত্যুর পর এই সংগ্রহ সংরক্ষিত ছিল ডেনমার্কের সাবেক রাজপ্রাসাদ ফ্রেডেরিকসবার্গ ক্যাসেলে। পরে সেটি পাঠানো হয় ন্যাশনাল ব্যাংকে। যদিও এগুলো সংরক্ষণের দায়িত্ব ছিল দেশটির জাতীয় জাদুঘরের। তবে তারা নিতে অস্বীকৃতি জানানোয় এখন নিলামে উঠছে। এর মধ্যে অতি বিরল সাতটি মুদ্রা আগেই বিক্রি হয়ে গেছে।
মুদ্রা গবেষক হেলে হর্সনায়েস বলেন, এই সংগ্রহ একশ বছর ধরে সিল বা একেবারে বদ্ধ করা অবস্থায় ছিল, যা এটিকে কিংবদন্তি করে তোলে। এটি একটি রূপকথার মতো। সূত্র: স্কাইনিউজ