রাজু আহমেদ
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৩:২৯ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৩:১৬ পিএম
প্রিন্ট সংস্করণ

দক্ষিণের তারকা পরিবার

দক্ষিণের তারকা পরিবার

শুধু কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রি নয়, যার জনপ্রিয়তা ভারতের সীমান্ত ছাপিয়ে বাংলাদেশেও প্রভাব ফেলেছে। তার নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় থাকে এ দেশের সিনেমাপ্রেমী দর্শকরাও। চোখ জুড়ানো অ্যাকশন ও গল্পনির্ভর সিনেমায় অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। সেই জনপ্রিয় তারকা আর কেউ নন, তিনি হলেন স্টাইলিশ স্টার আল্লু অর্জুন।

‘পুষ্পা’ সিনেমার দৌলতে দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে আল্লুর খ্যাতি। পুষ্পা চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি জনপ্রিয়তার চূড়ায় পৌঁছেছেন। বাড়িয়ে নিয়েছেন তার পারিশ্রমিকও। তবে এ নায়ক তার পরিবারে একা তারকা সদস্য নন, তার পরিবারে রয়েছেন আরও বেশ কয়েকজন তারকা। যাদের জনপ্রিয়তাও আকাশচুম্বী। যাদের ভক্তও ছড়িয়ে-ছিটিয়ে আছে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। দক্ষিণের এ তারকা পরিবারের খবর জানাব আজ।

আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ। জনপ্রিয় চলচ্চিত্র পরিচালকের তালিকায় রয়েছেন তিনি। তবে এখন পর্যন্ত বাবার সঙ্গে কাজ করেননি আল্লু। এ নিয়ে তার মনে রয়েছে আক্ষেপও।

আল্লু দাদা আল্লু রামালিঙ্গয়া। নায়কের পরিবারের প্রথমদিককার সুপারস্টার ছিলেন এই রামালিঙ্গয়া। তার অসাধারণ কৌতুক অভিনয় প্রতিভা দিয়ে জায়গা করে নেন ভক্তের মনে। তার পাঁচ সন্তানের মধ্যে দুজনই পা রেখেছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে। বাবার মতো তারাও সফল অভিনেতা হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছেন।

আল্লু অর্জুনের ভাই আল্লু সিরিশ। শোবিজের পথ খুব বেশি লম্বা না করলেও বেশ কিছু সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। নাম লিখিয়েছেন স্টার তালিকায়।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী। যিনি থাকা মানেই সিনেমা সুপারহিট। সম্পর্কে তিনি আল্লু অর্জুনের ফুপা। ক্যারিয়ারে দিয়েছেন একাধিক সুপার-ডুপার হিট সিনেমা।

সুপারস্টার চিরঞ্জীবীর ছেলে রামচরণ। আল্লুর ফুপাতো ভাই এই রামচরণ আরআরআর সিনেমার মাধ্যমে সিনেপ্রেমীদের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। কখনো তিনি রোমান্টিক প্রেমিক, কখনো আবার অ্যাকশন হিরো। অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির যে কজন সুপারস্টার রয়েছেন, তাদের মধ্যে অন্যতম পবন কল্যাণ। অভিনেতা চিরঞ্জীবীর আপন ভাই তিনি। ক্যারিয়ারে রয়েছে একাধিক সুপারহিট সিনেমা। চিরঞ্জীবী সূত্রেই তার সঙ্গে আত্মীয়ের বাঁধনে জড়িয়ে রয়েছেন আল্লুর পরিবারের সঙ্গে আল্লুর আরেক আত্মীয় বরুন তেজ। বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় প্রধান ভূমিকায় দেখা গেছে। তার অভিনীত সিনেমাগুলো বক্স অফিসেও দাপট দেখিয়েছে।

আল্লুর ফুপা চিরঞ্জীবীর বোনের পুত্র ধারাম তেজা। তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা। পরিবারের সূত্রেই তার সঙ্গে সম্পর্ক আল্লু অর্জুনের।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ নীহারিকা কোনাভিলা। সুপারস্টার চিরঞ্জীবীর ভাতিজি তিনি। অভিনয়ে তার ক্যারিয়ারেও রয়েছে একাধিক হিট সিনেমা। তাই দক্ষিণী সিনেমার ইন্ডাস্ট্রির অন্যতম প্রভাবশালী ও তারকা ফ্যামিলি বলা হয় তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ বিচার কখনো হয়নি : অ্যাটর্নি জেনারেল 

রংপুরে ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা / অনুসন্ধান করে ঘটনার ভেতরের সত্য প্রকাশ করে ‘কালবেলা’ 

৩ ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি

শিক্ষার্থী চারজন, পরীক্ষা দেওয়া দুজনের কেউ পাস করেনি

ধারাবাহিকের মূল ভূমিকায় হেদায়েত উল্লাহ তুর্কী 

রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ

খতমে নবুওয়তের চেতনায় সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাক কালবেলা : মুহিউদ্দীন রাব্বানী

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন করবেন যেভাবে

চট্টগ্রামে আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, ২৫ শ্রমিককে উদ্ধার

চীনে ৩০ পাদরি গ্রেপ্তার, বড় অভিযানের আশঙ্কা

১০

মোস্তারির অর্ধশতকে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

১১

‘ভর্তির পরে সবার বিয়ে হয়ে গেছে, তাই কেউ পাস করেনি’

১২

সর্বপ্রথম কোথায় আজান হয়েছিল, কার কণ্ঠে?

১৩

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথ মসৃণ হবে : মির্জা ফখরুল

১৪

রাকসু নির্বাচন ঘিরে নানা অভিযোগ ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীর

১৫

যমুনা ঘেরাও কর্মসূচি স্থগিত, আন্দোলনরত শিক্ষকদের বড় কর্মসূচি ঘোষণা

১৬

গাজায় সৈন্য পাঠাতে যাচ্ছে পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়া!

১৭

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

১৮

‘ইলেকশন ইন ফেব্রুয়ারি’ স্লোগানে ঢাবিতে ছাত্রদলের মিছিল 

১৯

টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

২০
X