বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খান। যে কাজটিই তিনি করেন, সেটি শতভাগ পরিচ্ছন্ন করার চেষ্টা করেন। এবার তিনি সংগীতের ওপর শতভাগ শিক্ষা নেওয়ার কথা জানিয়েছেন। এরপরই প্রশ্ন উঠেছে, গায়ক হিসেবে কি আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি? খবর এনডিটিভির।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের জুহুতে একটি গান লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান। সেখানে এসেছিলেন সেলিম সুলেমান। এ অনুষ্ঠানে সংগীত পরিচালককে জানান, তিনিও বর্তমানে গান শিখছেন। বলেন, ‘তোমরা হয়তো জেনে খুশি হবে। আমি গান গাওয়া শিখছি।’
আমির আরও বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে তালিম নিচ্ছি গানের। আমার একজন গুরু আছেন, উনিই আমায় গান শেখাচ্ছেন। গত এক বছর ধরে আমি গান শিখছি।’ তবে আমির কেনও গান শিখছেন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।