রাজু আহমেদ
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৩:২৯ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৩:১৬ পিএম
প্রিন্ট সংস্করণ

দক্ষিণের তারকা পরিবার

দক্ষিণের তারকা পরিবার

শুধু কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রি নয়, যার জনপ্রিয়তা ভারতের সীমান্ত ছাপিয়ে বাংলাদেশেও প্রভাব ফেলেছে। তার নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় থাকে এ দেশের সিনেমাপ্রেমী দর্শকরাও। চোখ জুড়ানো অ্যাকশন ও গল্পনির্ভর সিনেমায় অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। সেই জনপ্রিয় তারকা আর কেউ নন, তিনি হলেন স্টাইলিশ স্টার আল্লু অর্জুন।

‘পুষ্পা’ সিনেমার দৌলতে দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে আল্লুর খ্যাতি। পুষ্পা চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি জনপ্রিয়তার চূড়ায় পৌঁছেছেন। বাড়িয়ে নিয়েছেন তার পারিশ্রমিকও। তবে এ নায়ক তার পরিবারে একা তারকা সদস্য নন, তার পরিবারে রয়েছেন আরও বেশ কয়েকজন তারকা। যাদের জনপ্রিয়তাও আকাশচুম্বী। যাদের ভক্তও ছড়িয়ে-ছিটিয়ে আছে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। দক্ষিণের এ তারকা পরিবারের খবর জানাব আজ।

আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ। জনপ্রিয় চলচ্চিত্র পরিচালকের তালিকায় রয়েছেন তিনি। তবে এখন পর্যন্ত বাবার সঙ্গে কাজ করেননি আল্লু। এ নিয়ে তার মনে রয়েছে আক্ষেপও।

আল্লু দাদা আল্লু রামালিঙ্গয়া। নায়কের পরিবারের প্রথমদিককার সুপারস্টার ছিলেন এই রামালিঙ্গয়া। তার অসাধারণ কৌতুক অভিনয় প্রতিভা দিয়ে জায়গা করে নেন ভক্তের মনে। তার পাঁচ সন্তানের মধ্যে দুজনই পা রেখেছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে। বাবার মতো তারাও সফল অভিনেতা হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছেন।

আল্লু অর্জুনের ভাই আল্লু সিরিশ। শোবিজের পথ খুব বেশি লম্বা না করলেও বেশ কিছু সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। নাম লিখিয়েছেন স্টার তালিকায়।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী। যিনি থাকা মানেই সিনেমা সুপারহিট। সম্পর্কে তিনি আল্লু অর্জুনের ফুপা। ক্যারিয়ারে দিয়েছেন একাধিক সুপার-ডুপার হিট সিনেমা।

সুপারস্টার চিরঞ্জীবীর ছেলে রামচরণ। আল্লুর ফুপাতো ভাই এই রামচরণ আরআরআর সিনেমার মাধ্যমে সিনেপ্রেমীদের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। কখনো তিনি রোমান্টিক প্রেমিক, কখনো আবার অ্যাকশন হিরো। অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির যে কজন সুপারস্টার রয়েছেন, তাদের মধ্যে অন্যতম পবন কল্যাণ। অভিনেতা চিরঞ্জীবীর আপন ভাই তিনি। ক্যারিয়ারে রয়েছে একাধিক সুপারহিট সিনেমা। চিরঞ্জীবী সূত্রেই তার সঙ্গে আত্মীয়ের বাঁধনে জড়িয়ে রয়েছেন আল্লুর পরিবারের সঙ্গে আল্লুর আরেক আত্মীয় বরুন তেজ। বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় প্রধান ভূমিকায় দেখা গেছে। তার অভিনীত সিনেমাগুলো বক্স অফিসেও দাপট দেখিয়েছে।

আল্লুর ফুপা চিরঞ্জীবীর বোনের পুত্র ধারাম তেজা। তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা। পরিবারের সূত্রেই তার সঙ্গে সম্পর্ক আল্লু অর্জুনের।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ নীহারিকা কোনাভিলা। সুপারস্টার চিরঞ্জীবীর ভাতিজি তিনি। অভিনয়ে তার ক্যারিয়ারেও রয়েছে একাধিক হিট সিনেমা। তাই দক্ষিণী সিনেমার ইন্ডাস্ট্রির অন্যতম প্রভাবশালী ও তারকা ফ্যামিলি বলা হয় তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারবহির্ভূত হত্যার শিকার অলির মেয়ের বিয়ের দায়িত্ব নিলেন তারেক রহমান

বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে ৪ কর্মকর্তাকে পদোন্নতি

৩ মাসের জন্য এনসিপির ‘নির্বাহী কাউন্সিল’ গঠন

বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দর ৬৮তম

জাতীয় পার্টি ব্যান্ড করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে : জাপা মহাসচিব

বার্নাব্যুতে নেমেই আরেকটি রেকর্ড নিজের করে নিলেন আর্জেন্টিনার ‘মাস্তান’

একাদশে ভর্তিতে যাদের আবেদন বাতিলের নির্দেশ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা 

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স, দাম কত জানেন?

নারী শিক্ষার্থীদের কাছে ভোট ও দোয়া চাচ্ছেন ডাকসুর এজিএস পদপ্রার্থী মায়েদ

১০

এয়ারলাইনসের ‘ভুল সিদ্ধান্ত’ / বিদেশ যেতে বিমানবন্দর সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরছেন হোসাইন

১১

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, যে যোগ্যতা দরকার

১২

মাঝআকাশে বোতল-ব্যাগে মলমূত্র ত্যাগ করলেন যাত্রীরা

১৩

ইরানের পাল্টা হামলা, ক্ষতিপূরণ দাবি করছেন ৫৩ হাজার ইসরায়েলি

১৪

যোদ্ধাদের সামরিক প্রধানের পর মুখপাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করল ইসরায়েল

১৫

সবুজায়ন হচ্ছে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি

১৬

বিইউবিটির আইন ও বিচার বিভাগের সঙ্গে ৮ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

১৭

রাস্তা নিয়ে দুর্ভোগ, ভেঙে যাচ্ছে বিয়ে!

১৮

এটা সারপ্রাইজ হিসেবে থাকুক : তিশা

১৯

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা উপলক্ষে মতবিনিময় সভা

২০
X