মাইমুন আহমাদ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৩:৩১ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

টুপি মুসলমানের সৌন্দর্য

টুপি মুসলমানের সৌন্দর্য

টুপি মুসলমানের ধর্মীয় প্রতীক। মুসলমানকে আলাদা করা যায় মাথার টুপির মাধ্যমে। তবে টুপি নিছক প্রতীক প্রকাশক অনুষঙ্গই নয়, এটা গুরুত্বপূর্ণ সুন্নতও বটে। আল্লাহর রাসুল (সা.) ও সাহাবায়ে কেরাম গুরুত্বের সঙ্গে টুপি পরেছেন। হজরত হাসান বিন মেহরান থেকে বর্ণিত, একজন সাহাবি বলেছেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে তার দস্তরখানে বসে খাবার খেয়েছি এবং তার মাথায় সাদা টুপি দেখেছি (আল ইসাবাহ: ৪/৩৩৯)। আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) বলেছেন, রাসুলুল্লাহ (সা.)-এর একটি পাগড়ি ছিল, যা তিনি আলী (রা.)-কে পরিয়েছিলেন। তিনি পাগড়ি পরতেন এবং পাগড়ির নিচে টুপি পরতেন। তিনি কখনো পাগড়ি ছাড়া টুপি পরতেন। কখনো টুপি ছাড়াও পাগড়ি পরতেন (জাদুল মাআদ: ১/১৩৫)।

রাসুলুল্লাহ (সা.)-এর মতো সাহাবায়ে কেরামও টুপি পরেছেন। হাসান বসরি (রহ.) বলেন, তারা (সাহাবায়ে কেরাম গরমের কারণে) পাগড়ি বা টুপির ওপর সিজদা করতেন (বোখারি)। হাসান বসরি (রহ.) অনেক বড় মনীষী তাবেয়ি ছিলেন, যিনি অনেক সাহাবিকে দেখেছেন এবং তাদের সাহচর্য গ্রহণ করেছেন। সুলাইমান ইবনে আবু আবদুল্লাহ বলেন, আমি প্রথম সারির মুহাজিরদের দেখেছি— তারা কালো, সাদা, লাল, সবুজ, হলুদ ইত্যাদি রঙের সুতির পাগড়ি পরতেন। তারা পাগড়ির কাপড় মাথায় রেখে তার ওপর টুপি রাখতেন। এরপর তার ওপর পাগড়ি ঘুরিয়ে পরতেন (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ১২/৫৪৫)।

ইসলামে পোশাকের সৌন্দর্যের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘তোমরা নামাজের সময় তোমাদের সর্বোৎকৃষ্ট পোশাক পরিধান করো।’ (সুরা আরাফ: ৩১)। আর ইসলামের শিয়ার বা প্রতীক টুপি অবশ্যই সুন্দর পোশাক। হজরত জুহাইর (রহ.) বলেন, আমি প্রখ্যাত তাবেয়ি আবু ইসহাক সাবিয়িকে দেখেছি, তিনি আমাদের নিয়ে নামাজ পড়ছেন। তিনি মাটি থেকে টুপি উঠিয়ে মাথায় পরছেন (তাবাকাতে ইবনে সাদ: ৬/৩১৪)। তাই ফুকাহায়ে কেরাম নামাজে টুপি পরা সুন্নত বলেছেন এবং অবহেলা করে টুপি না পরে নামাজ পড়াকে মাকরুহ বলেছেন, যদিও নামাজ আদায় হয়ে যাবে (রদ্দুল মুহতার: ১/৬৪০)।

প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী গায়ের অন্যান্য পোশাকের সঙ্গে মানানসই টুপি পরিধান করা প্রয়োজন। মসজিদের সামনে ভ্রাম্যমাণ দোকান থেকে টুপি কিনতে দেখা যায় সামর্থ্যবান অনেক মানুষকেও। সামর্থ্যবানদের জন্য তিলাপড়া, ছেঁড়া-ফাটা যেনতেন টুপি পকেটে রাখা, নামাজে দাঁড়ানোর আগে ফুঁ দিয়ে কোনোরকম মাথায় লাগানো নিন্দনীয় ও রুচিহীন ব্যাপার। যে পোশাক পরে কোনো আত্মীয়স্বজনের বাড়িতে যেতে বিবেকে বাধে, মানসম্মানের প্রশ্ন এসে দাঁড়ায়, সে পোশাক পরে নামাজে দাঁড়িয়ে কীভাবে মহান স্রষ্টা আল্লাহর সামনে হাজিরা দেওয়া সম্ভব হবে? তাই আমাদের সামর্থ্য অনুযায়ী উত্তম সুন্দর টুপি ব্যবহার করা উচিত। আল্লাহ সবাইকে বোঝার তওফিক দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে 

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

১০

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১১

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

১২

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

১৩

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

১৪

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১৫

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১৬

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

১৭

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

১৮

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

১৯

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

২০
X