মাইমুন আহমাদ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৩:৩১ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

টুপি মুসলমানের সৌন্দর্য

টুপি মুসলমানের সৌন্দর্য

টুপি মুসলমানের ধর্মীয় প্রতীক। মুসলমানকে আলাদা করা যায় মাথার টুপির মাধ্যমে। তবে টুপি নিছক প্রতীক প্রকাশক অনুষঙ্গই নয়, এটা গুরুত্বপূর্ণ সুন্নতও বটে। আল্লাহর রাসুল (সা.) ও সাহাবায়ে কেরাম গুরুত্বের সঙ্গে টুপি পরেছেন। হজরত হাসান বিন মেহরান থেকে বর্ণিত, একজন সাহাবি বলেছেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে তার দস্তরখানে বসে খাবার খেয়েছি এবং তার মাথায় সাদা টুপি দেখেছি (আল ইসাবাহ: ৪/৩৩৯)। আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) বলেছেন, রাসুলুল্লাহ (সা.)-এর একটি পাগড়ি ছিল, যা তিনি আলী (রা.)-কে পরিয়েছিলেন। তিনি পাগড়ি পরতেন এবং পাগড়ির নিচে টুপি পরতেন। তিনি কখনো পাগড়ি ছাড়া টুপি পরতেন। কখনো টুপি ছাড়াও পাগড়ি পরতেন (জাদুল মাআদ: ১/১৩৫)।

রাসুলুল্লাহ (সা.)-এর মতো সাহাবায়ে কেরামও টুপি পরেছেন। হাসান বসরি (রহ.) বলেন, তারা (সাহাবায়ে কেরাম গরমের কারণে) পাগড়ি বা টুপির ওপর সিজদা করতেন (বোখারি)। হাসান বসরি (রহ.) অনেক বড় মনীষী তাবেয়ি ছিলেন, যিনি অনেক সাহাবিকে দেখেছেন এবং তাদের সাহচর্য গ্রহণ করেছেন। সুলাইমান ইবনে আবু আবদুল্লাহ বলেন, আমি প্রথম সারির মুহাজিরদের দেখেছি— তারা কালো, সাদা, লাল, সবুজ, হলুদ ইত্যাদি রঙের সুতির পাগড়ি পরতেন। তারা পাগড়ির কাপড় মাথায় রেখে তার ওপর টুপি রাখতেন। এরপর তার ওপর পাগড়ি ঘুরিয়ে পরতেন (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ১২/৫৪৫)।

ইসলামে পোশাকের সৌন্দর্যের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘তোমরা নামাজের সময় তোমাদের সর্বোৎকৃষ্ট পোশাক পরিধান করো।’ (সুরা আরাফ: ৩১)। আর ইসলামের শিয়ার বা প্রতীক টুপি অবশ্যই সুন্দর পোশাক। হজরত জুহাইর (রহ.) বলেন, আমি প্রখ্যাত তাবেয়ি আবু ইসহাক সাবিয়িকে দেখেছি, তিনি আমাদের নিয়ে নামাজ পড়ছেন। তিনি মাটি থেকে টুপি উঠিয়ে মাথায় পরছেন (তাবাকাতে ইবনে সাদ: ৬/৩১৪)। তাই ফুকাহায়ে কেরাম নামাজে টুপি পরা সুন্নত বলেছেন এবং অবহেলা করে টুপি না পরে নামাজ পড়াকে মাকরুহ বলেছেন, যদিও নামাজ আদায় হয়ে যাবে (রদ্দুল মুহতার: ১/৬৪০)।

প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী গায়ের অন্যান্য পোশাকের সঙ্গে মানানসই টুপি পরিধান করা প্রয়োজন। মসজিদের সামনে ভ্রাম্যমাণ দোকান থেকে টুপি কিনতে দেখা যায় সামর্থ্যবান অনেক মানুষকেও। সামর্থ্যবানদের জন্য তিলাপড়া, ছেঁড়া-ফাটা যেনতেন টুপি পকেটে রাখা, নামাজে দাঁড়ানোর আগে ফুঁ দিয়ে কোনোরকম মাথায় লাগানো নিন্দনীয় ও রুচিহীন ব্যাপার। যে পোশাক পরে কোনো আত্মীয়স্বজনের বাড়িতে যেতে বিবেকে বাধে, মানসম্মানের প্রশ্ন এসে দাঁড়ায়, সে পোশাক পরে নামাজে দাঁড়িয়ে কীভাবে মহান স্রষ্টা আল্লাহর সামনে হাজিরা দেওয়া সম্ভব হবে? তাই আমাদের সামর্থ্য অনুযায়ী উত্তম সুন্দর টুপি ব্যবহার করা উচিত। আল্লাহ সবাইকে বোঝার তওফিক দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

অবরোধের ঘোষণা চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের

ভূমিকম্প আতঙ্ক / ঢাবির পর জবিরও ক্লাস-পরীক্ষা বন্ধ

নেই কোনো পানিপ্রবাহ, তবু নির্মাণ হচ্ছে ৯ কোটি টাকার সেতু

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই

আগামী নির্বাচন গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার মুহূর্ত : শেখ আব্দুল্লাহ

বাগদত্তার সঙ্গে উদ্যম নাচ ডাক্তারের, অতঃপর...

ভূমিকম্পের ঘটনায় ঢাবিতে রোববারের ক্লাস-পরীক্ষা স্থগিত

মার্কিনিকে আমন্ত্রণ জানিয়ে বিপদে ইসলামিক সংস্থার প্রধান

সাভারে পালিয়ে থাকা জামালপুরের আ.লীগ নেতা গ্রেপ্তার

১০

কামিন্সের পরামর্শেই ওপেনিংয়ে নামেন হেড

১১

তারেক রহমান সঠিক লোকের হাতেই প্রতীক তুলে দিয়েছেন : ড. এমএ কাইয়ুম

১২

ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক

১৩

মতবিনিময় সভায় বিশেষজ্ঞরা / বিমা আইন সংশোধনের আগে আইডিআরএর সংস্কার প্রয়োজন

১৪

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল বৃদ্ধাদের নিয়ে দোয়া মাহফিল

১৫

ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

১৬

‘সুযোগ হাতছাড়া করায় ভীষণ হতাশ জয়-মুমিনুলরা’

১৭

বিএনপি ক্ষমতায় গেলে টেলিকমসহ সব নীতিমালা রিভিউ করবে : আমির খসরু

১৮

বিয়েতে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ

১৯

৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, বড় ভূমিকম্প হওয়ার শঙ্কা

২০
X