ভারতে মধ্যবিত্তের হেঁশেলে আগুন। টমেটোর দাম যেভাবে আকাশ ছুঁয়েছে তাতে স্বস্তি নেই কারও। কিন্তু এ পরিস্থিতিতেই এক অটোচালকের দেখা মিলল, যিনি তার যাত্রীদের বিনামূল্যে ১ কেজি টমেটো উপহার দিচ্ছেন! তবে শর্ত রয়েছে। সেই শর্ত পূরণ করলেই মিলবে এ উপহার।
ভারতের চণ্ডীগড়ের এ অটোচালকের নাম অরুণ। গত ১২ বছর ধরে ভারতীয় সেনার কাছ থেকে তিনি ভাড়া নেন না। পাশাপাশি অন্তঃসত্ত্বাদের বিনা খরচে পৌঁছে দেন গন্তব্যে। সে অরুণই এবার বিনামূল্যে টমেটো উপহার দেওয়ার ঘোষণা দিলেন।
তবে যাত্রীকে মানতে হবে বিশেষ এক শর্ত। এটি হলো, বিনামূল্যে ১ কেজি টমেটো পেতে হলে অরুণের অটোয় অন্তত ৫ বার চড়তে হবে যাত্রীকে। তবেই মিলবে বিনামূল্যের টমেটো। এখানেই শেষ নয়। অক্টোবরে বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারত যদি জেতে তাহলে টানা পাঁচ দিন সবাইকে বিনা খরচে অটোয় চড়াবেন তিনি!
কেন এমন বিনামূল্যে পরিষেবা দেন অরুণ? তিনি জানান, অটো চালানো আয়ের একমাত্র উৎস হওয়ার পরও মানুষকে এই ধরনের পরিষেবা দিতে পারলে তার হৃদয় ভরে ওঠে। সূত্র: সংবাদ প্রতিদিন
মন্তব্য করুন