জনপ্রিয় ব্যান্ড নেমেসিস। দেশ ও দেশের বাইরে তাদের ভক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবার প্রথমবারের মতো দলটি ওশেনিয়া মহাদেশের দেশ অস্ট্রেলিয়ায় কনসার্ট করেছে। বিষয়টি যাওয়ার আগেই ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ কালবেলাকে নিশ্চিত করেন।
এর আগে নেমেসিসের পক্ষ থেকে জানানো হয়, ২৯ জুন মেলবোর্ন, ৩০ জুন তাসমেনিয়া ও ৬ জুলাই সিডনিতে কনসার্ট করেছে নেমেসিস। তাদের কনসার্ট ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়। রাজু বলেন, ‘দেশের বাইরে এটাই আমাদের প্রথম অফিসিয়াল ট্যুর ছিল, যা নিয়ে গোটা ব্যান্ডই খুব এক্সাইটেড ছিল। এই সফরে আমরা তিনটি কনসার্ট করেছি। অস্ট্রেলিয়ায় নেমেসিস ভক্তদের আমন্ত্রণ ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। সুন্দর কিছু মুহূর্ত স্মৃতির পাতায় ধারণ করে আমরা এখন দেশে ফেরার অপেক্ষায় আছি। আগামীকাল ২৫ জুলাই আমরা দেশে ফিরব। অস্ট্রেলিয়া সফর থেকে প্রবাসীদের যে ভালোবাসা পেয়েছি। তা সত্যিই আমাদের গর্বিত করেছে। দেশের বাইরেও যে আমাদের এভাবে দর্শক ভালোবাসা দেবে, তা আমাদের ভাবনার বাইরে ছিল। দেশে ফিরে আমাদের ভক্তদের জন্য বড় একটি ধামাকা থাকবে।’ নেমেসিস ২৫ জুন অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে।
বর্তমানে দেশেও ব্যান্ডটির কনসার্ট নিয়ে ব্যস্ততা রয়েছে। তার মধ্যেই চলছে তাদের চতুর্থ অ্যালবামের কাজ। এ ছাড়া ব্যান্ড ইন্ডাস্ট্রিতে এ বছর নেমেসিসের ২৫ বছর হবে, যা বড় করে আয়োজন করার পরিকল্পনা করছে জোহাদ, জেফ্রিরা।
এ বিষয়েও ব্যান্ড ম্যানেজার রাজু জানান, ইডাস্ট্রিতে আমাদের ২৫ বছর হতে যাচ্ছে। এই জার্নি কখনোই সহজ ছিল না। আমরা পরিকল্পনা করছি ভক্তদের সঙ্গে একটি আয়োজনের মাধ্যমে এটি শেয়ার করব। সেখানে নেমেসিস পক্ষ থেকে বড় ধরনের সারপ্রাইজের ব্যবস্থা করবে। তাই অপেক্ষায় থাকুন বড় কিছু হতে যাচ্ছে। দীর্ঘ এই সময় আমাদের পাশে থাকার জন্য সব ভক্তের কাছে আমরা কৃতজ্ঞ। কারণ আপনারাই সামনে এগিয়ে যাওয়ার সাহস ও শক্তি।
২০০৫ সালে নেমেসিসের প্রথম অ্যালবাম ‘অন্বেষণ’ প্রকাশ করা হয়। এরপর ২০১১ সালে দ্বিতীয় অ্যালবাম ‘তৃতীয় যাত্রা’ ও ২০১৭ ‘গণজোয়ার’ প্রকাশ পায়। এবার আসছে তাদের চতুর্থ অ্যালবাম।
বর্তমানে দলটিতে সদস্য সংখ্যা পাঁচজন। তাদের মধ্যে ভোকাল ও গিটার জোহাদ রেজা চৌধুরী, গিটার রাফসান, গিটার ইফাজ, বেজ গিটার রাতুল ও ড্রামস জেফ্রি।