মাইমুন আহমাদ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০৩:৩১ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

টুপি মুসলমানের সৌন্দর্য

টুপি মুসলমানের সৌন্দর্য

টুপি মুসলমানের ধর্মীয় প্রতীক। মুসলমানকে আলাদা করা যায় মাথার টুপির মাধ্যমে। তবে টুপি নিছক প্রতীক প্রকাশক অনুষঙ্গই নয়, এটা গুরুত্বপূর্ণ সুন্নতও বটে। আল্লাহর রাসুল (সা.) ও সাহাবায়ে কেরাম গুরুত্বের সঙ্গে টুপি পরেছেন। হজরত হাসান বিন মেহরান থেকে বর্ণিত, একজন সাহাবি বলেছেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে তার দস্তরখানে বসে খাবার খেয়েছি এবং তার মাথায় সাদা টুপি দেখেছি (আল ইসাবাহ: ৪/৩৩৯)। আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) বলেছেন, রাসুলুল্লাহ (সা.)-এর একটি পাগড়ি ছিল, যা তিনি আলী (রা.)-কে পরিয়েছিলেন। তিনি পাগড়ি পরতেন এবং পাগড়ির নিচে টুপি পরতেন। তিনি কখনো পাগড়ি ছাড়া টুপি পরতেন। কখনো টুপি ছাড়াও পাগড়ি পরতেন (জাদুল মাআদ: ১/১৩৫)।

রাসুলুল্লাহ (সা.)-এর মতো সাহাবায়ে কেরামও টুপি পরেছেন। হাসান বসরি (রহ.) বলেন, তারা (সাহাবায়ে কেরাম গরমের কারণে) পাগড়ি বা টুপির ওপর সিজদা করতেন (বোখারি)। হাসান বসরি (রহ.) অনেক বড় মনীষী তাবেয়ি ছিলেন, যিনি অনেক সাহাবিকে দেখেছেন এবং তাদের সাহচর্য গ্রহণ করেছেন। সুলাইমান ইবনে আবু আবদুল্লাহ বলেন, আমি প্রথম সারির মুহাজিরদের দেখেছি— তারা কালো, সাদা, লাল, সবুজ, হলুদ ইত্যাদি রঙের সুতির পাগড়ি পরতেন। তারা পাগড়ির কাপড় মাথায় রেখে তার ওপর টুপি রাখতেন। এরপর তার ওপর পাগড়ি ঘুরিয়ে পরতেন (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ১২/৫৪৫)।

ইসলামে পোশাকের সৌন্দর্যের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘তোমরা নামাজের সময় তোমাদের সর্বোৎকৃষ্ট পোশাক পরিধান করো।’ (সুরা আরাফ: ৩১)। আর ইসলামের শিয়ার বা প্রতীক টুপি অবশ্যই সুন্দর পোশাক। হজরত জুহাইর (রহ.) বলেন, আমি প্রখ্যাত তাবেয়ি আবু ইসহাক সাবিয়িকে দেখেছি, তিনি আমাদের নিয়ে নামাজ পড়ছেন। তিনি মাটি থেকে টুপি উঠিয়ে মাথায় পরছেন (তাবাকাতে ইবনে সাদ: ৬/৩১৪)। তাই ফুকাহায়ে কেরাম নামাজে টুপি পরা সুন্নত বলেছেন এবং অবহেলা করে টুপি না পরে নামাজ পড়াকে মাকরুহ বলেছেন, যদিও নামাজ আদায় হয়ে যাবে (রদ্দুল মুহতার: ১/৬৪০)।

প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী গায়ের অন্যান্য পোশাকের সঙ্গে মানানসই টুপি পরিধান করা প্রয়োজন। মসজিদের সামনে ভ্রাম্যমাণ দোকান থেকে টুপি কিনতে দেখা যায় সামর্থ্যবান অনেক মানুষকেও। সামর্থ্যবানদের জন্য তিলাপড়া, ছেঁড়া-ফাটা যেনতেন টুপি পকেটে রাখা, নামাজে দাঁড়ানোর আগে ফুঁ দিয়ে কোনোরকম মাথায় লাগানো নিন্দনীয় ও রুচিহীন ব্যাপার। যে পোশাক পরে কোনো আত্মীয়স্বজনের বাড়িতে যেতে বিবেকে বাধে, মানসম্মানের প্রশ্ন এসে দাঁড়ায়, সে পোশাক পরে নামাজে দাঁড়িয়ে কীভাবে মহান স্রষ্টা আল্লাহর সামনে হাজিরা দেওয়া সম্ভব হবে? তাই আমাদের সামর্থ্য অনুযায়ী উত্তম সুন্দর টুপি ব্যবহার করা উচিত। আল্লাহ সবাইকে বোঝার তওফিক দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জেলায় ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে যে শর্ত জুড়ে দিল রাশিয়া

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলের রজতজয়ন্তী উদযাপিত

পুলিশকে কোপানোর ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার

একা থাকা আর একাকিত্ব অনুভব করা এক বিষয় নয়, বলছে গবেষণা

ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৮ দিনের ছুটি

‘মৃত্যুর পর জাভেদের সম্মাননা’ প্রত্যাখ্যান করলেন নায়কের স্ত্রী

তৃতীয় বারের মতো সরস্বতী পূজায় নারী পুরোহিত সমাদৃতা

বিদেশি কূটনীতিকদের সঙ্গে রোববার বৈঠকে বসছে নির্বাচন কমিশন

১০

শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

সুখবর পেলেন বিএনপির আরও ২ নেতা

১২

সিডনির কাছে বড় হার, ফাইনালে যাওয়া হলো না রিশাদদের

১৩

গ্রেপ্তারের ১০ মিনিট পর হাসপাতালে আসামির মরদেহ ফেলে পালাল পুলিশ

১৪

ভারতে না এলে ক্ষতিটা বাংলাদেশেরই, দাবি সাবেক ভারতীয় অধিনায়কের

১৫

বিপিএলে টস জিতে বোলিংয়ে চট্টগ্রাম

১৬

এই ৪ অভ্যাসে বাড়বে আপনার সন্তানের বুদ্ধি

১৭

কারাগারে দুই খুনির প্রেম, বিয়ের জন্য ১৫ দিনের জামিন

১৮

জামায়াতসহ ১০ দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে

১৯

প্রশ্নপত্র ফাঁসের তথ্য জেনেও অনুষ্ঠিত ৭ কলেজের পরীক্ষা, তদন্তে ৩ সদস্যের কমিটি  

২০
X